Jasprit Bumrah: ব্যাটিং খারাপ করি না… চিপক টেস্টের মাঝে স্পনসর খুঁজছেন জসপ্রীত বুমরা!
India vs Bangladesh: বল হাতে জসপ্রীত বুমরা কী করতে পারেন, তা সকলের জানা। ব্যাটের হাতটাও কিন্তু খারাপ নয় তাঁর। এ বার চিপক টেস্টে ভারতের প্রথম ইনিংসে অবশ্য তিনি ভালো ব্যাটিং করতে পারেননি।
কলকাতা: জসপ্রীত বুমরা বিশ্বের অন্যতম সেরা পেসার। তাঁর সামনে বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যাটাররা খাবি খান। প্রতিপক্ষদের ত্রাস তিনি। চিপকে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর দাপুটে বোলিং দেখা গিয়েছে। নাজমুল হোসেন শান্তর দলের বিরুদ্ধে বুমরা (Jasprit Bumrah) ৪টি উইকেট নিয়েছেন। বল হাতে তিনি কী করতে পারেন, তা সকলের জানা। ব্যাটের হাতটাও কিন্তু খারাপ নয় তাঁর। এ বার চিপক টেস্টে (Test) ভারতের প্রথম ইনিংসে অবশ্য তিনি ভালো ব্যাটিং করতে পারেননি। ৭ রানে ফেরেন। তা নিয়ে তিনি ভাবছেন না। বরং অনেকের ভাবনায় উঠে এসেছে বুমরার ব্যাট। কারণ, তাঁর ব্যাটে নেই কোনও স্টিকার। তা হলে কি বুমরার কোনও স্পনসর নেই?
প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলার শেষে জসপ্রীত বুমরাকে সঞ্চালকরা প্রশ্ন করেন, আপনার ব্যাটে স্টিকার নেই, তা হলে এটা কি মেসেজ যে স্পনসর চাই? উত্তরে তিনি হেসে বলেন, ‘আমার স্পনসর চাই না। তবে আমি বেশ কিছু রান করেছি। ফলে কেউ যদি চায়, স্পনসর হতে ব্যাটের। এগিয়ে আসতেই পারে। আমার সঙ্গে যোগাযোগ করতেও পারে।’
শুধু বুমরার ব্যাট নিয়েই ম্যাচ শেষে আলোচনা হয়নি। অভিনব মুকুন্দ তাঁকে বলেন, ‘এক সময় নতুন প্রজন্ম যখনই আসত, ব্যাটারদের হিরো বানানো হত। এখন দিন বদলেছে। তোমার ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তোমার বোলিং দেখে অনেকেই সেটা রপ্ত করতে চায়। এই নিয়ে কী বলবে?’
এই প্রশ্নের উত্তরে বুমরা বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় কী হয়, আমিও জানি না। টেলিভিশনে দেখে আমি। এখন যখন দেখি, কেউ অ্যাকশন ট্রাই করছে , তাদের বরং আমি বলব এমনটা যেনা না করে। তবে কী বলা উচিত জানি না। নিজে কী করতে পারি সেদিকে নজর দিই। টিম হিসেবে সেরা পারফর্ম করতে চাই। দেশের হয়ে খেলতে পারি। এতেই খুশি। আমার এর বাইরে কিছু চাওয়ার নেই।’