Ashes Series 2021-22: দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডের

গতকাল ওয়ার্নারের (David Warner) উইকেট হারানোর পর আজ সকালেই নাইট ওয়াচম্যান নাথান লিয়ঁর (Nathan Lyon) উইকেট হারায় অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ১ রানে আউট হন লাবুশানে (Marnus Labuschagne)। স্টিভ স্মিথকে (Steve Smith) ১৬ রানে প্যাভিলিয়নে ফেরান অ্যান্ডারসন (James Anderson)। টেস্টে এই নিয়ে ৮ বার স্মিথকে আউট করলেন তিনি। ইংরেজ পেসারের বলে ৭ বার আউট হয়েছেন বিরাট কোহলি।

Ashes Series 2021-22: দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডের
অস্ট্রেলিয়ার দুরন্ত বোলিং। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2021 | 3:33 PM

ইংল্যান্ড ১৮৫ ও ৩১/৪ অস্ট্রেলিয়া ২৬৭

মেলবোর্ন: ১ উইকেটে ৬১ থেকে ২৬৭ অল আউট। মেলবোর্নে (MCG) অ্যাসেজের (Ashes) তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের সকালেই পাল্টা ছোবল ইংল্যান্ডের (England)। অ্যান্ডারসন-রবিনসনদের আগুনে পেসে ২৬৭ রানে শেষ অস্ট্রেলিয়ার (Australia) প্রথম ইনিংস। কিন্তু ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও সেই ব্যাটিং বিপর্যয়। দু’ইনিংস মিলিয়ে একদিনে পড়ল ১৩ উইকেট।

গতকাল ওয়ার্নারের (David Warner) উইকেট হারানোর পর আজ সকালেই নাইট ওয়াচম্যান নাথান লিয়ঁর (Nathan Lyon) উইকেট হারায় অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ১ রানে আউট হন লাবুশানে (Marnus Labuschagne)। স্টিভ স্মিথকে (Steve Smith) ১৬ রানে প্যাভিলিয়নে ফেরান অ্যান্ডারসন (James Anderson)। টেস্টে এই নিয়ে ৮ বার স্মিথকে আউট করলেন তিনি। ইংরেজ পেসারের বলে ৭ বার আউট হয়েছেন বিরাট কোহলি। অ্যান্ডারসন ভীতি তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের অন্যতম দুই সেরা ব্যাটারকে। দু’জনেই এ বছর দু’বার অ্যান্ডারসনের বলে আউট হয়েছেন। ২৬৭ রানে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। একা লড়াই চালান মার্কাস হ্যারিস (৭৬)। ৪ উইকেট নেন অ্যান্ডারসন। ২টো করে উইকেট সংগ্রহ করেন রবিনসন (Ollie Robinson) আর মার্ক উড (Mark Wood)। ১টি করে উইকেট নেন বেন স্টোকস আর জ্যাক লিচ। ৮২ রানে প্রথম ইনিংসে এগিয়ে থাকে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও সেই বিপর্যয়ের সামনে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। হাসিব হামিদ (৭), জ্যাক ক্রলি (৫), দাভিদ মালান (০), জ্যাক লিচরা (০) প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। ক্রিজে রয়েছেন অধিনায়ক জো রুট (১২) আর বেন স্টোকস (২)। ২টো করে উইকেট নেন মিচেল স্টার্ক আর স্কট বোল্যান্ড। এখনও ৫১ রানে পিছিয়ে ইংল্যান্ড। হাতে ৬ উইকেট। তৃতীয় দিনের প্রথম ১ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। রুট, স্টোকস জুটি ক্রিজে। বেয়ারস্টো, বাটলাররা এখনও ব্যাট করতে নামেননি। বড় লিড না নিলে লড়াইটা কঠিন হয়ে দাঁড়াবে ইংল্যান্ডের কাছে। মেলবোর্ন টেস্ট জিতলেই সিরিজ মুঠোয় করে ফেলবে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে বাকি দুটো টেস্ট শুধুই নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে।

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ২৬৭ (হ্যারিস ৭৬, ওয়ার্নার ৩৮, অ্যান্ডারসন ৪/৩৩), ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ৩১/৪ (রুট ১২ অপরাজিত, বোল্যান্ড ২/১, স্টার্ক ২/১১)। ৫১ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: India vs South Africa: সেঞ্চুরিয়নে ব্যাট করতে করতে কী বিড়বিড় করলেন রাহানে? দেখুন ভিডিও