কলকাতা: ভারতীয় টিমে চলছে এখন গম্ভীর জমানা। শ্রীলঙ্কা সফরে টিম ইন্ডিয়ার (Team India) কোচ হিসেবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) অভিষেক হয়েছে। সেই সফরে কোচ গম্ভীর ফুল মার্কস পাননি। কারণ ভারত টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করলেও ওডিআই সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে। কিন্তু তা নিয়ে চিন্তা করার মতো কিছু হয়নি বলেই মনে করছেন প্রোটিয়া কিংবদন্তি জন্টি রোডস (Jonty Rhodes)। তাঁর কথায়, যে কোনও পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে একটু সময় লাগেই। তার পাশাপাশি ভারতের নতুন হেড কোচের বড় সিক্রেট ফাঁস করেছেন জন্টি রোডস। জানেন তা কী?
গৌতম গম্ভীরের সঙ্গে লখনউ সুপার জায়ান্টস টিমে কাজ করেছেন জন্টি রোডস। খুব কাছ থেকে জন্টি দেখেছেন গম্ভীরের কাজ ঠিক কেমন। তারই ভিত্তিতে প্রোটিয়া তারকার পর্যবেক্ষণ, ‘গৌতম গম্ভীর শুধু মাত্র শ্রেষ্ঠত্ব চায়। আমি বলতে চাইছি, ও চায় ওর টিম জিতুক। এমন ভাবনা ওর রেকর্ডের জন্য নয়। বা ওর নিজের অর্জনের জন্য নয়। আমি জানি ও অত্যন্ত আবেগপ্রবণ।’
ভারতীয় টিম গম্ভীরের অধীনে আরও শক্তিশালী হবে বলেই আশাবাদী রোডস। তিনি বলেন, ‘আমার মনে হয়, যেখানেই কোনও বদল হোক, তা ক্যাপ্টেন্সিতে বা কোচে বা টিম ম্যানেজমেন্টে, তার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য একটু সময় তো লাগবেই। তাই একবার সেট হয়ে গেলেই গম্ভীর কোচ হিসেবে দ্রুত সাফল্য পাবে। ভারতের শক্তি ও প্রতিভার বিষয়ে সকলের জানা। তাতে গৌতমের মতো কোচ থাকা মানে দল সমৃদ্ধ হওয়া। মাঠে ও মাঠের বাইরেও শ্রেষ্ঠত্বের খোঁজ করে ও। গম্ভীর কোনওদিন চাইবে না টিমের ক্রিকেটাররা এমন কিছু করবে যা ও নিজে কখনও করেনি।’