IPL 2022 Points Table: জয়ের হ্যাটট্রিকে ভর করে পয়েন্ট টেবলে বড়সড় লাফ লখনউয়ের
আজ, শুক্রবার রয়েছে পঞ্জাব বনাম গুজরাত ম্যাচ। সেই ম্যাচের আগে জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া ১৫টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল...
কলকাতা: আজ, শুক্রবার মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আইপিএলের ১৬তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Punjab Kings) ও হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans)। বৃহস্পতিবার রাতে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এবং ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ৬ উইকেটে পন্থের দিল্লিকে হারিয়ে লিগ টেবলের ২ নম্বরে পৌঁছে গিয়েছেন লোকেশ রাহুলরা। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত মোট ১৫টি ম্যাচ হয়েছে। ভারতের কোটিপতি লিগ চলাকালীন ক্রিকেটপ্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। লিগ টেবলের প্রথম চারটি দল টুর্নামেন্টের প্লে অফে খেলার সুযোগ পায়। তার পর সেখান থেকে কোয়ালিফায়ার পর্ব ও এলিমিনেটর পর্ব হয়। সব থেকে শেষে হয় ফাইনাল। প্রত্যেক ম্যাচে বিজয়ী দল পায় ২ পয়েন্ট। আর কোনও ফলাফল না হলে ১ পয়েন্ট। ম্যাচ টাই হলে সেক্ষেত্রে ‘সুপার ওভার’ হয়।
আজ, শুক্রবার রয়েছে পঞ্জাব বনাম গুজরাত ম্যাচ। সেই ম্যাচের আগে জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া ১৫টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল…
১. এখনও পর্যন্ত হওয়া ১৫টি ম্যাচের পর লিগ টেবলের শীর্ষস্থানে ধরে রেখেছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত ৪টি ম্যাচের ৩টিতে জয় ও ১টি হার জুটেছে নাইটদের কপালে। ফলে ৬ পয়েন্ট রয়েছে রাহানেদের। এবং কেকেআরের নেট রান রেট +১.১০২।
২. বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট +০.২৫৬। এখনও অবধি লখনউ ৪টি ম্যাচে খেলেছে। তাতে ৩টিতে জিতেছেন ক্রুণালরা। এবং ১টি ম্যাচে হেরেছে লখনউ। ফলে ডি’ককদের ঝুলিতে এখন ৬ পয়েন্ট রয়েছে।
৩. পয়েন্ট টেবলের তিন নম্বর স্থানে নেমে গিয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। রাজস্থান তিনটি ম্যাচে খেলে ২টিতে জিতেছে, ১টিতে হেরেছে। রাজস্থানের নেট রান রেট +১.২১৮।
৪. লিগ টেবলের চার নম্বরে রয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। গুজরাতের নেট রান রেট +০.৪৯৫। গুজরাতও এখনও অবধি ২টি ম্যাচে খেলেছে। তাতে ৪ পয়েন্ট পেয়েছেন হার্দিকরা। আজ হার্দিকদের সামনে সুযোগ রয়েছে মায়াঙ্কদের হারিয়ে লিগ টেবলের ৩ নম্বরে পৌঁছে যাওয়ার।
৫. পয়েন্ট টেবলের পঞ্চম স্থানে নেমে গিয়েছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। এখনও পর্যন্ত ৩টি ম্যাচে খেলে ২টিতে জিতেছেন ও ১টিতে হেরেছেন ধাওয়ানর। প্রীতির পঞ্জাবের নেট রান রেট +০.২৩৮।
৬. লিগ টেবলের ছয় নম্বরে রয়েছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট +০.১৫৯। এখনও অবধি আইপিএলের ৩টি ম্যাচে খেলেছে আরিসিবি। তাতে ২টি ম্যাচে জয় ও ১টি ম্যাচে হার জুটেছে বিরাটদের কপালে।
৭. লখনউয়ের কাছে হারার পরও লিগ টেবলের সাত নম্বরে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দিল্লির নেট রান রেট -০.১১৬। দিল্লিও এখনও অবধি ৩টি ম্যাচে খেলেছে, তার একটিতে জিতেছে। এবং ২টিতে হেরেছে।
৮. লিগ টেবলের আট নম্বরে রয়েছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস। সিএসকের নেট রান রেট -১.২৫১। চেন্নাই এখনও অবধি ৩টি ম্যাচে খেলেছে। এবং তিনটেই হারতে হয়েছে ধোনিদের।
৯. পয়েন্ট টেবলের নয় নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের নেট রান রেট -১.৩৬২। এখনও পর্যন্ত এবারের আইপিএলে ৩টি ম্যাচে খেলেছেন রোহিতরা। তার তিনটিতেই হারতে হয়েছে ঈশানদের।
১০. লিগ টেবলের দশ নম্বর স্থানে রয়েছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। তারা পর পর ২টি ম্যাচে খেলে দুটিতেই হেরেছে। হায়দরাবাদের নেট রান রেট -১.৮২৫।
আরও পড়ুন: IPL 2022: ‘মাহি ভাই আমার কাছে পরিবারের মতো’, কে বললেন এমনটা?