IPL 2022 Orange Cap: অরেঞ্জ ক্যাপের মালিক রইলেন জস বাটলারই
আইপিএল-২০২২ এর ৬৮টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন...
কলকাতা: আজ, শনিবার চলতি আইপিএলের (IPL 2022) ৬৯তম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (MI) ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (DC)। শুক্রবার রাতে ব্র্যাবোর্নে সঞ্জু স্যামসনের রাজস্থান ৫ উইকেটে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে। ওই ম্যাচে জিতে প্লে অফের টিকিট হাতে পেয়েছে গোলাপি শহরের দল। রাজস্থান বনাম চেন্নাই ম্যাচে নজর ছিল জস বাটলারের ব্যাটে। তবে ধোনিদের বিরুদ্ধে মাত্র ২ রান করে মাঠ ছাড়েন বাটলার। তার পরও এ বারের আইপিএলের অরেঞ্জ ক্যাপ রয়েছে রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলারের মাথায়। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট ৬৮টি ম্যাচ হয়েছে। টুর্নামেন্ট শেষের দিকে চলে এসেছে। প্রতি বছর আইপিএলের সব থেকে বেশি রান করা ক্রিকেটার পান অরেঞ্জ ক্যাপ (Orange Cap)। এ বছর আইপিএলে যে ছবি দেখা যাচ্ছে তাতে অরেঞ্জ ক্যাপে কাউকেই হাত দিতে দিচ্ছেন না বাটলার। ফলে তিনিই হতে পারেন আইপিএল-১৫-র অরেঞ্জ ক্যাপের মালিক।
আইপিএল-২০২২ এর ৬৮টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন…
১) চলতি আইপিএলের ৬৮টি ম্যাচের পরও অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার (Jos Buttler)। এখনও অবধি আইপিএলের মোট ১৪টি ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ৬২৯ রান। বাটলারের সর্বোচ্চ ১১৬ রান।
২) অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে দুই নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul)। এখনও অবধি এ বারের আইপিএলে মোট ১৪টি ম্যাচে খেলে লোকেশ রাহুল করেছেন ৫৩৭ রান। সর্বোচ্চ ১০৩* রান।
৩) কুইন্টন ডি’কক (Quinton De Kock) রয়েছেন কমলা টুপি দখলের লড়াইয়ে তিন নম্বরে। লখনউয়ের উইকেটকিপার-ব্যাটার কুইন্টন এখনও অবধি আইপিএলের ১৪টি ম্যাচে খেলে ৫০২ রান করেছেন। এই প্রোটিয়া তারকা ক্রিকেটারের সর্বোচ্চ রান ১৪০*।
৪) অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে চার নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ দু’প্লেসি (Faf Du Plessis)। চলতি আইপিএলে এখনও অবধি ১৪টি ম্যাচে খেলে ৪৩৩ রান করেছেন আরসিবির অধিনায়ক ফাফ। সর্বোচ্চ ৯৬ রান।
৫) আজ ওয়ার্নারের কাছে সুযোগ রয়েছে রান বাড়ানোর। আপাতত কমলা টুপির দৌড়ে পাঁচ নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। এখনও অবধি এ বারের আইপিএলের ১১টি ম্যাচে খেলে ওয়ার্নার করেছেন ৪২৭ রান। সর্বোচ্চ ৯২*।