IPL 2024, DC: অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ‘টিমে’ আইপিএলের নতুন সেনসেশন!

ICC MEN’S T20 WC 2024: প্লে-অফে উঠতে পারেনি দিল্লি ক্যাপিটালস। তবে প্রথম বার আইপিএলে সুযোগ পাওয়া জ্যাক ফ্রেজারের পারফরম্যান্স তাদের অন্যতম প্রাপ্তি। লিগ পর্বে ১৪টির মধ্যে ৯টি ম্যাচে সুযোগ পেয়েছেন জ্যাক। প্রায় ৩৭ গড়ে করেছেন ৩৩০ রান। স্ট্রাইকরেট প্রায় ২৩৫! চারটি হাফসেঞ্চুরিও করেছেন। অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি টিমের ক্যাপ্টেন মিচেল মার্শও ছিলেন দিল্লি ক্যাপিটালসেই।

IPL 2024, DC: অস্ট্রেলিয়ার বিশ্বকাপ 'টিমে' আইপিএলের নতুন সেনসেশন!
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: May 20, 2024 | 9:56 PM

জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক। এই নামটা এখন আর অচেনা নয়। সব কেমন হঠাৎ করেই হয়েছিল। আর বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগই তাঁর কাছে হয়ে দাঁড়িয়েছে টার্নিং পয়েন্ট। অস্ট্রেলিয়া ক্রিকেটে নতুন সেনসেশন বলা হচ্ছিল তাঁকে। সেটা যদিও বয়সভিত্তিক ক্রিকেটে। এরপর একটা ইনিংস নজর কাড়ে। ঘরোয়া লিস্ট এ ক্রিকেটে ২৯ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক। পরিচিতির সীমানা ছিল অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেই। আইপিএল তাঁর জীবন বদলে দিয়েছে। ডাক আসছে বিশ্বকাপ স্কোয়াডে!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুরুতে সুযোগ পাননি অজি তরুণ জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক। চোটের কারণে ছিটকে গিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের প্রোটিয়া পেসার লুনগি এনগিডি। পরিবর্ত হিসেবে তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুককে সই করায় দিল্লি ক্যাপিটালস। পেসারের পরিবর্তে ব্যাটার! অনেকেই অবাক হয়েছিলেন। শুরুর দিকে শুধু প্র্যাক্টিসেই কাটছিল। কখনও বা পরিবর্ত ফিল্ডার হিসেবে নামানো হয়েছে। অবশেষে সুযোগ মেলে খেলার। তাক লাগানো পারফরম্যান্স জ্যাক ফ্রেজারের।

প্লে-অফে উঠতে পারেনি দিল্লি ক্যাপিটালস। তবে প্রথম বার আইপিএলে সুযোগ পাওয়া জ্যাক ফ্রেজারের পারফরম্যান্স তাদের অন্যতম প্রাপ্তি। লিগ পর্বে ১৪টির মধ্যে ৯টি ম্যাচে সুযোগ পেয়েছেন জ্যাক। প্রায় ৩৭ গড়ে করেছেন ৩৩০ রান। স্ট্রাইকরেট প্রায় ২৩৫! চারটি হাফসেঞ্চুরিও করেছেন। অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি টিমের ক্যাপ্টেন মিচেল মার্শও ছিলেন দিল্লি ক্যাপিটালসেই। তাঁর কাছে জ্যাক শুনেছিলেন, অস্ট্রেলিয়া টিম আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে। বিশ্বকাপ খেলতে, তা জানা ছিল না জ্যাকের। এমনই বলেছিলেন এই তরুণ ব্যাটার।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড আগেই ঘোষণা হয়েছে। মূল স্কোয়াডে জায়গা হয়নি জ্যাক ফ্রেজার ম্যাকগুরুকের। তবে আইপিএলে বিধ্বংসী পারফরম্যান্সের জেরে ভাবতে বাধ্য হয়েছে অজি বোর্ড। জ্যাক ফ্রেজারকে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে স্কোয়াডের সঙ্গে রাখা হচ্ছে। তাঁর পাশাপাশি ম্যাট শর্টকেও যোগ করা হতে পারে।