IPL Auction: ১২-১৩ ফেব্রুয়ারি আইপিএলের মেগা নিলাম বেঙ্গালুরুতে

প্রাথমিক ভাবে জানুয়ারিতে নিলাম করার কথা ছিল বোর্ডের। করোনার কারণেই তা একমাস পিছিয়ে গিয়ে ফেব্রুয়ারি মাসের ১২ ও ১৩ তারিখ হবে।

IPL Auction: ১২-১৩ ফেব্রুয়ারি আইপিএলের মেগা নিলাম বেঙ্গালুরুতে
IPL Auction: ১২-১৩ ফেব্রুয়ারি আইপিএলের মেগা নিলাম বেঙ্গালুরুতে (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2022 | 8:24 PM

নয়াদিল্লি: দুটো নতুন টিম নেওয়ার প্রক্রিয়া আগেই শেষ হয়ে গিয়েছে। আমেদাবাদ ও লখনও ফ্র্যাঞ্চাইজিকে সরকারি ভাবে আইপিএলে নেওয়ার কথা ঘোষণাও করে দিল গভর্নিং কাউন্সিল। আইপিএল ১৫-র নিলাম কবে? এ নিয়েই ছিল প্রশ্ন। তাও পরিষ্কার করে দিলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

প্রাথমিক ভাবে জানুয়ারিতে নিলাম করার কথা ছিল বোর্ডের। করোনার কারণেই তা একমাস পিছিয়ে গিয়ে ফেব্রুয়ারি মাসের ১২ ও ১৩ তারিখ হবে। ভেনু অবশ্য বদলাচ্ছে না, বেঙ্গালুরুতেই হবে আইপিএলের মেগা নিলাম। ব্রিজেশ বলেছেন, ‘১২-১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হবে আইপিএলের নিলাম।’

আইপিএলের দুটো নতুন টিম নেওয়ার পর থেকে বিতর্ক শুরু হয়েছিল ক্রিকেট দুনিয়ায়। সিভিসি ক্যাপিটাল জুয়ায় অর্থ লগ্নি করে, এমন অভিযোগের পর প্রশ্ন ওঠে, এই সংস্থাকে কী করে আইপিএলে প্রবেশাধিকার দিল বোর্ড। পুরো ব্যাপারটা খতিয়ে দেখতে আইনজীবীদের একটা টিম গঠন করে বিসিসিআই। তারা ক্লিনচিট দেয় সিভিসিকে। তার পরই বোর্ডের তরফে ছাড়পত্র দেওয়া হয় ওই সংস্থাকে। নিলামের আগে ফ্রি প্লেয়ারদের মধ্যে থেকে তিনজন করে ক্রিকেটার টিমে নিতে পারবে আমেদাবাদ ও লখনও। ব্রিজেশ বলেছেন, ‘দুটো নতুন টিমের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা ওদের ১০ থেকে ১৫ দিন দেব টিম গুছিয়ে নেওয়ার জন্য।’

বোর্ডের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, দেশের করোনা পরিস্থিতিতে কী ভাবে আয়োজন করবে ১০ টিমের আইপিএল। বোর্ডের তরফে ভেবে রাখা হয়েছে, যদি পরিস্থিতি খুব খারাপ হয়, শুধু মুম্বইয়ে পুরো আইপিএল আয়োজন করা হবে। দুটো টিম বেড়ে যাওয়ায় আইপিএলের ম্যাচের সংখ্যা বাড়ছে। মুম্বইয়ে ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন এবং নভি মুম্বইয়ের মতো তিনটে মাঠ কি এত ম্যাচের চাপ সামলানোর জন্য তৈরি? ব্রিজেশ প্যাটেল কিন্তু বলছেন, ‘আগামী আইপিএল আমরা দেশের মাঠেই আয়োজন করতে চাই। কিন্তু পরিস্থিতি দেখতে হবে।’

আরও পড়ুন: IND vs SA 3rd Test Day 1 Live: বুমরাকে ফেরালেন রাবাডা, আট নম্বর উইকেট হারাল ভারত