IPL 2022: মেগা নিলামের দিন ঠিক করে ফেলল আইপিএল গভর্নিং কাউন্সিল

গতকালই আইপিএলের গভর্নিং কাউন্সিলের (Governing Council) বৈঠকে নিলামের দিন ঠিক হয়ে যায়। বেঙ্গালুরুতে (Bengaluru) ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পনেরোতম আইপিএলের নিলাম। সরকারি ভাবে ঘোষণা এখনও বাকি আছে। নিলামের দিন ঠিক করা ছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করে গভর্নিং কাউন্সিল। আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির বিষয়টি খতিয়ে দেখতে ৩ সদস্যের বিশেষ কমিটি গড়েছে গভর্নিং কাউন্সিল।

IPL 2022: মেগা নিলামের দিন ঠিক করে ফেলল আইপিএল গভর্নিং কাউন্সিল
আইপিএল ট্রফি। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2021 | 4:03 PM

মুম্বই: ২০২২ আইপিএলের (IPL) মেগা নিলামের দিন ঠিক হয়ে গেল। পনেরোতম আইপিএলের নিলাম (Auction) হবে ১২ ও ১৩ ফেব্রুয়ারি। বেঙ্গালুরুতে (Bengaluru) অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। ২০২২ আইপিএল হবে দশ দলের। আমদাবাদ (Ahmedabad) ও লখনউ (Lucknow) ফ্র্যাঞ্চাইজি যোগ দেওয়ায় বেড়েছে আইপিএলের (IPL) দলসংখ্যা। এ বারের আইপিএল নিলামের দিকে তাকিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরাও। কারণ ৮ ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকে ৩ অথবা ৪ ক্রিকেটারকে ধরে রেখেছে। বাকি ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে। নতুন ২ ফ্র্যাঞ্চাইজিও ৩ ক্রিকেটারকে নিতে পারবে নিলামের আগে। যদিও লখনউ আর আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি এখনও সরকারি ভাবে তাদের সিদ্ধান্ত জানায়নি।

গতকালই আইপিএলের গভর্নিং কাউন্সিলের (Governing Council) বৈঠকে নিলামের দিন ঠিক হয়ে যায়। বেঙ্গালুরুতে (Bengaluru) ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পনেরোতম আইপিএলের নিলাম। সরকারি ভাবে ঘোষণা এখনও বাকি আছে। নিলামের দিন ঠিক করা ছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করে গভর্নিং কাউন্সিল। আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির বিষয়টি খতিয়ে দেখতে ৩ সদস্যের বিশেষ কমিটি গড়েছে গভর্নিং কাউন্সিল। সিভিসি ক্যাপিটালসের মালিকানা সংক্রান্ত সেই লিগাল কমিটির রিপোর্টও জমা পড়েছে। অবসারপ্রাপ্ত বিচারপতি রাধাকৃষ্ণনের নেতৃত্বাধীন সেই কমিটি আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি ইস্যুতে সিভিসি ক্যাপিটালসকে সবুজ সংকেত দিয়েছে। অর্থাত্‍ আমদাবাদ ফ্র্যাঞ্চাইজিতে সিভিসি ক্যাপিটালসের বিনিয়োগে কোনও অসুবিধা নেই।

এছাড়া ২০২২ আইপিএল আয়োজন নিয়েও বিকল্প প্ল্যান সাজিয়ে রেখেছে গভর্নিং কাউন্সিল। কোভিডের তৃতীয় ঢেউ মাথাচাড়া দিতে শুরু করেছে। ওমিক্রন আতঙ্কও ভয়াবহ রূপ ধারণ করছে বিশ্বে। তাই কোনও ভাবে কোভিড বা ওমিক্রন এ দেশে বাড়াবাড়ি ভাবে সংক্রমণ হলে কি পদক্ষেপ নেওয়া উচিত সে ব্যাপারে আলোচনা হয়েছে গভর্নিং কাউন্সিলের সভায়।

আরও পড়ুন: Ashes Series 2021-22: দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডের