IND VS AUS: টি-টোয়েন্টি ‘স্পেশালিস্ট’কে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক!
Border-Gavaskar Trophy: ওয়ান ডে ফরম্যাটেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর স্ট্রাইকরেট ১০৫-র মতো। তাঁকে মূলত টি-টোয়েন্টি স্পেশালিস্টই ধরা হয়। ভারতের বিরুদ্ধে টেস্টে তাঁকে নামানোর ইঙ্গিত দিয়ে রাখলেন নির্বাচক প্রধান। সাদা বলের ক্রিকেটে ওপেন করলেও, টেস্টে তাঁকে সেই বিকল্প হিসেবে দেখা হচ্ছে না, সেটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে।
ভারত সিরিজের জন্য নানা পরিকল্পনা অস্ট্রেলিয়ার! তাদের মূল সমস্যা ওপেনিং স্লট। উসমান খোয়াজার সঙ্গী হিসেবে দেখা যেতে পারে ১৯ বছরের স্যাম কন্টাসকে। প্রথম শ্রেনির ক্রিকেটে সামান্য অভিজ্ঞতা। একেবারে আনকোড়া স্যাম কন্টাসকে ভারতের বিরুদ্ধে নামিয়ে দেওয়া ঝুঁকির, অনেকেই তা মনে করছেন। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অবশ্য বয়স কিংবা অভিজ্ঞতা নিয়ে চিন্তিত নন। তাঁর মন্তব্যের পর বলা যায়, বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার নতুন ওপেনার স্যাম কন্টাসই। অন্য দিকে, অস্ট্রেলিয়ার দল নির্বাচন কমিটির প্রধান জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হতে পারে জশ ইংলিশের।
টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম পরিচিত নাম জশ ইংলিশ। বিগ ব্যাশে অনবদ্য ব্যাটিং করেন। দেশের জার্সিতেও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইকরেট ১৬০-র উপর। দুটি সেঞ্চুরিও রয়েছে। তেমনই ওয়ান ডে ফরম্যাটেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর স্ট্রাইকরেট ১০৫-র মতো। তাঁকে মূলত টি-টোয়েন্টি স্পেশালিস্টই ধরা হয়। ভারতের বিরুদ্ধে টেস্টে তাঁকে নামানোর ইঙ্গিত দিয়ে রাখলেন নির্বাচক প্রধান। সাদা বলের ক্রিকেটে ওপেন করলেও, টেস্টে তাঁকে সেই বিকল্প হিসেবে দেখা হচ্ছে না, সেটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। কিপার হলেও তাঁকে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলানো হতে পারে।
এই খবরটিও পড়ুন
প্রথম শ্রেনির ক্রিকেটে অনবদ্য ছন্দে রয়েছে ইংলিশ। ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান তথা প্রাক্তন অজি ক্রিকেটার জর্জ বেইলি বলেন, ‘ও দুর্দান্ত ছন্দে রয়েছে। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঘরোয়া ক্রিকেটেও একই দাপট বজায় রাখা, দুর্দান্ত দিক। টেস্ট টিমেও প্রয়োজনে ওকে নামানো হতে পারে। ও আমাদের ভাবনায় রয়েছে।’ অস্ট্রেলিয়া টেস্ট টিমে কিপার ব্যাটার হিসেবে রয়েছেন অ্যালেক্স ক্যারি। তিনি এই ফরম্যাটে ভালো ফর্মেই রয়েছেন। ফলে জশ ইংলিশকে খেলানো হলেও সেটা শুধুমাত্র মিডল অর্ডার ব্যাটার হিসেবেই রাখা হতে পারে।