MS Dhoni: রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির বাড়িতে তল্লাশি! কী চলছে স্মৃতির জায়গায়?

Dec 24, 2024 | 4:38 PM

MS Dhoni's Ranchi home: তিনটি আইসিসি টুর্নামেন্ট জেতা ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এ বার বাড়ি নিয়ে প্রশ্নের মুখে! রাঁচিতে বিশাল ফার্ম হাউস রয়েছে মহেন্দ্র সিং ধোনির। সেখানে অনেক কিছুই রয়েছে। সেখানেই থাকেন ধোনি। আগে অবশ্য হার্মুর রোডে একটি বাড়িতে থাকতেন।

MS Dhoni: রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির বাড়িতে তল্লাশি! কী চলছে স্মৃতির জায়গায়?
Image Credit source: Getty Images

Follow Us

মহেন্দ্র সিং ধোনি। ভারতের প্রাক্তন ক্রিকেটার। জাতীয় দলের জার্সিতে প্রাক্তন হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও খেলেন। আগামী আইপিএলেও চেন্নাই সুপার কিংস জার্সিতেই দেখা যাবে ধোনিকে। তিনটি আইসিসি টুর্নামেন্ট জেতা ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এ বার বাড়ি নিয়ে প্রশ্নের মুখে! রাঁচিতে বিশাল ফার্ম হাউস রয়েছে মহেন্দ্র সিং ধোনির। সেখানে অনেক কিছুই রয়েছে। সেখানেই থাকেন ধোনি। আগে অবশ্য হার্মুর রোডে একটি বাড়িতে থাকতেন। রাজ্য হাউজিং বোর্ডের নজরে ধোনির সেই বাড়ি। মাহির বিরুদ্ধে অভিযোগ, সেই বাড়িকে ব্যবসায়িক কাজে ব্যবহার করছেন মহেন্দ্র সিং ধোনি। যা নিয়ম বিরুদ্ধ বলে দাবি হাউজিং বোর্ডের।

ঝাড়খণ্ড স্টেট হাউজিং বোর্ডের অভিযোগ, মহেন্দ্র সিং ধোনির পুরনো বাড়িটি রেসিডেন্সিয়াল প্রপার্টি। কোনও রেসিডেন্সিয়াল প্রপার্টিকে ব্যবসায়িক কারণে ব্যবহার করলে তা নিয়ম বিরুদ্ধ। সূত্রের খবর, ধোনি নিজের সেই পুরনো বাড়িতে একটি ডায়াগনস্টিক সেন্টার চালাচ্ছেন। সে কারণেই প্রশ্নের মুখে পড়েছেন ধোনি। তাঁর বাড়ি তল্লাশি করতে পারেন হাউজিং বোর্ডের কর্তারা। সেই ডায়াগনস্টিক সেন্টার কী উদ্দেশ্যে বানানো, সেটাকে ব্যবসায়িক কাজে ব্য়বহার করা হচ্ছে কি না, রেসিডেন্সিয়াল প্লটের নিয়ম ভঙ্গ হচ্ছে কি না, সব কিছু তদন্ত করে দেখবে।

এই খবরটিও পড়ুন

রিপোর্ট অনুযায়ী, হার্মুর রোডের সেই বাড়িতে ধোনি চিকিৎসাকেন্দ্র খুলেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, ধোনিকে বিশাল জমি দিয়েছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদিও সেই জমিতে বানানো বাড়িতে আর থাকেন না মাহি। পুরোটাই বিশেষ কাজে ব্যবহার করছেন। তবে সেটা ব্যবসায়িক স্বার্থে কি না, সেটা নিয়েই প্রশ্ন। এর মধ্যে অনেকে আবার রাজনৈতিক উদ্দেশ্যও খুঁজছেন!

Next Article