Ishan Kishan: রইলেন ব্রাত্য, দ্রাবিড়ের পরামর্শ না মানাই কি কাল হল ঈশান কিষাণের?
২০২৩ সালের নভেম্বরের পর থেকে তাঁকে অ্যাকশনে দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরেছিলেন ঈশান। সম্প্রতি জানা গিয়েছে হার্দিক ও ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে বরোদায় অনুশীলন করা শুরু করেছেন ঈশান। প্র্যাক্টিস শুরু করেছেন কিন্তু ঘরোয়া ক্রিকেটের আঙিনায় পা রাখেননি কেন ঈশান? উঠছে প্রশ্ন।
কলকাতা: ঈশান কিষাণের (Ishan Kishan) প্রয়োজন কি টিমে ফুরোল? নাকি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত না মানার জন্য জাতীয় দলে ডাক পেলেন না তিনি? ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ৩ টেস্টের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা হয়েছে। তাতে সুযোগ পাননি ঈশান। এর আগে শোনা গিয়েছিল, ঘরোয়া ক্রিকেট খেলে তাঁকে টিমে ফেরার বার্তা দেওয়া হয়েছিল। তিনি রঞ্জি ট্রফিতে খেলেননি। অবশ্য অনুশীলন শুরু করেছেন। যে কারণে ক্রিকেট মহলে অনেকেই মনে করছেন রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সিদ্ধান্ত না মানার ফলে টিমে সুযোগ পেলেন না ঈশান। তাঁকে ছেড়ে কথা বললেন না দেশের এক প্রাক্তন ক্রিকেটার।
২০২৩ সালের নভেম্বরের পর থেকে তাঁকে অ্যাকশনে দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরেছিলেন ঈশান। সম্প্রতি জানা গিয়েছে হার্দিক ও ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে বরোদায় অনুশীলন করা শুরু করেছেন ঈশান। প্র্যাক্টিস শুরু করেছেন কিন্তু ঘরোয়া ক্রিকেটের আঙিনায় পা রাখেননি কেন ঈশান? উঠছে প্রশ্ন। অবশ্য কয়েকদিন আগে দ্রাবিড় জানিয়েছিলেন, তিনি ঈশানকে বলেছিলেন ক্রিকেট খেলে টিমে ফিরতে হবে। এমনটা নয় যে তিনি তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে বলেছিলেন।
ঈশানের জাতীয় দলে না ফেরা নিয়ে তীব্র আলোচনার মাঝে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার নাম না করেই তাঁকে বিঁধলেন। সোশ্যাল মিডিয়া সাইট X এ ইরফান লিখেছেন, ‘এটা বিভ্রান্ত করে যে কেউ কীভাবে অনুশীলনের জন্য যথেষ্ট ফিট হতে পারে কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলতে পারে না। এটা কী ভাবে বোঝা যায়?’
Finding it perplexing how someone can be fit enough to practice but not play domestic cricket. How does this even make sense?
— Irfan Pathan (@IrfanPathan) February 10, 2024
ভারতের উইকেটকিপার ব্যাটার দেশের মাঠে ইংল্যান্ড সিরিজে বাকি ৩ ম্যাচে সুযোগ পাননি বলে তাঁর অনুরাগীরা দুঃখপ্রকাশ করেছেন। অনেকেই ঈশানকে আবার জাতীয় দলে এখনই দেখতে চাইছেন। কেউ বলছেন, আইপিএলের সময় শক্তিশালী হয়ে ফিরে এসো। এ বার দেখার সত্যিই কবে তিনি আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন।
Stop nepotism and favouritism and politics and monopoly @BCCI give talent a chance! Ishan Kishan deserves to be back in the team.#IshanKishan#BringBackIshanKishan#rahuldravid@ishankishan51 @ImRo45 @BCCI @cricketaakash @mufaddal_vohra BRING BACK ISHAN KISHAN 100😭#IshanKishan pic.twitter.com/5I5uEltV7a
— Liberal Slayer 🚩 सनातनी योद्धा 🚩 (@LiberalSlayer72) February 10, 2024
WE WANT ISHAN KISHAN BACK IN THE ICT WE WANT ISHAN KISHAN BACK IN THE ICT WE WANT ISHAN KISHAN BACK IN THE ICT WE WANT ISHAN KISHAN BACK IN THE ICT WE WANT ISHAN KISHAN BACK IN THE ICT WE WANT ISHAN KISHAN BACK IN THE ICT WE WANT ISHAN KISHAN BACK IN THE ICT#IshanKishan pic.twitter.com/vjbuzv8Atc
— Isha28💙 (@Psych_Vamp) February 10, 2024
Feel for Ishan Kishan. Hoping for a strong comeback in IPL. pic.twitter.com/TllVKpJFma
— R A T N I S H (@LoyalSachinFan) February 10, 2024