কলকাতা: অপেক্ষার মাত্র ৯টা দিন। তারপরই দলীপ ট্রফির (Duleep Trophy 2024) ঢাকে কাঠি পড়বে। ৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের এই টুর্মামেন্ট। দেশের একঝাঁক ক্রিকেটারদের সেখানে অ্যাকশনে দেখা যাবে। এ বার দলীপের বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক স্তরে খেলা একাধিক ভারতীয় ক্রিকেটার। কাকে ছেড়ে কাকে দেখবেন, বোঝা কঠিন। ঋষভ পন্থ, লোকেশ রাহুল, শুভমন গিল, রবীন্দ্র জাডেজা, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণের মতো ভারতীয় তারকা ক্রিকেটারদের দলীপে দেখা যাবে। তাঁদের পাশাপাশি দলীপে খেলতে দেখা যাবে ভারতের একাধিক আনক্যাপড প্লেয়ারদেরও। এক ঝলকে দেখে নিন কোন ৫ আনক্যাপড ক্রিকেটারের দিকে এ বারের দলীপে বিশেষ নজর থাকবে।
রইল ৫ আনক্যাপড ক্রিকেটারদের তালিকা, যাঁরা আসন্ন দলীপ ট্রফিতে নজরে থাকবেন—
১. অভিমন্যু ঈশ্বরণ – বাংলার ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ দলীপ ট্রফিতে ইন্ডিয়া-বি টিমের ক্যাপ্টেন। ২৮ বছরের অভিমন্যু ৯৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৭ হাজারের বেশি রান করেছেন। দলীপের প্রথম রাউন্ডের ম্যাচগুলিতে ভালো পারফর্ম করতে পারলে অভিমন্যুর জন্য ভারতীয় টিমের ব্যাক আপ ওপেনারের দরজা খুলে যেতে পারে।
২. হর্ষিত রানা – ১৭তম আইপিএলে কেকেআরের হয়ে ভালো বোলিং করে নজর কেড়ে নিয়েছিলেন হর্ষিত রানা। এরপর তিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে প্রথম ডাক পান। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজেও ডাক পেয়েছিলেন তিনি। যদিও খেলার সুযোগ পাননি। কিন্তু ২২ বছরের এই পেসারের দিকে আসন্ন দলীপে বিশেষ নজর থাকবে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ইন্ডিয়া-ডি টিমের সদস্য হর্ষিত রানা। এখনও অবধি ৭টি প্রথম শ্রেণির ম্যাচে ২৮টি উইকেট তুলেছেন রানা।
৩. নীতীশ কুমার রেড্ডি – ২০২৪ সালের আইপিএলে ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ারের পুরস্কার পেয়েছেন নীতীশ কুমার রেড্ডি। বাঁ-হাতি তরুণ ব্যাটার যিনি আবার মিডিয়াম পেস বোলারও। দলীপে নীতীশ যদি ভারতীয় নির্বাচকদের নজরে পড়েন, তা হলে জাতীয় দলের দরজা তাঁর জন্য খুলে যেতে পারে।
৪. মুশির খান – ভারতীয় ক্রিকেটার সরফরাজ খানের ভাই মুশির খান। দেশের জার্সিতে অনূর্ধ্ব-১৯ স্তরে খেলেছেন তিনি। কিন্তু সিনিয়র টিমে তাঁর এন্ট্রি হয়নি। মুম্বইয়ের ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত নাম মুশির। ১৯ বছর বয়সী ডান-হাতি ব্যাটার মুশির এখনও অবধি ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এ বার তিনি দলীপে ইন্ডিয়া-বি টিমের সদস্য।
৫. যশ দয়াল – বাঁ-হাতি পেসার যশ দয়ালের দিকে এ বারের দলীপে বিশেষ নজর থাকবে। ২৬ বছরের যশ ২৩টি প্রথম শ্রেণির ম্যাচে এখনও অবধি ৭২টি উইকেট নিয়েছেন। গত আইপিএলে আরসিবির হয়ে ভালো পারফর্ম করেছিলেন যশ। দলীপে ধারাবাহিকতা দেখাতে পারলে, ভারতীয় টিমের লাল-বলের ক্রিকেটে তিনিও ডাক পেতে পারেন।