IPL 2021: আর হার চায় না কেকেআর, আরব দেশে বিরাট-এবিডিদের আটকানোর চ্যালেঞ্জ আজ

প্রথম পর্বের আইপিএলে (IPL) যে জায়গায় রয়েছে নাইটরা সেদিকে চোখ পড়লে কেকেআর (KKR) সমর্থকরা হতাশ না হয়ে থাকতে পারবেন না। তবে আবর দেশে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিয়েছেন কেকেআর ক্যাপ্টেন।

IPL 2021: আর হার চায় না কেকেআর, আরব দেশে বিরাট-এবিডিদের আটকানোর চ্যালেঞ্জ আজ
আবু ধাবিতে মুখোমুখি বিরাট-মর্গ্যান (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2021 | 8:53 AM

আবু ধাবি: দেশের মাঠে আইপিএলের (IPL) প্রথম পর্বটাকে অতীত হিসেবে দেখছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। পুরনো কথা না ভেবে মরুশহরে নতুন সফরে নামতে তৈরি ইওন মর্গ্যানরা। প্রথম পর্বের আইপিএলে যে জায়গায় রয়েছে নাইটরা সেদিকে চোখ পড়লে কেকেআর সমর্থকরা হতাশ না হয়ে থাকতে পারবেন না। তবে আবর দেশে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিয়েছেন ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক। তবে আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে তারা কঠিন প্রতিপক্ষকে পাচ্ছে। আজ, আবু ধাবিতে মর্গ্যানদের প্রতিপক্ষ বিরাট কোহলির আরসিবি (RCB)। যারা প্রথম পর্বে যথেষ্ট ভালো ফর্মে ছিল। এরই মধ্য গতকাল রাতে কোহলি ঘোষণা করেছেন এই মরসুমের পর তিনি আর আরসিবির অধিনায়কের দায়িত্ব সামলাবেন না। ফলে ক্যাপ্টেন হিসেবে শেষ বার ও দলকে প্রথম বার চ্যাম্পিয়ন করার জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপাবে ভিকে।

কেকেআরকে (KKR) তাতাতে শাহরুখ খান আরব দেশে উপস্থিত না থাকতে পারলেও যোগাযোগ রাখছেন ভিডিও কলের মাধ্যমে। মরুশহরে প্রথম ম্যাচের আগে দলকে বিশেষ বার্তাও দিয়েছেন কিং খান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে ম্যাচের আগের দিন এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে মর্গ্যান বলেছেন, ‘‘আমরা আর পিছন ফিরে তাকাতে চাই না। দলের প্রত্যেকে আগামী সাতটি ম্যাচে ভাল খেলার জন্য মরিয়া হয়ে উঠেছে। সবার মধ্যে জেতার খিদে কিন্তু লক্ষ্য করতে পারছি। আমাদের প্রথম পর্বের সাত ম্যাচের প্রভাব আর কারও মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না।’’

তিনি আরও যোগ করেন, “আমাদের ভালো পারফর্ম করার একটি উপায় খুঁজে বের করতে হবে এবং দলের প্রত্যেকেই ও আমাদের ভক্তরা জানেন যে এই পর্বটা খুব উত্তেজনাপূর্ণ হতে চলেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের আর হারানোর কোনও ভয় নেই। প্রত্যেকে নিজেদের সেরাটা দেওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে। ম্যাচের ফল নিয়ে আমরা কেউ ভাবছি না।”

টুর্নামেন্টে ফিরে আসতে পেরে খুশি মর্গ্যান। তাঁর কথায়, “আমি ভীষণ আনন্দিত এই টুর্নামেন্টটা আবার শুরু হয়েছে বলে। আবু ধাবিতে আমরা সবাই একসঙ্গে জড়ো হয়েছি। ছেলেদের দেখে মনে হচ্ছে সবাই জেতার জন্য ক্ষুধার্ত। তাঁরা দলকে ভালো দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”

প্রথম পর্বে তো নাইটরা প্রচুর ঝটকা দেখেছেন। তবে দ্বিতীয় পর্বে কেকেআরের একটা বড় ঝটকা হল অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্যাট কামিন্সের না থাকাটা। তিনি ব্যাটে-বলে দলকে বড় ভরসা জোগাতেন। কামিন্সের বদলি হিসেবে কেকেআর দলে নিয়েছে নিউজিল্যান্ডের টিম সাউদিকে। তাঁর ব্যাপারে মর্গ্যান বলেন, “টিম সাউদি একজন দুর্দান্ত আন্তর্জাতিক ক্রিকেটার, যিনি আইপিএলে দীর্ঘদিন খেলেছে। ওর অভিজ্ঞতা প্রত্যেক দলের কাছেই বড় সম্পদ। ও পুরোপুরি ফিট হয়ে উঠেছে। আশা করছি দলকে এগিয়ে নিয়ে যেতে ও সাহায্য করবে।”

নাইট সংসারে শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, বরুণ চক্রবর্তীর মতো তরুণ ক্রিকেটাররা আছেন। কেকেআরকে আরব দেশের সবকটা ম্যাচে জিততে হলে প্রত্যেককে নিজের সেরাটা দিতে হবে।

আরও পড়ুন: IPL 2021 KKR vs RCB Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর