
কলকাতা: রেইন রেইন গো অ্যাওয়ে, কাম এগেইন অ্যানাদার ডে। ছেলেবেলার এই ছড়া যেন চলছিল কেকেআর ও আরসিবির অনুরাগীদের মনে। সেই প্রার্থনা পূর্ণ হয়েছে। কিন্তু কেকেআর সমর্থকদের জন্য হতাশার শুরু। আইপিএলের ১৮তম সংস্করণের বোধন হল ইডেনে। মেগা উদ্বোধনী অনুষ্ঠানও হল। কিং খানের সঙ্গে মঞ্চে নাচ কিং কোহলি ও রিঙ্কু সিংয়ের। ব্যাটেও দুর্দান্ত পারফরম্যান্স বিরাট কোহলির। ইডেনে আরসিবির ৭ উইকেটের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন কিং কোহলি। সুপার সানডে-তে ডাবল হেডার। লাইভ আপডেটের জন্য নজর রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালে।
ইডেনে নাইট শো হল না। বিরাট বিনোদন। একদিকে আনন্দ, কেকেআর সমর্থকদের জন্য হতাশা। ম্যাচ রিপোর্ট বিস্তারিত পড়ুন: মিডল অর্ডার অপরিণত! হার দিয়ে অভিযান শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরের
২২ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় আরসিবির। চেজমাস্টার বিরাট কোহলি ১৮তম সংস্করণে নিজের শুরুটাও দুর্দান্ত করলেন। ১৭৫ রান তাড়ায় ৩৬ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস বিরাট কোহলির।
আইপিএলের উদ্বোধনী ম্যাচে আরসিবির প্রয়োজন আর ১৩ রান। ক্যাপ্টেন রজত পাতিদারের ক্যামিও ইনিংসের ইতি। বিরাট ব্যাটে জয়ের অপেক্ষায় আরসিবি।
ইনসাইড আউট বাউন্ডারি মেরে হাফসেঞ্চুরি বিরাট কোহলির। আইপিএল কেরিয়ারে ৫৬তম হাফসেঞ্চুরি। ৩০ বলে হাফসেঞ্চুরিতে কিং কোহলি।
বিরাট কোহলি বিধ্বংসী মেজাজে। দেবদত্ত একটু সময় নিতেই পারতেন। তিনিও দ্রুত রান তোলায় নজর দেন। এতেই আউট। সুনীল নারিন দ্বিতীয় ব্রেক থ্রু। ক্রিজে আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদার।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হাজার রানের মাইলফলক পেরিয়ে গেলেন বিরাট কোহলি। প্রয়োজন ছিল ৩৮ রান। সেটা পেরিয়ে হাফসেঞ্চুরির সামনে কিং কোহলি।
রাস্তা খুবই কঠিন। তবে সল্টকে ফিরিয়ে বড় ধাক্কা দিলেন বরুণ। ক্রিজে বিরাট কোহলির সঙ্গে যোগ দিলেন আরসিবির ইমপ্যাক্ট প্লেয়ার দেবদত্ত পাড়িক্কল।
বিরাট কোহলি আবারও বড় শটের চেষ্টা। কিন্তু আউটসাইড এজ। বল অনেক উঁচুতে। অনেকটা গ্রাউন্ড কভার করেছিলেন রমনদীপ সিং। বল অবধি পৌঁছলেও ক্যাচ জমেনি। বেকায়দায় পড়ায় চোটও লাগে রমনদীপের। তা যদিও গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যাচ্ছেন। কিন্তু বিরাট-সল্টকে থামানোর রাস্তা খুঁজে পাচ্ছে না কেকেআর।
নাইট জার্সিতে খেলেছেন। তবে সেটা মেজর লিগ ক্রিকেটে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সফর শুরু হল অজি পেসার স্পেন্সর জনসনের। দুটো ডেলিভারিতে অ্যাসেজ জিতলেন। তৃতীয় ডেলিভারি সল্ট পাঠালেন বাউন্ডারিতে। বিরাট শোয়ের মাঝে বাইশ গজে অ্যাসেজও। সল্ট যে ইংল্যান্ডের! আর স্পেন্সর অজি।
গত মরসুমে ছিলেন সতীর্থ। এ বছর প্রতিপক্ষ। কেকেআরের ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বৈভব অরোরা নামবেন, প্রত্যাশিতই ছিল। তিনিই বোলিং ওপেন করছেন। স্ট্রাইকে ফিল সল্ট। বাউন্ডারিতে প্রাক্তন সতীর্থকে স্বাগত জানালেন। সল্টের সঙ্গে রয়েছেন কেরিয়ারের ৪০০তম টি-টোয়েন্টি ম্যাচে বিরাট কোহলিও। বোর্ডে মাত্র ১৭৪ রানের পুঁজি। রাহানের ক্যাপ্টেন্সির কঠিন পরীক্ষা।
লেগস্পিনার সূয়াশ শর্মার কোটা শেষ। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেবদত্ত পাড়িক্কলকে নামিয়ে দিল আরসিবি।
