কলকাতা: সারা বিশ্বে মেসি ও রোনাল্ডোর ভক্তের সংখ্যা কম নয়। আবার এই দু’জনকে নিয়ে তর্ক কম নেই। কে বড় মেসি না রোনাল্ডো, তা নিয়ে নিয়মিত তরজা চলে। ক্রিকেটার পন্থের জীবনেও মেসি ও রোনাল্ডোর ভূমিকা রয়েছে। অবাক হওয়ার কিছু নেই। কার ভক্ত তিনি, তাও ঘোষণা করেছেন। আবার এমন মঞ্চে, যেখানে তাঁর পাশে একঝাঁক ফুটবলার। কেকেআরের বিরুদ্ধে কাল ইডেনে ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের। লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিক আবার কলকাতার লোক। সেই সঞ্জীব গোয়েঙ্কা ক্রিকেটের পাশাপাশি মোহনবাগান টিমের ইনভেস্টরও। শহরে এক অনুষ্ঠানে মোহনবাগান ফুটবলারদের সঙ্গে হাজির ছিলেন পন্থও। সেখানেই জানিয়ে দিলেন তিনি কার ভক্ত।
শহরের এক অনুষ্ঠানে এসে ঋষভ খোলামেলা প্রশ্নের উত্তর দিলেন নিজের জীবন সম্পর্কে। মেসি না রোনাল্ডো? কাকে বেশি পছন্দ পন্থের? তিনি বলেছেন , “আমি মেসিকে পছন্দ করি। তবে আমার মনে হয় রোনাল্ডোর কাছ থেকে অনেক কিছু শেখার আছে।” পন্থের জীবনে বছর তিনেক আগেই ঘটে গিয়েছিল এক ভয়াবহ দুর্ঘটনা। যা নাড়া দিয়ে গিয়েছিল গোটা ক্রিকেট জগৎকে। এমনকি তাঁর ভক্তরাও প্রবল আশঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁর ক্রিকেট জীবন নিয়ে। সেই প্রসঙ্গে পন্থ বলেছেন, “ছোট থেকে আমি নিজের সব কাজ নিজেই করে এসেছি। কিন্তু অ্যাক্সিডেন্টের পর নড়তেই পারতাম না। সেই সময়টার সঙ্গে মানিয়ে নেওয়া খুব কঠিন ছিল। কারণ, সব কিছুতেই অন্যের সাহায্য নিতে হত। তবে আমি নিজেকে বুঝিয়েছিলাম, এই সময়টা লম্বা হবে। আমি ধৈর্য হারালে চলবে না।”
পন্থ শুধু ভালো ক্রিকেটারই নন, অন্যান্য খেলাধুলাতেও পারদর্শী। তিনি বলেছেন, “ক্রিকেটার যদি না হতাম, টেনিস প্লেয়ার হতাম। খেলাটা খেলতে আমার বেশ ভালো লাগে। তবে এখনও খুব একটা ভালো খেলতে পারি না। তবে জানি, প্র্যাক্টিস করলে ঠিক উন্নতি করব।”