IPL 2022: ২৬ মার্চ থেকে শুরু আইপিএল
বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেন, '২৬ মার্চ থেকে শুরু আইপিএল। লিগের সব ম্যাচ মহারাষ্ট্রেই হবে। স্টেডিয়ামে কিছু সংখ্যক দর্শকও প্রবেশ করবে। সরকারি বিধি মেনেই স্টেডিয়ামে দর্শক প্রবেশে ছাড় দেওয়া হবে।' লিগের ৫৫ টা ম্যাচ হবে মুম্বইয়ে। আর ১৫টা ম্যাচ হবে পুনেতে। ২০টা ম্যাচ আয়োজিত হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ১৫টা ম্যাচ হবে ব্র্যাবোর্নে। আর লিগের ২০টা ম্যাচ হবে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে।
মুম্বই: আইপিএলের (IPL) দিনক্ষণ ঠিক হয়ে গেল। ২৬ মার্চ থেকে শুরু দেশের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলার পরই দিন চূড়ান্ত করল আইপিএল গভর্নিং কাউন্সিল। ফাইনাল হবে ২৯ মে। ২ মাসেরও ওপর সময় ধরে চলবে এ বারের আইপিএল। আইপিএল গভর্নিং কাউন্সিলের (IPL Governing Council) চেয়ারম্যান ব্রীজেশ প্যাটেল জানান লিগের সবকটা ম্যাচ হবে মহারাষ্ট্রে। আগেই ঠিক ছিল, কোভিড পরিস্থিতিতে এ বার মহারাষ্ট্রেই হবে আইপিএল (IPL 2022)। মহারাষ্ট্রের চারটে স্টেডিয়ামে হবে খেলা। শীঘ্রই আইপিএলের সূচি প্রকাশিত হবে। লিগের সব কটা ম্যাচ মহারাষ্ট্রে হলেও, প্লে অফ কোথায় হবে তা এখনও ঠিক করেনি বোর্ড। যদিও শোনা যাচ্ছে, আমেদাবাদেই হবে প্লে অফ। লখনউ আর আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির অন্তর্ভুক্তিতে এ বার ১০ দলের আইপিএল অনুষ্ঠিত হবে।
বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেন, ‘২৬ মার্চ থেকে শুরু আইপিএল। লিগের সব ম্যাচ মহারাষ্ট্রেই হবে। স্টেডিয়ামে কিছু সংখ্যক দর্শকও প্রবেশ করবে। সরকারি বিধি মেনেই স্টেডিয়ামে দর্শক প্রবেশে ছাড় দেওয়া হবে।’ লিগের ৫৫ টা ম্যাচ হবে মুম্বইয়ে। আর ১৫টা ম্যাচ হবে পুনেতে। ২০টা ম্যাচ আয়োজিত হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ১৫টা ম্যাচ হবে ব্র্যাবোর্নে। আর লিগের ২০টা ম্যাচ হবে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। যেখানে ১৫টা ম্যাচ অনুষ্ঠিত হবে পুণের মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার মাঠে। বোর্ড সূত্রের খবর, ৪০ শতাংশ দর্শক নিয়েই হতে পারে আইপিএল।
এ বছরও মেয়েদের টি-২০ চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে। আইপিএলের প্লে অফের সময়ই হবে মেয়েদের টি-২০ চ্যালেঞ্জ। প্র্যাকটিস ভেনুর জন্য এমসিএ-বিকেসি গ্রাউন্ড, ডিওয়াই পাটিল আর ব্র্যাবোর্ন স্টেডিয়ামকে বেছেছে ভারতীয় বোর্ড। এ ছাড়া আরও কয়েকটি ভেনুকেও দেখে রেখেছে বিসিসিআই। থানের দাদোজি কোন্দেভ স্টেডিয়াম আর মহারাষ্ট্রের কান্দিভালি গ্রাউন্ডেও আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল গুলি অনুশীলন করতে পারবে।
আরও পড়ুন: Ranji Trophy: হায়দরাবাদের বিরুদ্ধেও ত্রাতা অভিষেক