Maharaja Trophy 2024: বিরাটের নেতৃত্বে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েছিলেন, ক্যাপ্টেন করুণ মহারাজা ট্রফি জেতালেন মাইসোরকে

Sep 02, 2024 | 4:19 PM

Karun Nair: এ বারের মহারাজা টি-২০ ট্রফিতে অনবদ্য পারফর্ম করেছেন মাইসোর ওয়ারিয়র্সের (Mysore Warriors) ক্যাপ্টেন করুণ নায়ার। এই মরসুমে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারও মাইসোর ক্যাপ্টেন।

Maharaja Trophy 2024: বিরাটের নেতৃত্বে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েছিলেন, ক্যাপ্টেন করুণ মহারাজা ট্রফি জেতালেন মাইসোরকে
Maharaja Trophy 2024: বিরাটের নেতৃত্বে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েছিলেন, ক্যাপ্টেন করুণ মহারাজা ট্রফি জেতালেন মাইসোরকে
Image Credit source: @maharaja_t20

Follow Us

কলকাতা: করুণ নায়ার (Karun Nair) এর নেতৃত্বে এ বারের মহারাজা টি-২০ ট্রফি (Maharaja Trophy 2024) জিতল মাইসোর ওয়ারিয়র্স। বছর আটেক আগে ভারতীয় দলে পা রেখেছিলেন করুণ। টেস্টে ট্রিপল সেঞ্চুরির রেকর্ডও রয়েছে তাঁর। কিন্তু ওই কীর্তির পর বেশ কয়েকটি ম্যাচে ব্যর্থ হন। সেই সময় বিরাট কোহলি ছিলেন ভারতের ক্যাপ্টেন। এরপর দল থেকে বাদ পড়েন করুণ। আর জাতীয় দলে ফেরা হয়নি। সেই তিনি টেস্টে ফিরবেন আশাবাদী। এ বারের মহারাজা টি-২০ ট্রফিতে খেলার সময় এ কথা জানিয়েছিলেন তিনি। এ বার তাঁর নেতৃত্বে মাইসোর ওয়ারিয়র্স মহারাজা টি-২০ ট্রফি জেতায় ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে, তা হলে কি জাতীয় দলে ফিরবেন করুণ?

মহারাজা টি-২০ ট্রফির ফাইনালে করুণ-কার্তিক জুটির দাপট — ক্যাপ্টেন করুণ নায়ার ও এসইউ কার্তিক দু’জনের অর্ধশতরানে ভর করে মাইসোর তোলে ৪ উইকেটে ২০৭ রান। বেঙ্গালুরু টস জিতে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় মাইসোরকে। ওপেনার এসইউ কার্তিক ৪৪ বলে ৭১ রান করেন। করুণ ৪৫ বলে ৬৬ রান করেন। এ ছাড়াও মনোজ ভান্ডাগে ১৩ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস উপহার দেন।

বেঙ্গালুরুর বিরুদ্ধে ৭জনকে দিয়ে ফাইনালে বল করান মাইসোর ক্যাপ্টেন করুণ। ৩টি উইকেট নেন বিদ্যাধর পাটিল। ১টি করে উইকেট অজিত কার্তিক, ধনুষ গৌড়, কৃষ্ণাপ্পা গৌতম ও দীপক দেবদীগার। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬২ রান তুলে থামে বেঙ্গালুরু। যার ফলে ৪৫ রানে জয় মাইসোরের।

মহারাজা টি-২০ ট্রফির তৃতীয় মরসুমে সর্বাধিক রান সংগ্রহাকারী ব্যাটার হিসেবে অরেঞ্জ ক্যাপ পেয়েছেন করুণ নায়ার। তিনি ১২ ম্যাচে ৫৬০ রান করেন। অরেঞ্জ ক্যাপের মালিক হওয়ার পাশাপাশি এ বারের মহারাজা টি-২০ ট্রফির প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও পেয়েছেন করুণ।

Next Article