IPL 2022: জাতীয় দলে ফেরার মঞ্চ হিসেবে দেখছে না রাহানে: নায়ার

Ajinkya Rahane: নিলামে প্রথমে কেউ রাহানেকে নিয়ে আগ্রহ দেখায়নি। দ্বিতীয় পর্বে এসে অজিঙ্কে রাহানেকে বেস প্রাইস এক কোটি টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

IPL 2022: জাতীয় দলে ফেরার মঞ্চ হিসেবে দেখছে না রাহানে: নায়ার
অজিঙ্কা রাহানে। ছবি: টুইটারImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 31, 2022 | 9:00 AM

মুম্বই: এবারের আইপিএল (IPL 2022) অনেক ক্রিকেটারের কাছেই জবাব দেওয়ার মঞ্চ। কেউ দেখছেন নিজের পুরনো ফ্রাঞ্চাইজিকে এটা বোঝাতে যে, তাঁকে দলে না রেখে ভুল করা হয়েছে। আবার অনেকের কাছে জাতীয় দল থেকে বাদ পরার জবাব দেওয়ার মঞ্চ। প্রথম তালিকায় যদি থাকেন যুযবেন্দ্র চাহাল, তাহলে দ্বিতীয় তালিকায় থাকবেন অজিঙ্কে রাহানে (Ajinkya Rahane)। একটা লম্বা সময় ধরে ভারতীয় টেস্ট দলের মেরুদণ্ড ছিলেন মুম্বইয়ের এই সিনিয়র ক্রিকেটার। কিন্তু অফ ফর্ম তাঁর হাত থেকে প্রথমে কেড়ে নিয়েছে জাতীয় দলের সহ-অধিনায়কত্ব। তারপর জাতীয় দল থেকে জায়গাটাও। এবারের আইপিএলে কি রাহানে প্রমাণ করতে চান তিনি এখনও জাতীয় দলে খেলার যোগ্যতা হারাননি? উত্তরটা ক্রিকেট মহলের কাছে হ্যাঁ হলেও, কলকাতা নাইট রাইডার্সের (KKR) সহকারি কোচ অভিষেক নায়ারের (Abhishek Nayar) কাছে না।

নিলামে প্রথমে কেউ রাহানেকে নিয়ে আগ্রহ দেখায়নি। দ্বিতীয় পর্বে এসে অজিঙ্কে রাহানেকে বেস প্রাইস এক কোটি টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অনুশীলনে নিজেকে প্রমাণ করেছেন জিঙ্কস। প্রথম ম্যাচ থেকেই নাইটদের ইনিংস শুরু করার কাজটাও পেয়েছে। প্রথম ম্যাচে ৩৪ বলে ৪৪ রানের একটা ঝাকঝকে ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ম্যাচে যদিও ৯ রানে আউট হয়েছেন। কিন্তু রাহানেকে নিয়ে খুশি টিম কেকেআর। দলের সহকারি কোচ অভিষেক নায়ার বলছেন, রাহানে টিম ম্যান, ও ক্রিকেটটা কিছু প্রমাণ করার জন্য খেলে না।

এক ইন্টারভিউয়ে নায়ার বলেছেন, “অজিঙ্কেকে আমি যতটা চিনি, ও কিছু প্রমাণ করার জন্য ক্রিকেটটা খেলে না। ও খেলে ক্রিকেটটা উপভোগ করার জন্য আর নিজের দলের জন্য ভালো কাজ করার জন্য। ও একজন টিম ম্যান। যদি কেউ আমায় প্রশ্ন করে একজন টিম ম্যান কেমন হওয়া উচিত আমি বলব রাহানের মত। ওর কামব্যাক করার ক্ষমতা আছে। জাতীয় দল থেকে বাদ পরার পর ঘরোয়া ক্রিকেটে ফিরে সেঞ্চুরি করেছে। আমার মনে হয় না আইপিএলটাকে ও কামব্যাকের মঞ্চ হিসেবে দেখছে।” আইপিএলে একটা সময় দাপটের সঙ্গে খেললেও বিগত কয়েকটা বছরে একেবারেই ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না রাহানে। গত মরসুমে ছিলেন দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals)। কিন্তু ম্যাচ খেলার খুব একটা সুযোগই পাননি তিনি।

আরও পড়ুন : Qatar World Cup 2022: ঢাকে কাঠি, কেমন হল বিশ্বকাপের নতুন বল?

আরও পড়ুন : Shane Warne: এমসিজিতে শেন ওয়ার্নের নামে স্ট্যান্ডের উন্মোচন, দেখুন ছবি