Gautam Gambhir: ঘরের মাঠে জয়ে ফিরতে কালীঘাটে পুজো দিলেন KKR মেন্টর গৌতম গম্ভীর

Apr 12, 2024 | 6:02 PM

KKR, IPL 2024: চলতি আইপিএলে (IPL) পর পর তিন ম্যাচ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আইয়ারের টিম চেন্নাই সুপার কিংসের কাছে হেরে ছেদ পড়েছে জয়ে। আবার টিমকে জয়ে ফেরাতে চান কেকেআর (KKR) মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এ বার তাই ঘরের মাঠে নাইটদের ম্যাচের আগে গৌতম গম্ভীর কালীঘাটে পুজো দিলেন।

Gautam Gambhir: ঘরের মাঠে জয়ে ফিরতে কালীঘাটে পুজো দিলেন KKR মেন্টর গৌতম গম্ভীর
Gautam Gambhir: ঘরের মাঠে জয়ে ফিরতে কালীঘাটে পুজো দিলেন KKR মেন্টর গৌতম গম্ভীর
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: জয়ের স্বাদ পেতে পেতে হঠাৎ হারের মুখ দেখলে প্রত্যেকের খারাপ লাগে। আর সেটাই স্বাভাবিক। চলতি আইপিএলে (IPL) পর পর তিন ম্যাচ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আইয়ারের টিম চেন্নাই সুপার কিংসের কাছে হেরে ছেদ পড়েছে জয়ে। আবার টিমকে জয়ে ফেরাতে চান কেকেআর (KKR) মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এ বার তাই ঘরের মাঠে নাইটদের ম্যাচের আগে গৌতম গম্ভীর কালীঘাটে পুজো দিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

কেকেআরের টিম হোটেলে বৃহস্পতিবার দলের সকল ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা ইদ উদযাপনে মেতেছিলেন। রিঙ্কু সিং, শ্রেয়স আইয়াররা কেকেআরের সমর্থকদের ইদের শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই ভিডিয়ো নাইটদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল। শুধু তাই নয়। এরপর রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, অনুকূল রায়, ভেঙ্কটেশ আইয়াররা কালীঘাটে মায়ের পুজো দিতেও গিয়েছিলেন। নাইট টিমের সোশ্যাল মিডিয়া সাইটে সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছিল।

আজ, শুক্রবার কেকেআরের সোশ্যাল মিডিয়া সাইটে গৌতম গম্ভীরের এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘জয় মা কালী।’ যেখানে দেখা গিয়েছে কালীঘাটে মায়ের পুজো দিয়েছেন গৌতম গম্ভীর। দলের জয়ের জন্য প্রার্থনা করেছেন, প্রসাদ খেয়েছেন। কেকেআর মেন্টর শুক্রবার সকাল ১১.৩০ মিনিটে কালীঘাটে পুজো দিয়েছেন।

এ বারের আইপিএলে ৪ ম্যাচে ৩টিতে জিতে পয়েন্ট টেবলের দুই নম্বরে রয়েছে কেকেআর। শ্রেয়স-রিঙ্কুদের টানা পাঁচটা ম্যাচ ইডেন গার্ডেন্সে। যদি ঘরের মাঠে একের পর এক ম্যাচ জিততে পারেন নাইটরা, তা হলে আবার শীর্ষে উঠে পড়বে কেকেআর। রবিবার লখনউয়ের বিরুদ্ধে ক্রিকেটের নন্দনকাননে আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ।

 

Next Article