ভারতীয় ক্রিকেটে রকস্টার কে? এই প্রশ্নে প্রথম উত্তর রবীন্দ্র জাডেজা। ভারতীয় পুরুষ দল, আইপিএলে চেন্নাই সুপার কিংস। রবীন্দ্র জাডেজাকেই রকস্টার বলা হয়ে থাকে। তেমনই ভারতের মহিলা ক্রিকেট টিমে জেমাইমা রডরিগজকে এই লিস্টে রাখা যায়। মাঠে সবসময়ই চনমনে। দুর্দান্ত ফিল্ডিং। ব্যাটিংয়েও তাই। আর এই দুই রকস্টারের ব্যতিক্রমী বিষয়, ড্রেসিংরুমও মাতিয়ে রাখেন। এই তালিকায় যেন নতুন একটা নাম যোগ হয়েছে। রিঙ্কু সিং।
কলকাতা নাইট রাইডার্স টিমের অন্যতম সেরা ফিল্ডার। কেকেআরে রয়েছেন দীর্ঘ সময়। কিন্তু গত মরসুমটা তাঁর কাছে কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে শেষ ওভারে টানা পাঁচ ছক্কা মেরে জেতানো। এ ছাড়াও বেশ কিছু কার্যকর ইনিংস খেলেছেন। কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা রিঙ্কু সিংকে এখন যেন মানুষের চেয়ে উচু স্তরে ভাবতে শুরু করেছেন। সুপারম্যান টাইপের কিছু। কেকেআর শিবিরে রিঙ্কু সিংকে যেন রকস্টার বলা যায়।
প্র্যাক্টিসের সময় সিরিয়াস মেজাজে, প্রতিটা শট খেলার সময় নিখুঁত হওয়ার চেষ্টা। আর বাকি সময়টা সকলকে মাতিয়ে রাখেন। ক্রিজে যেমন মেজাজের দিক থেকে ‘কুল’ প্র্যাক্টিসের বাইরেও তাই। এরকম একটা মুহূর্ত ধরা পড়েছে কেকেআরের প্র্যাক্টিস সেশনে। ক্লাব হাউসের দিকে বাউন্ডারি ভিতরে বসে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। তাঁর পাশেই কেকেআরের নতুন সই করানো প্লেয়ার অংক্রিশ রঘুবংশী। হঠাৎই রিঙ্কু সিং বলে উঠলেন, ‘ট্যালেন্ট হ্যায় ভাই।’ কাকে উদ্দেশ্য করে বলেছেন, তা অবশ্য বোঝা যায়নি। ভেঙ্কটেশ আইয়ার, অংক্রিশ কিংবা নিজের মনের কথাই নয়তো!
যাঁকেই বলে থাকুন, প্র্যাক্টিসে রিঙ্কুর নানা মজার দৃশ্যই যে ধরা পড়ছে, বলাই যায়। মানসিক ভাবে যতটা চাপমুক্ত থাকতে পারবেন, মাঠের পারফরম্যান্স ততটাই ভালো হবে। দুটি প্র্যাক্টিস ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। দুটোতেই ভরসা দিয়েছেন রিঙ্কু। এ বার অপেক্ষা সুপার শনিবারের। ইডেনে কেকেআরের আইপিএল অভিযান শুরু হচ্ছে সেদিনই।