IPL Mega Auction 2025 Live Day 2: অকশন-অ্যাকশন ইতি, শেষ মুহূর্ত অবধি দল গুছিয়ে নিল ফ্র্যাঞ্চাইজিরা
IPL Auction 2025 Day 2 Live Updates in Bengali: প্রথম দিন শিরোনামে ঋষভ পন্থ, শ্রেয়স আইয়াররা। দ্বিতীয় দিন কারা হয়ে উঠবেন হট টপিক? মেগা নিলামের দ্বিতীয় দিনের সমস্ত আপডেটের জন্য নজর রাখুন এই লিঙ্কে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশনের আজ ছিল দ্বিতীয় দিন। দু-দিনের অকশনের প্রথম দিন শিরোনামে ছিলেন ভারতীয় ক্রিকেটাররাই। দ্বিতীয় দিন একঝাঁক নতুন মুখ। এর মধ্যে ১৩ বছরের বৈভব সূর্যবংশীর মতো ক্রিকেটারও সুযোগ পেয়েছেন। অবিক্রিতই থেকে গিয়েছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসনের মতো ক্রিকেটাররা। তেমনই পৃথ্বী শ-কে নিয়ে আগ্রহ দেখায়নি কোনও দল। শেষ মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্স নিয়েছে সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরকে। অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারকে নিয়েছে আরসিবি। তাদের প্রাক্তন অধিনায়ক ডুপ্লেসি দিল্লিতে। প্রথম বার আইপিএলে অংশ নিতে চাওয়া জিমি অ্যান্ডারসনকে নিয়ে কেউ আগ্রহ দেখায়নি। নিলামে নামই ওঠেনি। নিলামের দ্বিতীয় দিনের সমস্ত আপডেট পাবেন এই লিঙ্কে।
LIVE Cricket Score & Updates
-
IPL Auction 2025 Day Two Live: অকশন শেষ
আইপিএলের মেগা নিলাম শেষ। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের মতো দল গুছিয়ে নিয়েছে। বেশ কিছু তারকা ক্রিকেটার যেমন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসনরা অবিক্রিতই রইলেন। একঝাঁক নতুন মুখও পাওয়া গেল এ বারের নিলাম থেকে।
-
IPL Auction 2025 Day Two Live: নতুন লিস্ট সামনে, অকশন শুরু
বেশ কয়েকজনকে নিয়ে শেষ অকশন। লাস্ট সুযোগ কয়েকটি দলের কাছেও। তালিকায় রয়েছেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরও।
- কুনাল রাঠোর-বেস প্রাইস ৩০ লক্ষ-রাজস্থান রয়্যালস
- অর্জুন তেন্ডুলকর-বেস প্রাইস ৩০ লক্ষ-মুম্বই ইন্ডিয়ান্স। সোল্ড।
- লিজাদ উইলিয়ামস-বেস প্রাইস ৭৫ লক্ষ-মুম্বই ইন্ডিয়ান্স।
- শিবম মাভি-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- কুলবন্ত কেজরোলিয়া- বেস প্রাইস ৩০ লক্ষ-গুজরাট টাইটান্স।
- ওটিনেল বার্টম্যান-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- লুনগি এনগিডি-বেস প্রাইস ১ কোটি-আরসিবি
- অভিনন্দন সিং-বেস প্রাইস ৩০ লক্ষ-আরসিবি
- রাজ লিম্বানি-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- অশোক শর্মা-বেস প্রাইস ৩০ লক্ষ-রাজস্থান রয়্যালস।
- বিগ্নেশ পুথুর-বেস প্রাইস ৩০ লক্ষ-মুম্বই ইন্ডিয়ান্স।
- মোহিত রাঠি-বেস প্রাইস ৩০ লক্ষ-আরসিবি।
-
-
IPL Auction 2025 Day Two Live: বিরতি, নমিনেশন
আবার বিরতি। প্রতিটি টিমকে এক-দুটো নাম জমা দিতে বলা হয়েছে। তাঁদের নিয়ে নিলাম হবে।
-
IPL Auction 2025 Day Two Live: টিমগুলির মনোনিত প্লেয়ারদের নিয়ে ঝোড়ো গতির রাউন্ড
অনেক প্লেয়ারই আনসোল্ড। তারকা প্লেয়ারও রয়েছেন। ডেভিড ওয়ার্নারও তালিকায়। তবে নেই পৃথ্বী শ। ফলে এ বার অবিক্রিতই থাকবেন পৃথ্বী!
- দেবদত্ত পাড়িক্কল-বেস প্রাইস ২ কোটি-আরসিবি ওপেনিং বিড। এই দামেই পেয়ে গেল দেবদত্তকে।
- ডেভিড ওয়ার্নার-বেস প্রাইস ২ কোটি-আনসোল্ড
- অনমোলপ্রীত সিং-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- লাভনীত সিসোদিয়া-বেস প্রাইস ৩০ লক্ষ-কেকেআর
- পীযুষ চাওলা-বেস প্রাইস ৫০ লক্ষ-আনসোল্ড
- শ্রেয়স গোপাল-বেস প্রাইস ৩০ লক্ষ-চেন্নাই সুপার কিংস ওপেনিং বিড। সোল্ড।
- মায়াঙ্ক আগরওয়াল-বেস প্রাইস ১ কোটি-আনসোল্ড
- গ্লেন ফিলিপস-বেস প্রাইস ২ কোটি-গুজরাট টাইটান্স ওপেনিং বিড। সোল্ড।
- অজিঙ্ক রাহানে-বেস প্রাইস ১.৫০ কোটি-কলকাতা নাইট রাইডার্স। সোল্ড।
- শার্দূল ঠাকুর-বেস প্রাইস ২ কোটি-আনসোল্ড
- ডনোভান ফেরেরা-বেস প্রাইস ৭৫ লক্ষ-দিল্লি ক্যাপিটালস। সোল্ড।
- স্বস্তিক চিকারা- বেস প্রাইস ৩০ লক্ষ-আরসিবি ওপেনিং বিড। সোল্ড।
- পুখরাজ মান- বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- অনুকূল রায়-বেস প্রাইস ৩০ লক্ষ-কেকেআর ওপেনিং বিড। ডিসি ময়দানে। ৪০ লক্ষ কেকেআর।
- বংশ বেদী- বেস প্রাইস ৩০ লক্ষ- চেন্নাই সুপার কিংস ৫৫ লক্ষ। সোল্ড।
