Manav Suthar: ধৈর্য, বিপক্ষের থেকে শিক্ষা… দলীপে এক ইনিংসে ৭ উইকেটের রহস্য ফাঁস মানব সুতারের

Duleep Trophy 2024: দলীপে ইন্ডিয়া-ডি টিমের প্রথম ইনিংসে ৭ ওভার বল করে ২টি মেডেন সহ ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন মানব সুতার। কিন্তু তাঁর দ্বিতীয় ইনিংসের বোলিং নিয়ে বেশি আলোচনা চলছে। কারণ একাই যে তিনি নিয়েছেন সাত-সাতটি উইকেট।

Manav Suthar: ধৈর্য, বিপক্ষের থেকে শিক্ষা... দলীপে এক ইনিংসে ৭ উইকেটের রহস্য ফাঁস মানব সুতারের
Manav Suthar: ধৈর্য, বিপক্ষের থেকে শিক্ষা... দলীপে এক ইনিংসে ৭ উইকেটের রহস্য ফাঁস মানব সুতারেরImage Credit source: X
Follow Us:
| Updated on: Sep 08, 2024 | 6:12 PM

কলকাতা: দলীপ ট্রফির (Duleep Trophy 2024) প্রথম রাউন্ডের ম্যাচের পর থেকে মানব সুতারকে (Manav Suthar) নিয়ে খোঁজ শুরু হয়েছে। কিন্তু কেন? ভারত-সি দলের হয়ে মানব যে মোট ৮ উইকেট নিয়েছেন এক ম্যাচে। তার মধ্যে এক ইনিংসে নেন ৭ উইকেট। শ্রেয়স আইয়ারের দলের বিরুদ্ধে দলীপের ম্যাচে সেরার পুরস্কারও তিনি পেয়েছেন। মানবের স্পিন নিয়ে তাই বিস্তর আলোচনা হচ্ছে। আর এই সাফল্য নিয়ে কী বলছেন বছর ২২ এর তরুণ তুর্কি?

দলীপে এক ইনিংসে ৭ উইকেট নিয়ে হইচই ফেলে দেওয়া রাজস্থানের ছেলে মানব সুতার বলেন, ‘শুরুতে যেমন বোলিং করি, সেভাবেই করেছি। ধীরে ধীরে বুঝতে পারি কোনটা সঠিক লেন্থ। একইসঙ্গে প্রতিপক্ষদের বোলিংও দেখা যায়। ওরা কী ভাবে গতি পরিবর্তন করছে। সেটাও অনেকটা সাহায্য করে।’

ইন্ডিয়া-ডি টিমের প্রথম ইনিংসে ৭ ওভার বল করে ২টি মেডেন সহ ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন মানব। কিন্তু তাঁর দ্বিতীয় ইনিংসের বোলিং নিয়ে বেশি আলোচনা চলছে। কারণ একাই যে তিনি নিয়েছেন সাত-সাতটি উইকেট। কোন মন্ত্রে সাফল্য পেয়েছেন মানব? সেই প্রসঙ্গে তরুণ স্পিনার বলেন, ‘দ্বিতীয় ইনিংসে তিন থেকে চার ওভারের মধ্যে বুঝতে পারি কোন কোন জায়গা থেকে সাহায্য পাব। সেটাকে লক্ষ্য করেই এগিয়ে গিয়েছি। সাফল্যও পেয়েছি।’ অসমান বাউন্স, গতি, বৈচিত্র্য সব কাজে লাগিয়েছেন মানব। তাঁর কথায়, ‘পেস বৈচিত্র গুরুত্বপূর্ণ। কারণ তা হলেই অড বলে বাউন্স পাওয়া যায় বা বল সোজা যায়। আর তাতেই আমি উইকেট তুলে নেওয়ার সুযোগ পাই।’