India vs South Africa: কেএল রাহুলের সেঞ্চুরিতে বক্সিং ডে টেস্টের প্রথম দিনই চালকের আসনে ভারত

India Tour of South Africa: গত ২৯ বছরের ইতিহাসে প্রোটিয়াদের দেশে একটাও টেস্ট সিরিজ না জেতার ক্ষত রয়েছে। তবে বক্সিং ডে টেস্টের (Boxing Day Test) প্রথম দিন থেকেই তাতে প্রলেপ লাগানোর চেষ্টা শুরু করে দিল টিম ইন্ডিয়া।

India vs South Africa: কেএল রাহুলের সেঞ্চুরিতে বক্সিং ডে টেস্টের প্রথম দিনই চালকের আসনে ভারত
India vs South Africa: কেএল রাহুলের সেঞ্চুরিতে বক্সিং ডে টেস্টের প্রথম দিনই চালকের আসনে ভারত
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2021 | 10:17 PM

ভারত ২৭২-৩ (৯০ ওভার) (প্রথম দিন)

সেঞ্চুরিয়ন: এ বারের দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে টেস্ট সিরিজ জয়ের খরা কাটাতে চায় বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India)। গত ২৯ বছরের ইতিহাসে প্রোটিয়াদের দেশে একটাও টেস্ট সিরিজ না জেতার ক্ষত রয়েছে। তবে বক্সিং ডে টেস্টের (Boxing Day Test) প্রথম দিন থেকেই তাতে প্রলেপ লাগানোর চেষ্টা শুরু করে দিল টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টে টসে জিতেছিলেন বিরাট কোহলি। এবং টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভিকে। এ দিন টসে জিতে প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে টপকে গেলেন ভিকে। অধিনায়ক হিসেবে ২৯ বার টেস্টে টসে জিতেছিলেন। আজ সেঞ্চুরিয়নে বিরাট ৬৮তম টেস্টে নেমে ৩০ বার টসে জিতলেন।

টসে জিতে দুরন্ত শুরু করেন ভারতের ওপেনিং জুটি। মায়াঙ্ক-রাহুল জুটিতে স্কোরবোর্ডে ১১৭ রান তোলেন। টিম ইন্ডিয়ার ওপেনিং জুটিকে ভাঙতে রীতিমতো বেগ পেতে হয় রাবাডা-এনগিডিদের। তবে এই সময় প্রোটিয়াদের প্রথম উইকেট এনে দেন লুনগি এনগিডি। ৬০ রান করে এনগিডির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মায়াঙ্ক। তিনি ফিরতেই মাঠে নামেন চেতেশ্বর পূজারা। তবে ব্যাট হাতে প্রথম বলেই ডাক হয়ে ফেরেন তিনি। এক ওভারে জোড়া উইকেট এনে দেন এনগিডি।

এরপর রাহুলকে সঙ্গ দিতে আসেন ক্যাপ্টেন কোহলি। তবে এ দিনও বিরাট বড় রান করতে ব্যর্থ। ৩৫ রান করে সাজঘরে ফেরেন কোহলি। এনগিডির বলে আউট হন বিরাট। পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন অজিঙ্কা রাহানে। ফর্মে না থাকা রাহানের দিকে বিশেষ নজর ছিল। লোকেশ রাহুলের সঙ্গে এ বার জুটি বাঁধেন রাহানে। রাহানেকে পাশে পেয়ে প্রথম টেস্টের প্রথম দিন সেঞ্চুরিয়নে সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন বিরাটের ডেপুটি। রাহুল-রাহানে জুটিতে ১৩১ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন প্রথম দিন। দিনের শেষে ৮১ বলে ৪০ রানে অপরাজিত রয়েছেন রাহানে। ২৪৮ বল খেলে ১২২ রানে অপরাজিত রয়েছেন কেএল রাহুল।

প্রোটিয়াদের হয়ে প্রথম দিন তিনটি উইকেটই নিয়েছেন লুনগি এনগিডি। বিনিময়ে দিয়েছেন ১৭ ওভারে ৪৫ রান। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রোটিয়াদের দেশে এসেছেন বিরাট কোহলিরা। তবে দক্ষিণ আফ্রিকায় গত ২৯ বছরে একটাও টেস্ট সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া। সেই টেস্ট সিরিজ জয়ের খরা কাটাতেই এ বার মরিয়া বিরাটব্রিগেড। সিরিজ জিতে দেশে ফেরাই লক্ষ্য দ্রাবিড়ের দলের।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ২৭২-৩ (কেএল রাহুল ১২২*, মায়াঙ্ক আগরওয়াল ৬০, লুনগি এনগিডি ৪৫-৩)