- হার্ভিক দেশাই- বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- অর্জুন তেন্ডুলকর- বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- প্রিন্স চৌধুরী-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- প্রশান্ত সোলাঙ্কি- বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- ডিওয়াল্ড ব্রেভিস-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- মইন আলি-বেস প্রাইস ২ কোটি-কেকেআর ওপেনিং বিড। বেস প্রাইসেই পেল।
- উমরান মালিক-বেস প্রাইস ৭৫ লক্ষ-কেকেআর ওপেনিং বিড।
- সচিন বেবি-বেস প্রাইস ৩০ লক্ষ-সানরাইজার্স হায়দরাবাদ ওপেনিং বিড। সোল্ড।
- আন্দ্রে সিদ্ধার্থ-বেস প্রাইস ৩০ লক্ষ-চেন্নাই সুপার কিংস ওপেনিং বিড।
- রাজবর্ধন হাঙ্গারকেকর-বেস প্রাইস ৩০ লক্ষ-লখনউ সুপার জায়ান্টস ওপেনিং বিড। সোল্ড।
- তনুষ কোটিয়ান-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- আর্শিন কুলকার্নি-বেস প্রাইস ৩০ লক্ষ-লখনউ সুপার জায়ান্টস ওপেনিং বিড।
- এলআর চেতন-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- মুরুগান অশ্বিন-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- ম্যাথিউ ব্রিৎজকে-বেস প্রাইস ৭৫ লক্ষ- লখনউ সুপার জায়ান্টস ওপেনিং বিড। সোল্ড।
- ব্র্যান্ডন কিং-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- গাস অ্যাটকিনসন-বেস প্রাইস ২ কোটি-আনসোল্ড
- সিকান্দার রাজা-বেস প্রাইস ১.২৫ কোটি-আনসোল্ড
- টম ল্যাথাম-বেস প্রাইস ১.৫০ কোটি-আনসোল্ড
- কোয়েনা মাপাখা-বেস প্রাইস ৭৫ লক্ষ-রাজস্থান রয়্যালস ওপেনিং বিড। আরসিবি অপেক্ষা। ৮০ লক্ষ আরসিবি। ৮৫ রাজস্থান। ৯০ লক্ষ আরসিবি। রাজস্থান ৯৫ লক্ষ। আরসিবি ১ কোটি। রাজস্থান ১.১০ কোটি। আরসিবি ১.২০ কোটি। রাজস্থান ১.৩০ কোটি। আরসিবি ১.৪০ কোটি। রাজস্থান ১.৫০ কোটি। সোল্ড।
- লুইস ডুপ্লয়- বেস প্রাইস ৫০ লক্ষ-আনসোল্ড
- প্রবীণ দুবে- বেস প্রাইস ৩০ লক্ষ-পঞ্জাব ওপেনিং বিড। সোল্ড।
- অজয় মণ্ডল- বেস প্রাইস ৩০ লক্ষ-দিল্লি ক্যাপিটালস ওপেনিং বিড।
- শিবালিক শর্মা-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- ম্যাট শর্ট-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- মন্বন্ত কুমার-বেস প্রাইস ৩০ লক্ষ-দিল্লি ক্যাপিটালস
- কুলবন্ত কেজরোলিয়া- বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- ওটিনেল বার্টম্যান-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- সন্দীপ ওয়ারিয়ের-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- তেজশ্বী দাহিয়া-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- করিম জানাত-বেস প্রাইস ৭৫ লক্ষ-গুজরাট টাইটান্স ওপেনিং বিড। সোল্ড।
- রাজ লিম্বানি-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- বেভন জেকবস-বেস প্রাইস ৩০ লক্ষ-ওপেনিং বিড মুম্বই ইন্ডিয়ান্স। সোল্ড।
- অতীত শেঠ- বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- ত্রিপুরানা বিজয়-বেস প্রাইস ৩০ লক্ষ-দিল্লি ক্যাপিটালস ওপেনিং বিড। সোল্ড।
- মাধব তিওয়ারি-বেস প্রাইস ৩০ লক্ষ-দিল্লি ক্য়াপিটালস ওপেনিং বিড। মুম্বই ময়দানে। ৪০ লক্ষ দিল্লি। সোল্ড।
- ক্রিভিৎসো কেন্সে- বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
-
IPL Auction 2025 Day Two Live: আপাতত বিরতি
প্রতিটা টিমকে ৪-৫ টা নাম জমা দিতে বলা হয়েছে। তাঁদের লিস্ট অনুযায়ী অ্যাকসেলারেশন রাউন্ড হবে কিছুক্ষণ পর।
-
-
IPL Auction 2025 Day Two Live: ঝোড়ো গতির রাউন্ড
- রিপল প্য়াটেল-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- অবিনাশ সিং-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- সঞ্জয় যাদব-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- ইশান মালিঙ্গা-বেস প্রাইস ৩০ লক্ষ-সানরাইজার্স হায়দরাবাদ ১.২০ কোটি
- উমঙ কুমার-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- দিগ্বিজয় দেশমুখ-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- যশ দাবাস-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
-
IPL Auction 2025 Day Two Live: ঝোড়ো গতির রাউন্ড
