IPL 2025 Schedule: আনক্যাপড ধোনি নামছেন দ্বিতীয় দিন, আইপিএলের ১৮তম সংস্করণের ফাইনাল সূচি রইল

Feb 16, 2025 | 6:21 PM

IPL 2025 Full Fixture: স্বাভাবিক ভাবেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নের হোমগ্রাউন্ডেই উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে। একই ভাবে দ্বিতীয় দিনই থাকছে ধামাকা। মাঠে নামছে 'চিরযুবক' মহেন্দ্র সিং ধোনি।

IPL 2025 Schedule: আনক্যাপড ধোনি নামছেন দ্বিতীয় দিন, আইপিএলের ১৮তম সংস্করণের ফাইনাল সূচি রইল
Image Credit source: IPL, X

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সংস্করণ। পূর্ণ সূচি প্রকাশ হয়ে গেল। আইপিএলের ইতিহাসে তিন বার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। স্বাভাবিক ভাবেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নের হোমগ্রাউন্ডেই উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে। একই ভাবে দ্বিতীয় দিনই থাকছে ধামাকা। মাঠে নামছে ‘চিরযুবক’ মহেন্দ্র সিং ধোনি।

ভারতের সর্বকালের সফলতম অধিনায়ক, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও একই রকম সাফল্য পেয়েছেন। গত মরসুমে অবশ্য ক্যাপ্টেন্সি তুলে দিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়কে। তবে তিনিই যে মাঠে শেষ কথা প্রতিমুহূর্তেই বোঝা গিয়েছে। এ মরসুমে আনক্যাপড প্লেয়ার হিসেবে রিটেন করা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। এই নিয়ম আগে থাকলেও মাঝে তা কাজে লাগেনি। পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেটে না খেলা ক্রিকেটারকে আনক্যাপড হিসেবে রিটেন করার অপশন ছিল। চেন্নাই সুপার কিংস সেটাই করেছিল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণে ২৩ মার্চ ঘরের মাঠে যাত্রা শুরু করছে চেন্নাই সুপার কিংস। আনক্যাপড ধোনি ঘরের মাঠে নামবেন মুম্বইয়ের বিরুদ্ধে। সুপার সান ডে-তে এই ম্যাচ। সেদিন ডাবল হেডার থাকছে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস।

দেখে নিন আইপিএলের ১৮তম সংস্করণের পূর্ণ সূচি

 

আইপিএলের প্লে-অফের সূচিও জানিয়ে দেওয়া হয়েছে। প্রথম কোয়ালিফায়ার ২০ মে হায়দরাবাদে। পরদিন অর্থাৎ ২১ মে এলিমিনেটর ম্যাচটিও হায়দরাবাদেই। দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল কলকাতার ইডেন গার্ডেন্সে যথাক্রমে ২৩ ও ২৫ মে।