IPL 2025, LSG: লোকেশ রাহুল কি থাকছেন? লখনউ সুপার জায়ান্টস কর্ণধার যা বলছেন…
Sanjiv Goenka on KL Rahul: আদৌ কি লখনউ সুপার জায়ান্টসে থাকবেন ক্যাপ্টেন রাহুল? সদ্য কলকাতায় এসে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মিটিং করেছেন লোকেশ রাহুল। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কী কথা হল তাঁদের! লোকেশ রাহুল আগামী বছর থাকবেন কিনা, এই নিয়ে মুখ খুললেন কর্ণধার সঞ্জাব গোয়েঙ্কা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০২২ সালে আত্মপ্রকাশ লখনউ সুপার জায়ান্টসের। প্রথম প্লেয়ার হিসেবে সই করানো হয় লোকেশ রাহুলকে। তিনিই ক্য়াপ্টেন। ১ নম্বর লেখা ক্য়াপের স্বপ্নপূরণ হয় লোকেশ রাহুলের। প্রথম দু-মরসুমেই প্লে-অফে জায়গা করে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। গত মরসুমে অবশ্য পারফরম্যান্সে নয়, অন্য কারণে শিরোনামে এসেছে লখনউ। সানরাইজার্স হায়দরাবাদের কাছে লজ্জাজনক হারের পর প্রকাশ্যেই লোকেশ রাহুলকে ভর্ৎসনা করতে দেখা যায় কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে হইচই পড়ে যায়। জাতীয় দলের ক্রিকেটারকে এ ভাবে প্রকাশ্য়ে হেনস্থা কতটা ঠিক, এই প্রশ্নই ওঠে। পরবর্তীতে তাঁরা সব ‘মিটমাট’ করে নেন। যদিও দীর্ঘ জল্পনা, আদৌ কি লখনউ সুপার জায়ান্টসে থাকবেন ক্যাপ্টেন রাহুল? সদ্য কলকাতায় এসে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মিটিং করেছেন লোকেশ রাহুল। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কী কথা হল তাঁদের! লোকেশ রাহুল আগামী বছর থাকবেন কিনা, এই নিয়ে মুখ খুললেন কর্ণধার সঞ্জাব গোয়েঙ্কা।
লোকেশ রাহুলকে আগামী মরসুমে লখনউতে থাকবেন কিনা এ প্রসঙ্গে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলছেন, ‘গত তিন ধরেই ওর সঙ্গে আমার আলোচনা হয়েছে। তবে এই মিটিংটা এত ঝড় তুলবে এটা দেখে আশ্চর্য লাগছে। আগেও বলেছি, এখনও অবধি আমরা কোনও সিদ্ধান্তে আসিনি। যতক্ষণ না রিটেনশনের নিয়ম জানতে পারছি, কী করে সিদ্ধান্ত নিই!’ লোকেশের থাকা না থাকা নিশ্চিত না করলেও প্রশংসায় ভরিয়ে দেন।
সঞ্জীব গোয়েঙ্কা বলছেন, ‘রাহুল আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ। লখনউ সুপার জায়ান্টসের আত্মপ্রকাশের পর থেকেই ও এই পরিবারের সদস্য। ও একটা বড় ভূমিকা পালন করে। ও পরিবারের মতোই এবং তাই থাকবে।’ রিটেনশন প্রসঙ্গে বলেন, ‘আমাদের হাতে এখনও সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পড়ে রয়েছে। টিমের বিষয়ে এখনও কিছু ভাবিনি। আসলে আমাদের কাছে এখনও অবধি বার্তাটা পরিষ্কার নয় যে, ঠিক কতজন প্লেয়ার রিটেন করা যাবে।’
আইপিএল ফ্র্যাঞ্চাইজি কর্ণধাররা কয়েক সপ্তাহ আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসেছিল। নিজেদের আর্জি, অনুরোধ রেখেছেন। বিভিন্ন বিষয়েই আলোচনা হয়েছে। গভর্নিং কাউন্সিলের তরফে এখনও আগামী আইপিএলের নিয়ম নিয়ে জানানো হয়নি।