U19 World Cup 2024 Final: ভারতের ৬, নাকি অজিদের ৪? সুপার সানডে জমবে মেগা ম্যাচে

India U19 vs Australia U19: ভারতের ছয় নাকি অস্ট্রেলিয়ার চার? ঠিক কী হতে চলেছে এ বারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে? টুর্নামেন্টের দুই অন্যতম সফল দল এ বার কাপ দখলের শেষ লড়াইয়ে নামতে চলেছে। রবি-দুপুরে রোহিত-বিরাটদের বদলা নিতে সাহারা পার্কে নামতে চলেছে উদয় সাহারানের ভারত। সামনে অজি ক্রিকেট টিম। দুই দল এই টুর্নামেন্টে কতটা সফল? ফিরে দেখা যাক।

| Updated on: Feb 11, 2024 | 8:00 AM
এই নিয়ে টানা তিন বার আইসিসি মেগা ইভেন্টের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। ২০২৩ সালে রোহিত শর্মার ভারত প্রথমে অজি টিমের মুখোমুখি হয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। তারপর ওডিআই বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। কিন্তু ২টি মেগা ইভেন্টেই অজিদের কাছে হেরেছিল ভারত। এ বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হচ্ছে এই দুই দল।

এই নিয়ে টানা তিন বার আইসিসি মেগা ইভেন্টের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। ২০২৩ সালে রোহিত শর্মার ভারত প্রথমে অজি টিমের মুখোমুখি হয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। তারপর ওডিআই বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। কিন্তু ২টি মেগা ইভেন্টেই অজিদের কাছে হেরেছিল ভারত। এ বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হচ্ছে এই দুই দল।

1 / 8
 দুই দলই এই টুর্নামেন্টের অন্যতম সফল। অতীতে মোট ৫ বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। আর ৩ বার যুব বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।

দুই দলই এই টুর্নামেন্টের অন্যতম সফল। অতীতে মোট ৫ বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। আর ৩ বার যুব বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।

2 / 8
ভারতীয় সময় অনুসারে রবি-দুপুরে (১.৩০ মিনিটে) শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া মেগা ফাইনাল। টিম ইন্ডিয়ার অনুরাগীরা মনে প্রাণে চাইবেন রোহিতরা যা পারেননি, তা করে দেখাক উদয়-মুশিররা।

ভারতীয় সময় অনুসারে রবি-দুপুরে (১.৩০ মিনিটে) শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া মেগা ফাইনাল। টিম ইন্ডিয়ার অনুরাগীরা মনে প্রাণে চাইবেন রোহিতরা যা পারেননি, তা করে দেখাক উদয়-মুশিররা।

3 / 8
এ বারের যুব বিশ্বকাপের সবচেয়ে বিধ্বংসী ব্যাটার উদয় সাহারান। ৬ ম্যাচে ৩৮৯ রান করে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের অধিনায়ক উদয়।

এ বারের যুব বিশ্বকাপের সবচেয়ে বিধ্বংসী ব্যাটার উদয় সাহারান। ৬ ম্যাচে ৩৮৯ রান করে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের অধিনায়ক উদয়।

4 / 8
চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় নজর দিলে দেখা যাবে ভারতীয়দের রাজই। প্রথম স্থানে যেমন রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক উদয় সাহারান, তেমন দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন ভারতের মুশির খান (৬ ম্যাচে ৩৩৮ রান) এবং সচিন দাস (৬ ম্যাচে ২৯৪ রান)।

চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় নজর দিলে দেখা যাবে ভারতীয়দের রাজই। প্রথম স্থানে যেমন রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক উদয় সাহারান, তেমন দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন ভারতের মুশির খান (৬ ম্যাচে ৩৩৮ রান) এবং সচিন দাস (৬ ম্যাচে ২৯৪ রান)।

5 / 8
এ বারের টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮৪ রানে হারিয়েছিল ভারত। এরপর টিম ইন্ডিয়া যথাক্রমে দ্বিতীয় ম্যাচে আয়ার্ল্যান্ডকে ২০১ রানে হারায়, তৃতীয় ম্যাচে ইউএসএকে ২০১ রানে হারায়, চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডকে ২১৪ রানে হারায়, পঞ্চম ম্যাচে নেপালকে ১৩২ রানে হারায়। এবং সেমিফাইনালে  দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠেন উদয়রা।

এ বারের টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮৪ রানে হারিয়েছিল ভারত। এরপর টিম ইন্ডিয়া যথাক্রমে দ্বিতীয় ম্যাচে আয়ার্ল্যান্ডকে ২০১ রানে হারায়, তৃতীয় ম্যাচে ইউএসএকে ২০১ রানে হারায়, চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডকে ২১৪ রানে হারায়, পঞ্চম ম্যাচে নেপালকে ১৩২ রানে হারায়। এবং সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠেন উদয়রা।

6 / 8
ভারতের থেকে একটি কম ম্যাচ খেলে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়া টিম যথাক্রমে প্রথম ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে ৪ উইকেটে জেতে, দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে জেতে ২২৫ রানে, তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ৬ উইকেটে, চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ডিএলএস মেথডে জয় ১১০ রানে এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ অমীমাংসিত ছিল। শেষ অবধি পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া।

ভারতের থেকে একটি কম ম্যাচ খেলে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়া টিম যথাক্রমে প্রথম ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে ৪ উইকেটে জেতে, দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে জেতে ২২৫ রানে, তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ৬ উইকেটে, চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ডিএলএস মেথডে জয় ১১০ রানে এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ অমীমাংসিত ছিল। শেষ অবধি পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া।

7 / 8
এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে ভারত (৯৫টি)। তাতে জয় ৭৫টি এবং হার ১৯টি। জয়ের শতকরা হার ৭৯.৭৮। অন্যদিকে অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে খেলেছে ৯১টি ম্যাচ। জয় ৬৬টি, হার ২১টি। জয়ের শতকরা হার ৭৫.৮৬।

এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে ভারত (৯৫টি)। তাতে জয় ৭৫টি এবং হার ১৯টি। জয়ের শতকরা হার ৭৯.৭৮। অন্যদিকে অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে খেলেছে ৯১টি ম্যাচ। জয় ৬৬টি, হার ২১টি। জয়ের শতকরা হার ৭৫.৮৬।

8 / 8
Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...