সুনীল নারিন এবং ক্যাপ্টেন অজিঙ্ক রাহানের জুটিতে সেঞ্চুরি। ক্যাপ্টেনের হাফসেঞ্চুরি। নারিনের ৪৪। সে সময় মনে হচ্ছিল আরসিবিকে ২০০ প্লাস রানের টার্গেট দেবে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেটা আপাতত কঠিন মনে হচ্ছে। পরপর উইকেট হারিয়ে চাপে কেকেআর। রিঙ্কু সিংকে ফেরান ক্রুনাল পান্ডিয়া। ক্রিজে আন্দ্রে রাসেল।
সেঞ্চুরি পার্টনারশিপের পর আউট সুনীল নারিন। তাঁর পরপরই ফিরলেও অজিঙ্ক রাহানেও। ক্রিজে ভাইস ক্যাপ্টেনের সঙ্গে তরুণ ব্যাটার অংক্রিশ রঘুবংশী।
১৮ ইনিংস পর, ২৫ বলে হাফসেঞ্চুরি। ছয় মেরে হাফসেঞ্চুরিতে পৌঁছলেন কেকেআর ক্যাপ্টেন। ১৮তম সংস্করণের শুরুটা হল ধামাকায়। ক্যাপ্টেনের থেকে যেমনটা চাইছিল কেকেআর, শুরুটা ঠিক তেমনই।
চতুর্থ ওভার শেষেই বাঁ হাতি স্পিনার ক্রুনাল পান্ডিয়া আক্রমণে। স্লগ সুইপে ছয় মেরে তাঁকে স্বাগত জানালেন সুনীল নারিন। সুযোগ হাতছাড়া করতে নারাজ।
সতর্ক শুরু, এরপরই বাউন্ডারি, দুটো ছয়। এর মধ্যে একটি ৯২ মিটারের বাউন্ডারি। ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে যে শুধু অ্যাঙ্কর করার জন্য নামেননি, পরিষ্কার করে দিলেন কিছুক্ষণের মধ্যেই।
কেকেআর জার্সিতে অভিষেক কুইন্টন ডি’ককের। ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতেই বাউন্ডারি মারেন কুইন্টন। কিন্তু পরের ডেলিভারিতেই স্কাই হাই ক্যাচ। কেকেআরের প্রাক্তন সূয়াশ শর্মা মিস করেন। তাতেও অবশ্য লাভ হয়নি। ওভারের চতুর্থ ডেলিভারিতে কট বিহাইন্ড কুইন্টন ডি’কক। ক্রিজে অজিঙ্ক রাহানে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম। ইডেনে প্রথম ওভার করবেন জশ হ্যাজলউড। প্রথম চার ওভার চাপের। ইডেনে কেকেআরের প্রস্তুতি ম্যাচে দেখা গিয়েছে, শুরুর তিন-চার ওভার বল সুইং করে। সেটা সামলে দিতে পারলে ব্যাটিং স্বর্গ!
টস জিতলেন রজত পাতিদার। শুরুতে নাইটদের ব্যাটিংয়ে পাঠালেন আরসিবি ক্যাপ্টেন।
কেমন হল দুই দলের একাদশ, টসের পর কী বললেন দুই দলের অধিনায়ক, পড়ুন বিস্তারিত – KKR vs RCB Confirmed Playing XI, IPL 2025: KKR বিপাকে? চেজমাস্টার বিরাটের জন্য টসে জিতে ফিল্ডিং রজতের
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর ইডেনে শুরু লেজ়ার শো। এ বার আইপিএল সাবালক। কারণ, এটি টুর্নামেন্টের ১৮তম সংস্করণ। লেজ়ার শো-তে সেটাই ফুটে উঠল।
শ্রেয়া ঘোষালের সুপারহিট সব গানের পর কোমল দোলালেন দিশা পাটানি। এ বার করণ অউজলার ব়্যাপে মুখরিত ইডেন গার্ডেন্সে। ‘হুসন তেরা তওবা তওবা’ ছাড়া করণের পারফরম্যান্স অসম্পূর্ণ। যে কারণে এই গান ছাড়া ওপেনিং সেরেমনি হতেই পারত না। আর তা হলেও দিলেন না করণ।
হরভজন সিং জানিয়েছেন, তাঁর মনে হয় বরুণ চক্রবর্তী পার্পল ক্যাপের দাবিদার। সুনীল নারিন, চাহালও লাইনে রয়েছে। তবে বরুণই বাজিমাত করবেন আশাবাদী ভাজ্জি।
আইপিএল কমেন্ট্রি অভিষেকে কেন উইলিয়ামসন জানিয়ে দিলেন, তাঁর মতে এ বারের আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিততে পারেন শুভমন গিল, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়ালের মধ্যে একজন।
ইডেন গার্ডেন্সে পৌঁছে গিয়েছেন কিং খান। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ তৈরি। একটু পরই শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