- ডোয়েন প্রিটোরিয়াস-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- ব্লেসিং মুজুরবানি-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- ব্র্যান্ডন ম্যাকমুলেন-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- অতীত শেট-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- বিজয় কুমার-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- রস্টন চেস-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- নাথান স্মিথ-বেস প্রাইস ১ কোটি-আনসোল্ড
- কাইল জেমিসন-বেস প্রাইস ১.৫০ কোটি-আনসোল্ড
- ক্রিস জর্ডন-বেস প্রাইস ২ কোটি-আনসোল্ড
- বৈভব সূর্যবংশী-বেস প্রাইস ৩০ লক্ষ-রাজস্থান রয়্যালস ১,১০ কোটি
-
IPL Auction 2025 Day Two Live: ঝোড়ো গতির রাউন্ড
- যুবরাজ চৌধুরী-বেস প্রাইস ৩০ লক্ষ-লখনউ সুপার জায়ান্টস
- কমলেশ নাগরকোটি-বেস প্রাইস ৩০ লক্ষ-চেন্নাই সুপার কিংস
- তেজশ্বী দাহিয়া-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- ল্যান্স মরিস-বেস প্রাইস ১.২৫ কোটি-আনসোল্ড
- ওলি স্টোন-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- পাইলা অবিনাশ-বেস প্রাইস ৩০ লক্ষ-পঞ্জাব কিংস
- রামকৃষ্ণ ঘোষ- বেস প্রাইস ৩০ লক্ষ-চেন্নাই সুপার কিংস
- রাজ লিম্বানি-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- শিবা সিং-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- অংশুমান হুডা-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- সত্যনারায়ণ রাজু-বেস প্রাইস ৩০ লক্ষ-মুম্বই ইন্ডিয়ান্স
-
IPL Auction 2025 Day Two Live: ঝোড়ো গতির রাউন্ড
- মাইকেল ব্রেসওয়েল-বেস প্রাইস ১.৫০ কোটি-আনসোল্ড
- জেমি ওভারটন-বেস প্রাইস ১.৫০ কোটি-চেন্নাই সুপার কিংস
- ওটিনেল বার্টম্যান-বেস প্রাইস ৭৫ লক্ষ- আনসোল্ড
- জেভিয়ার বার্লেট-বেস প্রাইস ৭৫ লক্ষ-পঞ্জাব কিংস ৮০ লক্ষ
- দিলশান মধুশঙ্কা-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- অ্যাডাম মিলনে-বেস প্রাইস ২ কোটি-আনসোল্ড
- লুনগি এনগিডি-বেস প্রাইস ১ কোটি-আনসোল্ড
- উইলিয়াম ও’রুরকি- বেস প্রাইস ১.৫০ কোটি-আনসোল্ড
- চেতন সাকারিয়া-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- সন্দীপ ওয়ারিয়ের-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- আব্দুল বাজিত- বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
-
IPL Auction 2025 Day Two Live: ঝোড়ো গতির রাউন্ড
- মুশির খান-বেস প্রাইস ৩০ লক্ষ-পঞ্জাব কিংস
- সূর্যাংশ হেগডে-বেস প্রাইস ৩০ লক্ষ-পঞ্জাব কিংস
- কুলবন্ত কেজরোলিয়া-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- নমন তিওয়ারি-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- দিবেশ শর্মা-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- প্রিন্স যাদব-বেস প্রাইস ৩০ লক্ষ-লখনউ সুপার জায়ান্টস
-
IPL Auction 2025 Day Two Live: ঝোড়ো গতির রাউন্ড
- দুষ্মন্ত চামিরা-বেস প্রাইস ৭৫ লক্ষ-দিল্লি ক্যাপিটালস
- নাথান এলিস-বেস ব্রাইস ১.২৫ কোটি-চেন্নাই সুপার কিংস ১.৪০ (পঞ্জাব আরটিএম), চেন্নাইয়ের ফাইনাল বিড-২ কোটি, পঞ্জাব ছেড়ে দিল। চেন্নাই সুপার কিংস ২ কোটিতে নিল নাথানকে।
- শেমার জোসেফ-বেস প্রাইস ৭৫ লক্ষ-মুম্বই ইন্ডিয়ান্স (আরটিএম নিল লখনউ) লখনউয়ে ৭৫ লক্ষ টাকায় শেমার জোসেফ।
- শিবম মাভি-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- নবদীপ সাইনি-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- সলমন নিজার-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- অনিকেত বর্মা-বেস প্রাইস ৩০ লক্ষ-সানরাইজার্স হায়দরাবাদ
- রাজ অঙ্গদ বাওয়া-বেস প্রাইস ৩০ লক্ষ-মুম্বই ইন্ডিয়ান্স
- অমনজ্যোৎ চাহাল-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
-
IPL Auction 2025 Day Two Live: ঝোড়ো গতির রাউন্ড
- বিপরাজ নিগম-বেস প্রাইস ৩০ লক্ষ-দিল্লি ক্যাপিটালস ৫০ লক্ষ
- শ্রীজিত কৃষ্ণন-বেস প্রাইস ৩০ লক্ষ-মুম্বই ইন্ডিয়ান্স
- অর্পিত গুলেরিয়া-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- জেকব বেথেল-বেস প্রাইস ১.২৫ কোটি-আরসিবি ২.৬০ কোটি
- ব্রাইডন কার্স-বেস প্রাইস ১ কোটি-সানরাইজার্স হায়দরাবাদ
- অ্যারন হার্ডি-বেস প্রাইস ১.২৫ কোটি-পঞ্জাব কিংস
- সরফরাজ খান-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- কাইল মেয়ার্স-বেস প্রাইস ১.৫০ কোটি-আনসোল্ড
