DC vs KKR, IPL 2024: ভাইজ্যাগে শুরু থেকেই ঝড় তুলতে চায় নাইটরা, পন্থদের সামনে রানের পাহাড় রাখাই লক্ষ্য

Apr 03, 2024 | 7:23 PM

IPL 2024: আইপিএলের পয়েন্ট টেবলের দুইয়ে রয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। ভাইজ্যাগে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষস্থান দখল করতে চায় কেকেআর। জয়ের হ্যাটট্রিক এবং পয়েন্ট টেবলের মগডালে যদি পৌঁছে যায় নাইটরা, তা হলে কেকেআর শিবিরে ডাবল সেলিব্রেশন হবে।

DC vs KKR, IPL 2024: ভাইজ্যাগে শুরু থেকেই ঝড় তুলতে চায় নাইটরা, পন্থদের সামনে রানের পাহাড় রাখাই লক্ষ্য
DC vs KKR, IPL 2024: ভাইজ্যাগে শুরু থেকেই ঝড় তুলতে চায় নাইটরা, পন্থদের সামনে রানের পাহাড় রাখাই লক্ষ্য
Image Credit source: KKR

Follow Us

কলকাতা: টপার কে না হতে চায় বলুন তো? সে ক্লাসের টপার হোক বা আইপিএলের পয়েন্ট টেবলের টপার। প্রথম স্থানে থাকা বরাবরই বিশেষ হয়। এই মুহূর্তে আইপিএলের (IPL) পয়েন্ট টেবলের দুইয়ে রয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। ভাইজ্যাগে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসকে (DC) হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষস্থান দখল করতে চায় কেকেআর (KKR)। জয়ের হ্যাটট্রিক এবং পয়েন্ট টেবলের মগডালে যদি পৌঁছে যায় নাইটরা, তা হলে কেকেআর শিবিরে ডাবল সেলিব্রেশন হবে।

ভাইজ্যাগে এ বারের আইপিএলের দ্বিতীয় ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন নাইট নেতা শ্রেয়স আইয়ার। তিনি বলেন, ‘গত ম্যাচে উইকেটে অনেক পরিবর্তন হয়েছিল। তাই আজ আমরা প্রথমে ব্যাটিং করতে চাই।’ সুনীল নারিন পাওয়ার প্লে-তে গত ম্যাচে যে ধামাকা দেখিয়েছেন, ঠিক তার পুনরাবৃত্তি দিল্লির বিরুদ্ধেও দেখতে চান নাইট নেতা। তিনি জানিয়েছেন, নারিন তাঁর ভূমিকা সম্পর্কে অবগত।

টসের পর ঋষভ পন্থ জানান, তিনিও ব্যাটিং বাছতেন। তবে রান তাড়া করার ক্ষেত্রেও সমস্যা হবে বলে তাঁর মনে হয় না। প্রথম ২টো ম্যাচের টিম কম্বিনেশন নিয়ে ভাবতে চায় না দিল্লি শিবির। এমনটাই জানিয়েছেন পন্থ। গত ম্যাচে বোলারদের পারফরম্যান্সের জন্য প্রশংসা করেছেন দিল্লির নেতা। এই ম্যাচেই ঠিক তেমনই পারফরম্যান্স চাইছেন পন্থ।

কেকেআর ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল শুরু করেছিল। এরপর চিন্নাস্বামীতে আরসিবিকে হারিয়ে বিশাখাপত্তনমে এসেছেন নাইটরা। আর পঞ্জাব ও রাজস্থানের কাছে হেরে ভাইজ্যাগে পৌঁছে শেষ ম্যাচ সিএসকের বিরুদ্ধে জিতেছে দিল্লি ক্যাপিটালস। ফলে দুই দলই আজ রাতে ২ পয়েন্টের লক্ষ্যে ঝাঁপাবে। জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য পন্থ-শ্রেয়সদের। এ বার দেখার শেষ অবধি ভাইজ্যাগে হাসি ফোটে কাদের মুখে।

দিল্লি ক্যাপিটালস একাদশ – পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল মার্শ, ত্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, সুমিত কুমার, রশিখ সালাম, অনরিখ নর্টজে, ঈশান্ত শর্মা ও খলিল আহমেদ।

ইমপ্যাক্ট পরিবর্ত – অভিষেক পোড়েল, জ্যাক ফ্রেসার, প্রবীন দুবে, কুমার কুশাগ্র ও ললিত যাদব।

কলকাতা নাইট রাইডার্স একাদশ – ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অংক্রিশ রঘুবংশী, রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।

ইমপ্যাক্ট পরিবর্ত- সূয়াশ শর্মা, অনুকূল রায়, মণীশ পান্ডে, বৈভব অরোরা, রহমানউল্লাহ গুরবাজ।

Next Article