Jasprit Bumrah: জসপ্রীত বুমরা কি ব্যক্তিগত জীবনেও এত কিপ্টে? বিশ্বকাপের মাঝে উঠছে মজার প্রশ্ন…

Jun 23, 2024 | 12:51 AM

T20 World Cup 2024: এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জসপ্রীত বুমরার হাত দিয়ে রান গলছে না। যে কারণে বিশ্বকাপের মাঝে উঠেছে এক মজার প্রশ্ন। তা হল, জসপ্রীত বুমরা কি ব্যক্তিগত জীবনেও এত কিপ্টে?

Jasprit Bumrah: জসপ্রীত বুমরা কি ব্যক্তিগত জীবনেও এত কিপ্টে? বিশ্বকাপের মাঝে উঠছে মজার প্রশ্ন...
Jasprit Bumrah: জসপ্রীত বুমরা কি ব্যক্তিগত জীবনেও এত কিপ্টে? বিশ্বকাপের মাঝে উঠছে মজার প্রশ্ন...
Image Credit source: ICC

Follow Us

কলকাতা: বাইশ গজের পিচ ব্যাটিং প্যারাডাইস হোক বা বোলারদের স্বর্গরাজ্য জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) যখন নামেন, ঝড় তোলেন। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) জসপ্রীত বুমরা আরও বিধ্বংসী। এ বারের বিশ্বকাপে জসপ্রীত বুমরা আরও ভয়ঙ্কর। এ বারের বিশ্বকাপে জসপ্রীত বুমরার হাত দিয়ে রান গলছে না। যে কারণে বিশ্বকাপের মাঝে উঠেছে এক মজার প্রশ্ন। তা হল, জসপ্রীত বুমরা কি ব্যক্তিগত জীবনেও এত কিপ্টে? তাঁর চলতি টি-২০ বিশ্বকাপের পারফরম্যান্স দেখলে যে কেউ এমনটা বলতেই পারেন।

এ বারের বিশ্বকাপে এখনও অবধি জসপ্রীত বুমরার পারফরম্যান্স —

  • আয়ারল্যান্ডের বিরুদ্ধে জসপ্রীত বুমরা ৩ ওভার বল করেছিলেন। ১টি মেডেন সহ ৬ রান দিয়েছিলেন। তিনি ওই ম্যাচে নিয়েছিলেন ২টি উইকেট। আইরিশদের বিরুদ্ধে তাঁর বোলিংয়ে কোনও চার, ছয় আসেনি।
  • পাকিস্তানের বিরুদ্ধে জসপ্রীত বুমরা ৪ ওভার বল করেছিলেন। ১৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছিলেন। ওই ম্যাচে তাঁর বোলিংয়ে একটি চার এসেছিল।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪ ওভার বল করেছিলেন জসপ্রীত বুমরা। ২৫ রান দিয়েছিলেন জসপ্রীত বুমরা। কোনও উইকেট পাননি। ওই ম্যাচে তাঁর বোলিংয়ে একটি চার ও একটি ছয় এসেছিল।
  • আফগানিস্তানের বিরুদ্ধে ৪ ওভারে ১টি মেডেন সহ ৭ রান দিয়েছিলেন জসপ্রীত বুমরা। নিয়েছিলেন ৩টি উইকেট। ওই ম্যাচে তাঁর বোলিংয়ে একটি চার এসেছিল।

বাংলাদেশের বিরুদ্ধে ৪ ওভার বল করেছিলেন জসপ্রীত বুমরা। তিনি নিয়েছিলেন ২টি উইকেট। আর দিয়েছিলেন ১৩ রান। ওই ম্যাচে তাঁর বোলিংয়ে একটি চার এসেছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ এর নীচে ইকোনমিক রেট থাকা মানেই বিরাট ব্যাপার। সেখানে এ বারের বিশ্বকাপে এখনও অবধি ৫ ম্যাচে বুমরার পারফরম্যান্স ১৯-২-৬৫-১০। তাঁর ইকোনমিক রেট ৩.৪২।

এখনও অবধি ৫ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন। আর তাঁকে হজম করতে হয়েছে ৪টি চার ও ১টি ছয়। অ্যান্টিগায় ব্যাটারদের প্যারাডাইস বলা হলেও বুমরার কাছে ওই মাঠও যেন জলভাত। আটোসাঁটো বোলিং, রান কম খরচ করা দিন দিন অভ্যাসে পরিণত করেছেন বুমরা।

Next Article