- কামিন্দু মেন্ডিস-বেস প্রাইস ৭৫ লক্ষ-সানরাইজার্স হায়দরাবাদ
- ম্যাট শর্ট-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- জেসন বেহরেনডর্ফ-বেস প্রাইস ১.৫০ কোটি-আনসোল্ড
-
IPL Auction 2025 Day Two Live: ঝোড়ো গতির রাউন্ড
- ব্র্যান্ডন কিং-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- পাথুম নিশাঙ্ক-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- স্টিভ স্মিথ-বেস প্রাইস ২ কোটি-আনসোল্ড
- গাস অ্যাটকিনসন-বেস প্রাইস ২ কোটি-আনসোল্ড
- সিকান্দার রাজা-বেস প্রাইস ১.২৫ কোটি-আনসোল্ড
- মিচেল স্যান্টনার-বেস প্রাইস ২ কোটি-মুম্বই ইন্ডিয়ান্স
- জয়ন্ত যাদব-বেস প্রাইস ৭৫ লক্ষ-গুজরাট টাইটান্স
- ফজল হক ফারুকি- বেস প্রাইস ২ কোটি-রাজস্থান রয়্যালস
- রিচার্ড গ্লেসন-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- আলজারি জোসেফ-বেস প্রাইস ২ কোটি-আনসোল্ড
- কোয়েনা মাপাখা- বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- কুলদীপ সেন-বেস প্রাইস ৭৫ লক্ষ- পঞ্জাব কিংস ৮০ লক্ষ
- রিস টপলি-বেস প্রাইস ৭৫ লক্ষ-মুম্বই ইন্ডিয়ান্স (আরটিএম ব্য়বহার করেনি আরসিবি)
- লুক উড-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- সচিন দাস-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- প্রিয়াংশ আর্য-বেস প্রাইস ৩০ লক্ষ-পঞ্জাব কিংস ৩.৮০ কোটি
- মনোজ ভান্ডাগে-বেস প্রাইস ৩০ লক্ষ-আরসিবি
-
IPL Auction 2025 Day Two Live: ঝোড়ো গতির রাউন্ড
- রিশাদ হোসেন-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- হরনুর পান্নু- বেস প্রাইস ৩০ লক্ষ-পঞ্জাব কিংস
- আন্দ্রে সিদ্ধার্থ- বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- যুধবীর সিং-বেস প্রাইস ৩০ লক্ষ-রাজস্থান রয়্যালস ৩৫ লক্ষ
- ঋষি ধাওয়ান-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- রাজবর্ধন হাঙ্গারকেকর- বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- আর্শিন কুলকার্নি-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- শিবম সিং-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- এলআর চেতন-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- অশ্বিনী কুমার-বেস প্রাইস ৩০ লক্ষ-মুম্বই ইন্ডিয়ান্স
- আকাশ সিং-বেস প্রাইস ৩০ লক্ষ-লখনউ সুপার জায়ান্টস (আরটিএম ব্যবহার করেনি সানরাইজার্স)
- গুরজপনীত সিং-বেস প্রাইস ৩০ লক্ষ-চেন্নাই সুপার কিংস ২.২০ কোটি
- রাঘব গোয়েল-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- বৈলাপুড়ি যশবন্ত-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
-
IPL Auction 2025 Day Two Live: ঝোড়ো গতির রাউন্ড
- সাই কিশোর-বেস প্রাইস ৭৫ লক্ষ-পঞ্জাব কিংস ৯০ লক্ষ (আরটিএম গুজরাট) ফাইনাল প্রাইস পঞ্জাব-২ কোটি-গুজরাট নিল সাই কিশোরকে
- রোমারিও শেপার্ড-বেস প্রাইস ১.৫০ কোটি-আরসিবি
- জশ ফিলিপ-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- স্পেন্সার জনসন-বেস প্রাইস ২ কোটি-কেকেআর ২.৮০ কোটি
- উমরান মালিক-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- ফুস্তাফিজুর রহমান- বেস প্রাইস ২ কোটি-আনসোল্ড
- ইশান্ত শর্মা- বেস প্রাইস ৭৫ লক্ষ-গুজরাট টাইটান্স
- নুয়ান তুষারা-বেস প্রাইস ৭৫ লক্ষ-আরসিবি ১.৬০ কোটি
- নবীন উল হক-বেস প্রাইস ২ কোটি-আনসোল্ড
- জয়দেব উনাদকাট-বেস প্রাইস ১ কোটি-সানরাইজার্স হায়দরাবাদ
- উমেশ যাদব-বেস প্রাইস ২ কোটি-আনসোল্ড
-
IPL Auction 2025 Day Two Live: ঝোড়ো গতির রাউন্ড
- ফিন অ্যালেন-বেস প্রাইস ২ কোটি-আনসোল্ড
- ডিওয়াল্ড ব্রেভিস-বেস প্রাইস ৭৫ লক্ষ-আনসোল্ড
- বেন ডাকেট-বেস প্রাইস ২ কোটি-আনসোল্ড
- মণীশ পান্ডে-বেস প্রাইস ৭৫ লক্ষ-কলকাতা নাইট রাইডার্স
- শেরফান রাদারফোর্ড-বেস প্রাইস ১.৫০ কোটি-গুজরাট টাইটান্স ২.৬০ কোটি
- শাহবাজ আহমেদ-বেস প্রাইস ১ কোটি-লখনউ সুপার জায়ান্টস ২.৪০ কোটি
- মইন আলি-বেস প্রাইস ২ কোটি-আনসোল্ড
- টিম ডেভিড-বেস প্রাইস ২ কোটি-আরসিবি ৩ কোটি
- দীপক হুডা-বেস প্রাইস ৭৫ লক্ষ-চেন্নাই সুপার কিংস ১.৭০ কোটি
- উইল জ্যাকস-বেস প্রাইস ২ কোটি-মুম্বই ইন্ডিয়ান্স ৫.২৫ কোটি (আরটিএম নিল না আরসিবি)