মেঘ কেটে বৃষ্টি থামতেই কলকাতার ক্রিকেটপ্রেমীদের মুখে চওড়া হাসি। ইডেনে ক্রিকেট জ্বর। ইডেন দখল নিতে তৈরি বিরাট কোহলির ভক্তরা। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন কেকেআর সমর্থকরাও তৈরি নারিনদের জন্য গলা ফাটাতে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে তাঁকে প্রথম সুযোগ দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু পরিচিতি দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সল্ট থেকে হয়ে উঠেছিলেন অনেকের ‘সল্ট’দা। কলকাতা তাঁকে আপন করে নিয়েছিল। তেমনই ফিল সল্টও কলকাতাকে ভীষণ ভাবে নিজের বানিয়ে নিয়েছিলেন। এ বার মেগা অকশনে প্রতিটি টিমেরই ঘর ভেঙেছে।
পড়ুন বিস্তারিত – IPL 2025, Phil Salt: আবেগের মঞ্চ, জেদের ম্যাচ; ফিল সল্টের নতুন পরীক্ষা
প্রাইস ট্যাগ ভুলে যাও, চালিয়ে খেলো— আইপিএলে খুব চালু কথা! কেকেআরের সুপারস্টার ভেঙ্কটেশ আইয়ারের এতেই মজেছে মন।
পড়ুন বিস্তারিত: VENKATESH IYER: আইপিএলে উত্থান-পতনের সফর, KKR স্বপ্নে মাখামাখি ভেঙ্কটেশ আইয়ার
আর কয়েকঘণ্টা পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বোধন। নারিন জাদু দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।
We can’t wait to see him back in action 🥹💜 pic.twitter.com/6EvDweKQeQ
— KolkataKnightRiders (@KKRiders) March 22, 2025
আইপিএলের এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়েছে, আজ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন কিং খান।
Behold! The King of Bollywood has arrived! 👑
The one and only Pathaan—Shah Rukh Khan—is here to set the #TATAIPL 18 Opening Ceremony stage on fire and conquer hearts with his unstoppable charisma! 🔥✨
18 glorious years of IPL deserves a celebration fit for a king—brace… pic.twitter.com/FHzUVERZkt
— IndianPremierLeague (@IPL) March 22, 2025
এ বারের আইপিএলের সবচেয়ে দামী ক্যাপ্টেন ঋষভ পন্থ। আর সবচেয়ে কম দাম পাওয়া অধিনায়ক হলেন অজিঙ্ক রাহানে। বাকি ৮ টিমের ক্যাপ্টেনের দাম কত?
পড়ুন বিস্তারিত – শীর্ষে ঋষভ, শেষে রাহানে, রইল IPL এর ১০ ক্যাপ্টেনের বেতনের তালিকা
দেখতে দেখতে চলে এল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইডেনে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
পড়ুন বিস্তারিত – IPL 2025, KKR vs RCB Live Streaming: ইডেনে IPL-এর শুভারম্ভ, কখন, কোথায় ও কীভাবে দেখবেন KKR vs RCB উদ্বোধনী ম্যাচ?
১৮তম আইপিএলের উদ্বোধনের দিন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। যার জন্য তাঁকে আর করতে হবে ৩৮ রান। কী সেই রেকর্ড?
পড়ুন বিস্তারিত – Virat Kohli: ক্রিকেটের নন্দনকাননে KKR এর বিরুদ্ধে ‘বিরাট’ রেকর্ডে নজর কোহলির
ইডেনে আজ আইপিএলের বোধন। মুখোমুখি কেকেআর ও আরসিবি। এই ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। যে কারণে কলকাতা ও বেঙ্গালুরুর ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট প্রেমীদের কপালে চিন্তার ভাঁজ রয়েছে। এই পরিস্থিতিতে সকল ক্রিকেট প্রেমীরা চাইছেন বরুণ দেব যেন আজকের ম্যাচে নজর না দেন।
পড়ুন বিস্তারিত – KKR vs RCB, IPL 2025: কিং খান-কিং কোহলির দ্বৈরথে বৃষ্টির ‘খেলা’ দেখতে নারাজ ইডেন ম্যাচের টিকিটের মালিকরা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ শুরু আজ। কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর ও আরসিবি।
পড়ুন KKR vs RCB প্রিভিউ – KKR vs RCB Playing XI IPL 2025: ইডেনে কেকেআর বনাম আরসিবি, জেনে নিন দু-দলের সম্ভাব্য একাদশ
আজ ২২ মার্চ। শনিবার আইপিএলের ১৮তম সংস্করণের বোধন। ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।