কলকাতা: রোহিত শর্মা নীল-সোনালি জার্সিতে কি শেষ ম্যাচ খেলে নিলেন? মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) এ বারের আইপিএল (IPL) সফর শেষ হতেই এই প্রশ্নটা জোরাল হয়েছে। অনেকেই মনে করছেন আগামী আইপিএলে আর মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে রোহিত শর্মাকে (Rohit Sharma) খেলতে দেখা যাবে না। হিটম্যানের সামনে মুম্বইয়ের কোচ প্রশ্ন রেখেছিলেন, তাঁর ভবিষ্যৎ কী? উত্তরে রোহিত শর্মা পরিষ্কার জানিয়েছেন, এই মুহূর্কে তিনি ঠিক কী ভাবছেন। আরও ভালো করে বলতে হলে, বলা চলে রোহিতের ভবিষ্যৎ নিয়ে এক প্রকার ঝড় তুলে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ।
আইপিএলের চারটে মরসুম আগে অর্থাৎ শেষ ২০১৯ সালে টুর্নামেন্টে মোট ৪০০-র বেশি রান করেছিলেন রোহিত শর্মা। এ বছর ১৪টা ম্যাচের শেষে রোহিতের ঝুলিতে এসেছে ৪১৭ রান। এই মরসুমটা রোহিতের খুব ভালো কাটেনি। তিনি একখানা সেঞ্চুরি ও একখানা হাফসেঞ্চুরি করেছেন। এরপর কী? মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মার্ক বাউচার দলের প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মাকে তাঁর ভবিষ্যতের ব্যাপারে প্রশ্ন করেন। উত্তরে রোহিত জানান, তিনি সামনের টি-২০ বিশ্বকাপ নিয়েই শুধু ভাবছেন।
মুম্বইয়ের কোচ বলেন, ‘সত্যি বলতে কি রোহিত শর্মার ভবিষ্যত নিয়ে খুব বেশি কথোপকথন হয়নি। আমি রোহিতের সঙ্গে আগের দিন রাতে কথা বলেছি। আমরা গোটা মরসুমের পারফরম্যান্স বিশ্লেষণ করছিলাম। এরপর আমি রোহিতকে জিজ্ঞাসা করেছিলাম, এর পরে কী? ও স্পষ্ট জবাব দেয়, বিশ্বকাপ।’
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এ বারের আইপিএলে ভালো পারফর্ম করতে পারেনি। আপাতত আইপিএল শেষ হতেই রোহিত শর্মা টি-২০ বিশ্বকাপ নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন। এই মুহূর্তে তিনি আর অন্য কোনও বিষয়ে ভাবছেন না। বাউচার জানান, রোহিত নিজের ভবিষ্যৎ নিজেই ঠিক করবেন। পরের আইপিএলের আগে বড় নিলাম রয়েছে। তাই কী হবে এখন থেকে বলা কঠিন।