- আজমতুল্লা ওমরজাই-বেস প্রাইস ১.৫০ কোটি- পঞ্জাব কিংস ২.৪০ কোটি (আরটিএম নেয়নি টাইটান্স)
-
IPL Auction 2025 Day Two Live: ঝোড়ো গতির রাউন্ড
- জিশান আনসারি-বেস প্রাইস ৩০ লক্ষ- সানরাইজার্স হায়দরাবাদ ৪০ লক্ষ
- এম সিদ্ধার্থ-বেস প্রাইস ৩০ লক্ষ-লখনউ সুপার জায়ান্টস ৭৫ লক্ষ
- দিগ্বেশ সিং- বেস প্রাইস ৩০ লক্ষ-লখনউ সুপার জায়ান্টস
- প্রশান্ত সোলাঙ্কি- বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- যতবেদ সুব্রমণিয়ম-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
-
IPL Auction 2025 Day Two Live: ঝোড়ো গতির রাউন্ড
এক নজরে…
- স্বস্তিক চিকারা- বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- শুভম দুবে- বেস প্রাইস ৩০ লক্ষ-রাজস্থান রয়্যালস-৮০ লক্ষ
- মাধব কৌশিক-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- পুখরাজ মান-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- শেখ রশিদ-বেস প্রাইস ৩০ লক্ষ-চেন্নাই সুপার কিংস
- হিম্মত সিং-বেস প্রাইস ৩০ লক্ষ-লখনউ সুপার জায়ান্টস
- মায়াঙ্ক ডাগর-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- অংশুল কম্বোজ-বেস প্রাইস ৩০ লক্ষ-চেন্নাই সুপার কিংস-৩.৪০ কোটি
- মহম্মদ আর্শাদ খান-বেস প্রাইস ৩০ লক্ষ-গুজরাট টাইটান্স ১.৩০ কোটি
- দর্শন নালকান্ডে-বেস প্রাইস ৩০ লক্ষ-দিল্লি ক্য়াপিটালস
- অনকূল রায়-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- স্বপ্নিল সিং- বেস প্রাইস ৩০ লক্ষ-আরসিবি ৫০ লক্ষ
- অবনীশ আরাবল্লী-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- বংশ বেদী-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- হার্ভিক দেশাই-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- গুরনুর সিং ব্রার-বেস প্রাইস ৩০ লক্ষ-গুজরাট টাইটান্স ১.৩০ কোটি
- মুকেশ চৌধুরী-বেস প্রাইস ৩০ লক্ষ-চেন্নাই সুপার কিংস
- সাকিব হোসেন-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- বিদ্বথ কাবেরাপ্পা-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
- রাজন কুমার-বেস প্রাইস ৩০ লক্ষ-আনসোল্ড
-
IPL Auction 2025 Day Two Live: অ্যাকসেলারেশনে জিমির নাম উঠবে?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বার নাম লিখিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার জিমি অ্যান্ডারসন। অকশনে তাঁর নাম উঠবে কি না, সেটাই দেখার। কোনও দল আগ্রহী হলে তবেই নাম ডাকা হবে।
-
IPL Auction 2025 Day Two Live: আপাতত বিরতি
আপাতত বিরতি। এরপর অ্যাকসেলেরেশন অকশন। সমস্ত টিম তালিকা দেখে নাম জমা দেবে। সেই অনুযায়ী অকশন হবে।
-
IPL Auction 2025 Day Two Live: কেশব মহারাজ
দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি স্পিনার। ৭৫ লক্ষ বেস প্রাইস। ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছিলেন সদ্য় চার ম্যাচের সিরিজে। কেউ বিড করল না। আনসোল্ড।
-
IPL Auction 2025 Day Two Live: আদিল রশিদ
ইংল্যান্ডের অভিজ্ঞ লেগ স্পিনার। ২ কোটি বেস প্রাইস। কেউ বিড করেনি। এখনও অবধি না। আনসোল্ড।
-
IPL Auction 2025 Day Two Live: আকিল হোসেন
ওয়েস্ট ইন্ডিজের স্পিনার। ব্যাটের হাত ভালো। বেস প্রাইস ১.৫০ কোটি। আপাতত কেউ বিড করেনি। লাস্ট চান্স। আনসোল্ড।
-
IPL Auction 2025 Day Two Live: বিজয়কান্ত বিশাকান্ত
শ্রীলঙ্কার বোলার। ৭৫ লক্ষ বেস প্রাইস। কেউ বিড করেনি। আনসোল্ড।
-
IPL Auction 2025 Day Two Live: আল্লাহ গজনফর
আফগান স্পিনার ৭৫ লক্ষ বেস প্রাইস। সম্প্রতি দুর্দান্ত পারফর্ম করছে। কেকেআর ওপেনিং বিড করল। গত মরসুমে কেকেআরে ছিলেন। সেই অর্থে খেলানো হয়নি। কেকেআরের সঙ্গে লড়াইয়ে আরসিবি। ১.৫০ কোটি কেকেআর। আরসিবি ভাবনায়। ১.৬০ কোটি আরসিবি। কেকেআর মরিয়া। ১.৭০ কোটিতে দান ছাড়ল আরসিবি। ১.৮০ কোটিতে আরসিবি ফিরল। ১.৯০ কোটি কেকেআর। আরসিবি ২ কোটি। কেকেআর ২.২০ কোটি। আরসিবি দান ছাড়ল আবারও। ২.২০ কোটি কেকেআর। মুম্বই লড়াইয়ে ঢুকল। কেকেআরের সঙ্গে লড়াই। ৪ কোটি দর তুলল মুম্বই। কেকেআর দীর্ঘ ভাবনায়। কেকেআর ৪.২০ কোটি। মুম্বই ৪.৪০ কোটি। ভাবনায় কেকেআর। ৪.৬০ কোটি কেকেআর। ভাবনায় মুম্বই। ৪.৮০ কোটি মুম্বই। কেকেআর দান ছাড়ল। আর কেউ…। বিড করেনি। মুম্বই ইন্ডিয়ান্স ৪.৮০ কোটিতে নিল আফগান স্পিনার আল্লাহ গজনফরকে।
