Virat-Rohit: বিরাট-রোহিত কেন নেই দলীপে? জয় শাহ বললেন, ‘ওদের তো…’

Aug 15, 2024 | 4:48 PM

বোর্ডের ঘোষণা করা দলীপ ট্রফির স্কোয়াডে বিরাট কোহলি, রোহিত শর্মার নাম থাকার পর প্রশ্ন উঠেছে, যেখানে দেশের অন্য আন্তর্জাতিক ক্রিকেটাররা খেলবেন, সেখানে কেন নেই বিরাট-রোহিত। উত্তরে বিসিসিআই সেক্রেটারি যা বললেন...

Virat-Rohit: বিরাট-রোহিত কেন নেই দলীপে? জয় শাহ বললেন, ওদের তো...
Virat-Rohit: বিরাট-রোহিত কেন নেই দলীপে? জয় শাহ বললেন, 'ওদের তো...'

Follow Us

কলকাতা: দেশের একাধিক তারকা ক্রিকেটার এ বার দলীপ ট্রফিতে খেলবেন। ১৪ অগস্ট বোর্ডের পক্ষ থেকে দলীপের জন্য ৪টি স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এর আগে ভারতীয় ক্রিকেট মহলে শোনা গিয়েছিল, বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাও (Rohit Sharma) খেলবেন দলীপে। কিন্তু বোর্ডের ঘোষণা করা দলীপ ট্রফির স্কোয়াডে বিরাট-রোহিতের নাম থাকার পর প্রশ্ন উঠেছে, যেখানে দেশের অন্য আন্তর্জাতিক ক্রিকেটাররা খেলবেন, সেখানে কেন নেই বিরাট-রোহিত। উত্তরে বিসিসিআই সেক্রেটারি যা বললেন…

বিরাট কোহলি এবং রোহিত শর্মা কেন খেলছেন না দলীপ ট্রফিতে? এই প্রশ্ন যে বোর্ড সচিবের কাছে যাবে, তা বলার অপেক্ষা রাখে না। সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, আন্তর্জাতিক স্তরে খেলা তারকাদের ঘরোয়া ক্রিকেটে কেন খেলতে বলা হয়েছে? উত্তরে জয় শাহ বলেন, ‘আমরা এই বিষয়ে একটু কঠোর হয়েছি। রবীন্দ্র জাডেজা যখন চোট পেয়েছিল, সেই সময় আমি ওকে ফোন করেছিলাম। ঘরোয়া ক্রিকেটে খেলতে বলেছিলাম। এখন এটাই দস্তুর হয়েছে যে, যাঁরা চোট পেয়ে টিম থেকে ছিটকে যাবে, তাঁরা ঘরোয়া ক্রিকেটে নিজের ফিটনেস প্রমাণ করে আবার ভারতীয় টিমে ফিরতে পারবে। কিন্তু তার মানে এই নয় যে, বিরাট এবং রোহিতের মতো খেলোয়াড়কেও ঘরোয়া ক্রিকেটে খেলতে বলে ওদের বোঝা বাড়াতে হবে। ওদের চোট পাওয়ার ঝুঁকি রয়েছে।’

সেখানেই থেমে থাকেননি বিসিসিআই সচিব জয় শাহ। তিনি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদাহরণ টেনে নিয়ে বলেন, ‘ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে যদি দেখা হয়, নজরে পড়বে ওদের সেরা ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে খেলেন না। আমাদের প্লেয়ারদের সম্মান দিতে হবে। তাঁদের সঙ্গে চাকরের মতো আচরণ করলে চলবে না। যদি দলীপ ট্রফির স্কোয়াড দেখা হয়, নজরে পড়বে রোহিত ও বিরাট ছাড়া বাকিরা খেলবে। শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণও দলীপ ট্রফিতে খেলবে।’

Next Article