Mayank Yadav: বিশেষ শিবিরে মায়াঙ্ক যাদব, বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে চমক ‘রাজধানী এক্সপ্রেস’?

Sep 28, 2024 | 12:17 PM

IND vs BAN, T20Is: মায়াঙ্ক যাদবকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না নির্বাচন কমিটি। তিনি কতটা ও কী ভাবে সুস্থ হচ্ছেন, সেদিকে নজর রাখা হয়েছে। তাঁকে শুধু টি-২০ ফর্ম্যাটেই সীমাবদ্ধ রাখার কথা ভাবছে না নির্বাচন কমিটি। সব ঠিক থাকলে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে তাঁকে খেলতে দেখা যেতে পারে।

Mayank Yadav: বিশেষ শিবিরে মায়াঙ্ক যাদব, বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে চমক রাজধানী এক্সপ্রেস?
Mayank Yadav: বিশেষ শিবিরে মায়াঙ্ক যাদব, বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে চমক 'রাজধানী এক্সপ্রেস'?
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টের রেজাল্ট কী হবে, তা নিয়ে ভেবে চলেছেন দুই দেশের ক্রিকেট প্রেমীরা। এরই মাঝে আলোচনা চলছে এই টেস্ট সিরিজের পর শুরু হতে চলা টি-২০ সিরিজ নিয়ে। ৬ অক্টোবর ভারত-বাংলাদেশের (India vs Bangladesh) প্রথম টি-২০ ম্যাচ। ৩ ম্যাচের টি-২০ সিরিজের জন্য এখনও ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়নি। এরই মাঝে জানা গিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ টিমে সুযোগ পেতে পারেন আইপিএলে শোরগোল ফেলা, গতির ঝড় তোলা মায়াঙ্ক যাদব (Mayank Yadav)

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এক বিশেষ শিবিরে যোগ দিয়েছেন মায়াঙ্ক যাদব। ওই শিবিরে তিনি ছাড়া রয়েছেন হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ ও অভিষেক শর্মা। এ বছরের আইপিএলের মাঝপথেই চোট পেয়ে ছিটকে যান দিল্লির ২১ বছরের মায়াঙ্ক। তারপর থেকে নিয়মিত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন। এনসিএ মায়াঙ্কের কামব্যাকের জন্য এক রোডম্যাপ করেছে। সেখানে তাঁর কামব্যাক টি-২০ ফর্ম্যাট দিয়েই করানোর পরিকল্পনা রয়েছে। এনসিএতে ২০ ওভার করে ধাপে ধাপে বোলিংও করছেন তিনি।

বোর্ডের এক সূত্র বলেছে, ‘গত এক মাসে মাসে মায়াঙ্ক আর নিজের ব্যাথা নিয়ে কিছু জানায়নি। এনসিএতে পুরোদস্তুর বোলিং করছেন। নির্বাচকরা ওর প্রতি আগ্রহী। ও কী ভাবে নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি করছে, সেদিকে নজর রাখছেন। সামনে টেস্টের বড় মরসুম, তারই মাঝে নির্বাচকরা বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে নতুন মুখদের সুযোগ দিতে চায়। প্রায় এক মাস হার্দিক পান্ডিয়া প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি। অভিষেক শর্মারও সঠিক অনুশীলনের প্রয়োজন।’

এই খবরটিও পড়ুন

মায়াঙ্ককে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না নির্বাচন কমিটি। তিনি কতটা ও কী ভাবে সুস্থ হচ্ছেন, সেদিকে নজর রাখা হয়েছে। তাঁকে শুধু টি-২০ ফর্ম্যাটেই সীমাবদ্ধ রাখার কথা ভাবছে না নির্বাচন কমিটি। তাই তাঁর জন্য বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। সব ঠিক থাকলে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে তাঁকে খেলতে দেখা যেতে পারে। আর তেমনটা হলে ১৫৬ কিমি/ঘণ্টা গতিবেগে করা মায়াঙ্কের ডেলিভারি নিয়ে ফের আলোচনা শুরু হয়ে যাবে।

Next Article