-
IPL Auction 2025 Day Two Live: মুজিব উর রহমান
আফগান স্পিনারের বেস প্রাইস ২ কোটি। গত মরসুমে কেকেআরে ছিলেন। কোনও বিড নেই। আপাতত আনসোল্ড।
-
IPL Auction 2025 Day Two Live: লকি ফার্গুসন
২ কোটি বেস প্রাইসে ওপেনিং বিড পঞ্জাবের। কিউয়ি পেসারের জন্য আর কেউ আগ্রহী নয়। পঞ্জাব কিংস বেস প্রাইসে পেল। আরটিএম অপসন ব্যবহার করেনি আরসিবি। ২ কোটিতে পঞ্জাবে লকি।
-
IPL Auction 2025 Day Two Live: আকাশ দীপ
আকাশ দীপ বেস প্রাইস ১ কোটি। সিএসকে ওপেনিং বিড। লখনউ লড়াইয়ে। দ্রুত দর বাড়ছে বাংলার পেসারের জন্য। ২ কোটি সিএসকে। লখনউ লড়ছে। ৩ কোটি ছাপিয়ে গেল। ৩.৪০ কোটিতে চেন্নাই সরল। পঞ্জাব লড়াইয়ে ঢুকল। লখনউয়ের সঙ্গে পঞ্জাবের লড়াই। ৫ কোটি ছাপিয়ে গিয়েছে। দু-দলই মরিয়া এই পেসারকে নিতে। লখনউ ৮ কোটি। ভাবনায় পঞ্জাব। সময় চাইল। দান ছেড়ে দিল। লখনউ ৮ কোটি। আর কেউ লড়াইয়ে নেই। আরটিএম অপশন নেই আরসিবির। লখনউ সুপার জায়ান্টস ৮ কোটিতে পেল আকাশ দীপকে।
-
IPL Auction 2025 Day Two Live: দীপক চাহার
বেস প্রাইস ২ কোটি, মুম্বইয়ের ওপেনিং বিড। পঞ্জাব লড়াইয়ে। মুম্বই ২.৪০ কোটি। পঞ্জাব ভাবছে। ২.৬০ কোটি পঞ্জাব। ২.৮০ কোটি মুম্বই। পঞ্জাব ৩ কোটি। মুম্বই ৩.২০ কোটি। পঞ্জাব আবারও ভাবনায়। ৩.৪০ কোটি পঞ্জাব। মুম্বই ভেবে দ্রুতই লড়াইয়ে। ৫ কোটি পঞ্জাব। মুম্বই লড়াই ছাড়েনি। পঞ্জাবের সঙ্গে জোরদার লড়াই। ৭ কোটি পঞ্জাব। মুম্বই আলোচনায়। ৭.২৫ কোটি মুম্বই। ৭.৫০ কোটি পঞ্জাব। ৭.৭৫ মুম্বই। পঞ্জাব সময় চাইল। পঞ্জাব দান ছাড়ল। আবারও ভাবনায়। সিএসকে ৮ কোটি। লড়াই এ বার সিএসকে বনাম মুম্বই। ৯.২৫ কোটি মুম্বই। চেন্নাই আর দর তোলেনি। দীপক চাহার গেলেন মুম্বইতে।
-
IPL Auction 2025 Day Two Live: মুকেশ কুমার
২ কোটি বেস প্রাইসে। গত মরসুমে দিল্লিতে ছিলেন। ভালো পারফর্ম করেছিলেন। সিএসকে ওপেনিং বিড করল। ২.২০ কোটি পঞ্জাব। সিএসকের সঙ্গে লড়াই। ৪ কোটি পার বাংলার পেসার। চেন্নাই ও পঞ্জাবই লড়াই করে য়াচ্ছে। দিল্লি লড়াইয়ে ঢোকেনি। ৫.৫০ কোটি পঞ্জাব। ভাবনায় সিএসকে। চেন্নাই ৫.৭৫ কোটি। ৬ কোটি পঞ্জাব। চেন্নাই ৬.২৫ কোটি। পঞ্জাব ৬.৫০ কোটি। চেন্নাই ভাবনায়। দিল্লি আরটিএম ইউজ করল। পঞ্জাবের ফাইনাল বিডের অপেক্ষা। দীর্ঘ আলোচনা পন্টিংদের। ৮ কোটি ফাইনাল বিড। দিল্লি ভাবছে। আলোচনা চলছে নিজেদের প্লেয়ারের জন্য। ৮ কোটিতে দিল্লি আরটিএম ব্যবহার করে নিল মুকেশ কুমারকে।
-
IPL Auction 2025 Day Two Live: ভুবনেশ্বর কুমার
বেস প্রাইস ২ কোটিতে মুম্বই দর হাঁকল। লখনউ লড়াইয়ে। মুম্বই ময়দানে রয়েছে। লখনউয়ের সঙ্গে ঝড়। ৫ কোটি ছাপিয়ে গেল দর। ৭ কোটি পার। ৮ কোটি পার। ৯ কোটি লখনউ। ৯.২৫ কোটি মুম্বই। দ্বিমুখী জমাটি লড়াই ভুবনেশ্বরকে নিয়ে। লখনউ ১০ কোটি। মুম্বই অনেক ভাবনার পর ময়দানে। ১০.৫০ কোটিতে দান ছাড়ল মুম্বই। আরসিবি লড়াইয়ে। ১০.৭৫ কোটি। আরসিবি পেল ভুবনেশ্বর কুমারকে।
-
IPL Auction 2025 Day Two Live: জেরাল্ড কোৎজে
প্রোটিয়া পেসারের বেস প্রাইস ১.২৫ কোটি। গত মরসুমে মুম্বইতে খেলেছিলেন। পঞ্জাব অপেক্ষায়। মানা করল পঞ্জাব। গুজরাট টাইটান্স ফাইনালি আসরে। পঞ্জাব ১.৩০ কোটি। গুজরাটের সঙ্গে পঞ্জাবও বিড করছে এ বার। ১.৬০ কোটি গুজরাট। ১.৭০ কোটি পঞ্জাব। ১.৮০ কোটি গুজরাট। পঞ্জাবও লড়াইয়ে। ২ কোটি দর উঠল। পেরিয়ে গেল। পঞ্জাব ২.২০ কোটি। গুজরাট ২.৪০ কোটি। পঞ্জাব মাথা নেড়ে মানা করে দিল। গুজরাট টাইটান্স ২.৪০ কোটি, আর কেউ আগ্রহ দেখায়নি। সোল্ড। জেরাল্ড কোৎজে।
-
IPL Auction 2025 Day Two Live: তুষার দেশপান্ডে
১ কোটির বেস প্রাইস। গত মরসুমে চেন্নাইতে ছিলেন। এ বার তাঁর জন্য ওপেনিং বিড করল চেন্নাই। রাজস্থান রয়্যালস লড়াইয়ে। ২ কোটি দর উঠল। ২.২০ রাজস্থান। চেন্নাই ২.৪০ কোটি। ২.৬০ রাজস্থান। ২.৮০ কোটি সিএসকে। রাজস্থান ভাবছে। ৩ কোটি ডাকলেও দ্রুত ৩.২০ সিএসকে। দর উঠছে তুষারের। ৪ কোটিতে উঠল সিএসকে। রাজস্থান ভাবনার পর বিড। সিএসকে মরিয়া। ৫ কোটি পেরিয়ে গেল। রাজস্থান ৬ কোটি। চেন্নাই দান ছাড়ল। আর কোনও টিম আগ্রহ দেখায়নি। হঠাৎ ফের সিএসকে ৬.২৫ কোটি। কিন্তু ৬.৫০ কোটি রাজস্থান রয়্যালস। সেই দামে পেল রাজস্থান রয়্যালস। আরটিএম রয়েছে। সিএসকে অপশন নেয়নি।
-
IPL Auction 2025 Day Two Live: ডনোভান ফেরেরা
