MI vs RCB Confirmed Playing XI, IPL 2025: ওয়াংখেড়েতে টস জিতলেন হার্দিক, জসপ্রীতের সঙ্গে রো-ব্যাক

Apr 07, 2025 | 7:24 PM

Mumbai Indians vs Royal Challengers Bengaluru Confirmed Playing XI in Bengali: বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব...। ম্যাচটাও রুদ্ধশ্বাস হওয়ার প্রত্যাশা। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতলেন হার্দিক পান্ডিয়া। সিদ্ধান্ত? অবশ্যই রান তাড়ার কথাই জানালেন হার্দিক পান্ডিয়া।

MI vs RCB Confirmed Playing XI, IPL 2025: ওয়াংখেড়েতে টস জিতলেন হার্দিক, জসপ্রীতের সঙ্গে রো-ব্যাক
Image Credit source: X

Follow Us

হোম গ্রাউন্ডে ফিরল মুম্বই। জয়ে ফিরবে কি না, পরের বিষয়। দীর্ঘ ৯৩ দিন পর মাঠে নামছেন জসপ্রীত বুমরা। ফিরলেন রোহিত শর্মাও। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে চোটের কারণে খেলানো হয়নি রোহিতকে। ওয়াংখেড়েতে রীতিমতো চাঁদের হাট। মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সুপারস্টারদের আসর। বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব…। ম্যাচটাও রুদ্ধশ্বাস হওয়ার প্রত্যাশা। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতলেন হার্দিক পান্ডিয়া। সিদ্ধান্ত? অবশ্যই রান তাড়ার কথাই জানালেন হার্দিক পান্ডিয়া।

এ বারের আইপিএলে চারটির মধ্যে মাত্র এক ম্যাচে জয় মুম্বই ইন্ডিয়ান্সের। সেটি এসেছিল হোম গ্রাউন্ডেই। হোমে ফিরে জয়ে ফেরাতেই নজর। কোথায় ভুল হচ্ছিল? রান তাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে হার্দিক বলেন, ‘রান তাড়াতেই স্বচ্ছন্দ। শিশির এলে ভালো। জানি না, সেটা কতটা হবে। শিশিরের প্রভাব না থাকলে দুই দলের জন্যই ভালো পিচ। আশা করছি হাইস্কোরিং ম্যাচের। আমরা ভালো ক্রিকেট খেলছি, কিছু মহূর্তে ভুল করেছি। সেটা কাটিয়ে উঠতে হবে।’

হার্দিক এটিও নিশ্চিত করলেন, এই ম্যাচে ফিরছেন রোহিত শর্মা। তেমনই দীর্ঘ দিন পর অবশেষে জসপ্রীত বুমরা ব্যাক। শুবুমরুতেই বিরাট কোহলি বনাম বুমরা দেখার সুযোগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কেরিয়ারে জসপ্রীত বুমরার প্রথম উইকেট বিরাট কোহলি। এই ম্যাচেও কোহলিই প্রধান টার্গেট থাকবে বুমরার!

আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদারও জানালেন, টস জিতলে তিনিও রান তাড়ারই সিদ্ধান্ত নিতাম। রজত যোগ করেন, ‘যদিও এই মাঠ ব্য়াটারদের জন্য হবে, সেটাই মনে করছি। পয়েন্ট টেবল নিয়ে ভাবছি না, ভালো খেলাটা এখন বেশি জরুরি। বোলিং বিভাগ আরও ভালো পারফর্ম করলে খুশি হব, আমি নিশ্চিত ওরা করবে।’ আরসিবি কোনও বদল করছে না, জানিয়ে দিলেন রজত।

মুম্বই ইন্ডিয়ান্স একাদশ: রায়ান রিকলটন, উইল জ্য়াকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধির, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, বিগ্নেশ পুথুর

ইমপ্যাক্ট অপশন-রোহিত শর্মা, অশ্বিনী কুমার, রবিন মিঞ্জ, করবিন বশ, রাজ অঙ্গদ বাওয়া

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশ: ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, টিম ডেভিড, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল

ইমপ্যাক্ট অপশন-রশিক সালাম, সূয়াশ শর্মা, স্বস্তিক চিকারা, জ্যাকব বেথেল, স্বপ্নিল সিং