Pakistan vs Australia Test Series: রাওয়ালপিন্ডির পর করাচির পিচ নিয়ে বিতর্ক তুলে দিলেন কোন পাক কিংবদন্তি?

দ্বিতীয় টেস্টে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছে ৫৫৬-৯। পাল্টা ব্যাট করতে নেমে পাকিস্তান ধুঁকলেও পিচ বিতর্ক কমছে না। খোদ ওয়াসিম আক্রম (Wasim Akram) এ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।

Pakistan vs Australia Test Series: রাওয়ালপিন্ডির পর করাচির পিচ নিয়ে বিতর্ক তুলে দিলেন কোন পাক কিংবদন্তি?
Pakistan vs Australia Test Series: রাওয়ালপিন্ডির পর করাচির পিচ নিয়ে বিতর্ক তুলে দিলেন কোন পাক কিংবদন্তি?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 14, 2022 | 4:22 PM

করাচি: ‘প্রাণহীন’ রাওয়ালপিন্ডির পিচ নিয়ে তীব্র বিতর্ক দেখা গিয়েছিল ক’দিন আগেই। পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের (Pakistan vs Australia) প্রথম টেস্টে প্রভূত রান উঠেছিল। প্রত্যাশা মতোই তা ড্র হয়ে গিয়েছিল। ওই পিচ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন অনেকেই। আইসিসিও (ICC) যা নিয়ে একেবারেই খুশি ছিল না। লো রেটিং দিয়েছিল রাওয়ালপিন্ডির পিচকে। আইসিসির নিয়ম অনুযায়ী, যে দেশের মাটিতেই টেস্ট সিরিজ হোক না কেন, তাদের পিচ বানানোর ক্ষেত্রে ন্যূনতম কিছু শর্তপূরণ করতে হবে। আর সেই গাইডলাইন মানলে, পিচ হতে হবে স্পোর্টিং। যে বাইশগজ থেকে ব্যাটার ও বোলাররা সমান সাহায্য পাবেন। রাওয়ালপিন্ডিতে তা হয়নি। বোলারদের বধ্যভূমি ছিল ওই পিচ। যে কারণে ব্যাটাররাই রাজত্ব করেছেন। সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে করাচিতেও। দ্বিতীয় টেস্টে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছে ৫৫৬-৯। পাল্টা ব্যাট করতে নেমে পাকিস্তান ধুঁকলেও পিচ বিতর্ক কমছে না। খোদ ওয়াসিম আক্রম (Wasim Akram) এ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।

এক অনুষ্ঠানে পাকিস্তানের কিংবদন্তি পেসার বলেছেন, ‘আমাদের সময় ক্যাপ্টেন কেমন পিচ চাইছে, তার উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হত। দুটো টেস্ট ম্যাচ আমি দেখার চেষ্টা করেছিলাম। কিন্তু পারিনি। প্রাক্তন পেসার হিসেবে প্রথম টেস্টের দ্বিতীয় ডেলিভারি হওয়ার পরই আমি বুঝে গিয়েছিলাম, এই ম্যাচ ড্র হতে চলেছে। ওয়েস্ট ইন্ডিজের মতো টিমের বিরুদ্ধে খেলার সময় আমাদের ক্যাপ্টেন ইমরান খান কিন্তু স্লো পিচ চাইত।’

কেন স্পোর্টিং উইকেটের পক্ষে সওয়াল করে আইসিসি? টি-টোয়েন্টির যুগে যাতে টেস্টের মতো ধ্রুপদী ক্রিকেট যেন একই রকম প্রাসঙ্গিক থাকে। যাতে নতুন প্রজন্মকে টেস্টের প্রতি আগ্রহী করে তোলা যায়। যে কারণে ড্রয়ের থেকে বেশি এখন টেস্টে ফয়সালাই দেখতে চায় আইসিসি। পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে সে সম্ভাবনা কম দেখা যাচ্ছে।

বিতর্কে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা বলছেন, ‘পাকিস্তানের পিচ নতুন করে ঢেলে সাজাতে হবে। কিন্তু নতুন কমিটি দায়িত্ব নিয়েছে সেপ্টেম্বরে। তাই সময় মেলেনি। অফ-সিজনে অস্ট্রেলিয়া থেকে মাটি নিয়ে এসে পিচ বানানোর চেষ্টা করা হবে।’

আরও পড়ুন: IPL 2022: ২৬ বিদেশি নেই শুরুতে, তীব্র চাপে কেকেআর থেকে আরসিবি

আরও পড়ুন: IPL 2022: ধোনি বা বিরাট নন, আইপিএলে নিজের ক্যাপ্টেন্সি স্টাইল দেখাতে চান কে?

আরও পড়ুন: IND vs SL 2nd Test Day 3 Live: চা বিরতিতে শ্রীলঙ্কা ১৫১/৪, জয় থেকে ছয় উইকেট দূরে টিম ইন্ডিয়া