৭৫ লক্ষ টাকা বেস প্রাইস। কেউ বিড করছে না। আনসোল্ড। আপাতত বিরতি।
-
IPL Auction 2025 Day Two Live: অ্যালেক্স ক্যারি
অজি কিপার ব্য়াটার। ১ কোটি বেস প্রাইস। মূলত অস্ট্রেলিয়া টেস্ট টিমের মেম্বার। কেউ আগ্রহ দেখায়নি। আপাতত আনসোল্ড।
-
IPL Auction 2025 Day Two Live: জশ ইংলিশ
অজি কিপার ব্যাটার। ২ কোটি বেস প্রাইস। সানরাইজার্সের ওপেনিং বিড। চেন্নাইও লড়াইয়ে। পঞ্জাব রয়েছে দৌড়ে। ২.৬০ কোটিতে পঞ্জাব এগিয়ে। অজি কিপার ব্যাটারকে নিল পন্টিংয়ের পঞ্জাব।
-
IPL Auction 2025 Day Two Live: শ্রীকার ভরত
বেস প্রাইস ৭৫ লক্ষ। গত মরসুমে কেকেআরে ছিলেন। যদিও খেলার সুযোগ পাননি। কেউ আগ্রহী নয়। আপাতত আনসোল্ড।
-
IPL Auction 2025 Day Two Live: রায়ান রিকেলটন
প্রোটিয়া কিপার-ব্য়াটার ওপেনিং বিড ১ কোটিতে মুম্বই ইন্ডিয়ান্স। বেস প্রাইসেই তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স নিল।
-
IPL Auction 2025 Day Two Live: শাই হোপ
১.২৫ কোটি বেস প্রাইস। ওয়েস্ট ইন্ডিজের ব্য়াটার। অতীতে দিল্লিতে খেলেছেন। এ বার কেউ আগ্রহী নয়। আপাতত আনসোল্ড।
-
IPL Auction 2025 Day Two Live: নীতীশ রানা
বেস প্রাইস ১.৫০ কোটি। প্রথম বিড চেন্নাই সুপার কিংসের। গত কয়েক মরসুম কেকেআরে ছিলেন। নেতৃত্বও দিয়েছেন। রাজস্থানও লড়াইয়ে। তবে কেকেআর এখনও লড়াইয়ে নেই। রানাকে নিয়ে লড়াইয়ে চেন্নাই ও রাজস্থান। ২.২০ কোটিতে চেন্নাই সুপার কিংস। তবে আরসিবি ভাবছে। আরসিবি লড়াইয়ে ঢুকল ২.৪০ কোটিতে। চেন্নাই ও আরসিবির লড়াই। ৩ কোটি ছাপিয়ে গেল। রাজস্থানও ভাবনায়। রাজস্থান ৩.৮০ কোটিতে ঢুকল। আরসিবি ৪ কোটি। ৪.২০ কোটি রাজস্থানের। আরসিবি আর আগ্রহী নয়। রাজস্থান রয়্যালস ৪.২০ কোটিতে নিল নীতীশ রানাকে।
-
IPL Auction 2025 Day Two Live: ক্রুনাল পান্ডিয়া
বেস প্রাইস ২ কোটি। গত মরসুমে লখনউ সুপার জায়ান্টসে ছিলেন। আরসিবি ওপেনিং বিড করল হার্দিকের দাদার জন্য। ২.২০ কোটিতে রাজস্থান আসরে। আরসিবি ও রাজস্থান লড়াইয়ে। ৩.২০ কোটি আরসিবি। ৩.৪০ রাজস্থান। আরসিবি ও রাজস্থানের লড়াই জারি বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার ক্রুনালের জন্য়। আরসিবির পার্সে অনেক বেশি টাকা রয়েছে। ৪.৮০ কোটিতে রাজস্থান দান ছাড়ল। আবারও ভাবছে রাজস্থান। ফিরল ৫ কোটির বিডে। ৫.২৫ কোটি দর আরসিবির। রাজস্থান আবারও ভাবনায়। ৫.৫০ কোটি রাজস্থান। আরসিবি ৫.৭৫ কোটি। রাজস্থান দান ছাড়ল। আরসিবির সঙ্গে আর কেউ লড়াইয়ে নেই। ৫.৭৫ কোটিতে ক্রুনালকে নিল আরসিবি। আরটিএমন অপশন লখনউয়ের। তবে তারা মানা করে দিল। আরসিবিতেই ক্রুনাল।
-
IPL Auction 2025 Day Two Live: ড্যারেল মিচেল
কিউয়ি অলরাউন্ডার ওপেনিং বিড ২ কোটি। অনেক দলই ভাবছে। আপাতত আনসোল্ড।
-
IPL Auction 2025 Day Two Live: মার্কো জানসেন
বেস প্রাইস ১.২৫ কোটি। মুম্বই ও পঞ্জাবের দ্বিমুখী লড়াই। পঞ্জাব কিংস ২.২০ কিন্তু মুম্বই ২.৪০। পঞ্জাব ২.৬০ কোটি। আর কেউ আগ্রহ। গুজরাট টাইটান্স লড়াইয়ে ঢুকল। পঞ্জাব ৩ কোটি। টাইটান্স লেগে রয়েছে। ৫ কোটি ছাপিয়ে গিয়েছে। ৬ কোটি দর হাঁকল পঞ্জাব। টাইটান্স এখনও লড়াইয়ে প্রোটিয়া অলরাউন্ডারের জন্য়। ৭ কোটিতে দান ছাড়ল গুজরাট টাইটান্স। পঞ্জাব কিংস ৭ কোটিতে মার্কো জানসেনকে পেয়ে গেল।
-
IPL Auction 2025 Day Two Live: স্যাম কারান
ইংল্যান্ড অলরাউন্ডারের ওপেনিং বিড ২ কোটি। গত মরসুমে পঞ্জাব কিংসে ছিলেন। চেন্নাই সুপার কিংস ওপেনিং বিড করল। লখনউ ২.২০ কোটি বিড করল। সিএসকে ২.৪০ কোটি বিড। লখনউ দান ছেড়ে দিল। আরটিএম অপশন। পঞ্জাব ভাবছে। সময় চেয়ে নিল। আরটিএম ব্য়বহার করছে না পঞ্জাব। ২.৪০ কোটিতে চেন্নাই সুপার কিংস পেল। অতীতেও চেন্নাইয়ে খেলেছেন স্যাম কারান।
-
IPL Auction 2025 Day Two Live: ওয়াশিংটন সুন্দর
ওপেনিং বিড ২ কোটি। ভারতীয় অলরাউন্ডারের জন্য় সময় চাইল গুজরাট টাইটান্স। গুজরাট ওপেনিং বিড করল। লখনউ সুপার জায়ান্টস ময়দানে। গুজরাট ও লখনউয়ের মধ্যে লড়াই। ৩ কোটি পার। ৩.২০ কোটি গুজরাট টাইটান্স। তাঁকে পেল টাইটান্স।
-
IPL Auction 2025 Day Two Live: শার্দূল ঠাকুর
বেস প্রাইস ২ কোটি। ভারতীয় পেস বোলিং অলরাউন্ডার। গত মরসুমে চেন্নাই সুপার কিংসে ছিলেন। কেউ বিড করছে না। আপাতত আনসোল্ড।
-
IPL Auction 2025 Day Two Live: পৃথ্বী শ
