AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: ম্যাঞ্চেস্টারে নামার আগে বড় ধাক্কা, দুই পেসার ছিটকেই গেলেন দল থেকে!

India vs England 4th Test: সিরিজ ১-১ করার পর চনমনে দেখিয়েছিল নতুন ভারতকে। লর্ডস টেস্টে আবার হেরে বিপাকে পড়েছে ভারতীয় দল। ম্যাঞ্চেস্টার টেস্টে নেমে পড়ার আগে ভারত যে চাপে পড়ে গেল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Indian Cricket: ম্যাঞ্চেস্টারে নামার আগে বড় ধাক্কা, দুই পেসার ছিটকেই গেলেন দল থেকে!
Image Credit: PTI
| Edited By: | Updated on: Jul 21, 2025 | 1:32 PM
Share

কলকাতা: ম্যাঞ্চেস্টার টেস্টের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। আশঙ্কা ছিল দু’জনকে নিয়ে। তাঁরা ছিটকেই যাবেন, তা ভাবা যায়নি। একজনকে ম্যাঞ্চেস্টার টেস্টে পাওয়া যাবে না। আর একজন বাকি সিরিজে নেই। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে দারুণ ঘুরে দাঁড়িয়েছিল শুভমন গিলের দল। সিরিজ ১-১ করার পর চনমনে দেখিয়েছিল নতুন ভারতকে। লর্ডস টেস্টে আবার হেরে বিপাকে পড়েছে ভারতীয় দল। ম্যাঞ্চেস্টার টেস্টে নেমে পড়ার আগে ভারত যে চাপে পড়ে গেল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এই চাপ মাথায় নিয়ে কীভাবে ঘুরে দাঁড়ায় দল, দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট মহল।

দুই না, আসলে তিন ক্রিকেটারকে নিয়ে যত চাপ। প্রথম জন ভারতের ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ। লর্ডস টেস্টে চোট পাওয়ায় তাঁকে আর কিপিং করতে দেখা যায়নি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পন্থ লর্ডস টেস্ট খেলবেন। কিপিং করবেন কিনা, সেটা অবশ্য নিশ্চিত নয়। অন্য দুই ক্রিকেটারের একজন নীতীশ রেড্ডি। পেসার অলরাউন্ডারের বাঁ হাঁটুতে চোট লেগেছিল। যা পরিস্থিতি, তাতে বাকি সিরিজে আর খেলতে পারবেন না। তাঁকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। বোর্ডের তরফে এক বার্তায় জানানো হয়েছে, বাকি দুটো টেস্টে নীতীশ রেড্ডিকে পাওয়া যাবে না। দেশে ফিরে যাচ্ছেন তিনি। দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, এই টিমমেটরা এটাই চাইছেন।

নীতীশের পাশাপাশি বড় ধাক্কা অর্শদীপ সিংকে নিয়ে। বাঁ হাতি পেসার নেটে বল করার সময় বোলিং হ্যান্ডেই চোট পেয়েছেন। ম্যাঞ্চেস্টার টেস্টে এই অর্শদীপকে খেলানোর কথা ভাবা হচ্ছিল। কিন্তু আচমকা চোট কিছুটা হলেও মুশকিলে ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। বোর্ডের তরফেই জানানো হয়েছে, চতুর্থ টেস্টে পাওয়া যাবে না অর্শদীপকে। তাঁর বাঁ হাতে সেলাই পড়েছে। ফলে অভিষেক হলেও পঞ্চম টেস্ট ছাড়া উপায় নেই।

দুই পেসারের চোট ও ছিটকে যাওয়ার গল্পে একটাই প্রশ্ন থেকে যাচ্ছে, জসপ্রীত বুমরাকে খেলানো ছাড়া আর কোনও উপায় আছে ভারতের সামনে? সিরিজ শুরুর আগেই বলা হয়েছিল, পাঁচ টেস্টে সিরিজে বুমরাকে তিনটে টেস্টে খেলানো হবে। অর্থাৎ পর পর টেস্ট খেলানোর ঝক্কি বা ঝুঁকি বুমরার ক্ষেত্রে কোনওটাই নিতে নারাজ কোচ গৌতম গম্ভীর। কিন্তু পরিস্থিতি যখন জটিল, তখন কি বুমরাকে ম্যাঞ্চেস্টারে খেলানো হবে?