ওপেনার ব্যাটার। ওপেনিং বিড ৭৫ লক্ষ। গত মরসুমে দিল্লিতে থাকলেও সুযোগ পাননি। ঘরোয়া ক্রিকেটেও পারফরম্যান্স সুবিধার নয়। কেউ বিড করল না। আপাতত আনসোল্ড।
-
IPL Auction 2025 Day Two Live: মায়াঙ্ক আগরওয়াল
বেস প্রাইস ১ কোটি। কেউ আগ্রহ দেখায়নি। আপাতত আনসোল্ড মায়াঙ্ক আগরওয়াল।
-
IPL Auction 2025 Day Two Live: অজিঙ্ক রাহানে
বেস প্রাইস ১.৫০ কোটি। গত মরসুমে চেন্নাই সুপার কিংসে ছিলেন। ভারতীয় ব্যাটারের জন্য কেউ বিড করেনি। আপাতত আনসোল্ড।
-
IPL Auction 2025 Day Two Live: ফাফ ডুপ্লেসি
বেস প্রাইস ২ কোটি। গত বার আরসিবির ক্যাপ্টেন ছিলেন। প্রোটিয়া ব্যাটারের জন্য ভাবনায় দিল্লি ক্যাপিটালস। ওপেনিং বিড করল দিল্লি। আরটিএম অপশন আরসিবির। যদিও নিল না। দিল্লি বেস প্রাইসে নিল ডুপ্লেসিকে।
-
IPL Auction 2025 Day Two Live: রোভম্যান পাওয়েল
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ক্যাপ্টেন। ১.৫০ কোটির বেস প্রাইসে ওপেনিং বিড কলকাতা নাইট রাইডার্সের। বেস প্রাইসেই তাঁকে পাচ্ছে কেকেআর।
-
IPL Auction 2025 Day Two Live: গ্লেন ফিলিপস
নিউজিল্যান্ডের ব্য়াটার। কিপিং বোলিংও করতে পারেন। বেস প্রাইস ২ কোটি। আপাতত অবিক্রিত।
-
IPL Auction 2025 Day Two Live: কেন উইলিয়ামসন
নিউজিল্যান্ডের ব্য়াটার কেন উইলিয়ামসনের বেস প্রাইস ২ কোটি। গত মরসুমে টাইটান্সের প্লেয়ার ছিলেন। সেই অর্থে তাঁকে ব্যবহার করা যায়নি। আনসোল্ড।
-
IPL Auction 2025 Day Two Live: দ্বিতীয় দিন শুরু
প্রথম দিন ১২ সেট হয়েছিল। আজ সেট নম্বর ১৩ থেকে অকশন শুরু হচ্ছে।
-
IPL Auction 2025 Day Two Live: অনামী তারকা!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশনে অনামী তারকা হয়ে উঠতে পারেন সিদ্দিকুল্লা অটল? আফগানিস্তানের তরুণ ব্যাটার এমার্জিং এশিয়া কাপে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। নিলামে তাঁর জন্য ঝাঁপাবে কোনও দল! বিস্তারিত পড়ুন: এমার্জিং এশিয়া কাপে ঝড় তুলেছিলেন, IPL নিলামে নজরে অটল
-
IPL Auction 2025 Day Two Live: লখনউয়ের ক্যাপ্টেন কে?
সঞ্জীব গোয়েঙ্কা বলছেন,’ঋষভের জন্য ২৬ কোটি রেখেছিলাম। একটু বেশি দিতে হয়েছে। কোনও ব্যাপার নয়। ঋষভ টিমম্যান, ম্যাচ উইনার। আমাদের এবং সমর্থকদের খুব খুশি হওয়া উচিত। আমরা ক্যাপ্টেন খুঁজিনি, ঋষভ পন্থকেই চেয়েছি।’ এ বার প্রশ্ন, নিকোলাস পুরান নাকি ঋষভ? ক্যাপ্টেন্সি কে করবেন? লখনউ সুপার জায়ান্টস কর্তা সঞ্জীব গোয়েঙ্কার মন্তব্য কিন্তু বলছে, ক্যাপ্টেন হিসেবে ঋষভই এগিয়ে।
-
IPL Auction 2025 Day Two Live: কলকাতার টার্গেট হতে পারেন স্পেন্সর?
গত মরসুমে চেষ্টা করেছিল। এ মরসুমে বাঁ হাতি পেসার স্পেন্সরকে ট্রাই করবে কেকেআর? কেমন পেসার স্পেন্সর? পড়ুন বিস্তারিত: পাকিস্তানের বিরুদ্ধে ফাইফার, অকশনের আগে দর বাড়িয়ে নিলেন কেকেআরের টার্গেট!
-
IPL Auction 2025 Day Two Live: নজরে যে দুই অলরাউন্ডার
ক্রাইসিসম্যান নীতীশ রানা ও ওয়াশিংটন সুন্দর। নিলামের দ্বিতীয় দিন তাঁদের কারা টার্গেট করতে পারে? গত কয়েক মরসুম কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সম্পদ ছিলেন নীতীশ। তাঁর জন্য ঝাঁপাতে পারে কেকেআর। তেমনই ওয়াশিংটন সুন্দরকে টার্গেট করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স।
-
IPL Auction 2025 Day Two Live: নাইটদের দ্বিতীয় দিন কী নজর থাকবে?
ছয় প্লেয়ারকে রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স। নিলামের প্রথম দিনে প্রাপ্তি বৈভব অরোরা, নর্টজে, রঘুবংশীরা। কেমন গিয়েছে প্রথম দিন? পড়ুন বিস্তারিত: মেগা নিলামের প্রথম দিন ‘সেভেন স্টার’ পারফর্ম করেছে KKR, নাকি হল মাথা চাপড়ানোর জোগাড়?
-
IPL Auction 2025 Day Two Live: অকশনের দ্বিতীয় দিন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মেগা অকশনের আজ দ্বিতীয় দিন। নজরে বেশ কয়েকজন তারকা। এর মধ্যে যেমন ভারতীয় ক্রিকেটার রয়েছে, তেমনই বিদেশিও। আজ বিশেষ নজর থাকবে স্যাম কারান, ফাফ ডুপ্লেসি, উইল জ্যাকস, ভুবনেশ্বর কুমার, জেরাল্ড কোৎজের মতো প্লেয়াররা। তেমনই ভুললে চলবে না প্রথম বার আইপিএলের মঞ্চে নাম লেখানো জিমি অ্যান্ডারসন ও মার্কিন মুলুকের সৌরভ নেত্রভালকররাও।
Published On - Nov 25,2024 1:30 PM
