IND vs NZ: অপেক্ষার অবসান, মিনি বিশ্বকাপের উদ্বোধনীতে টস জিতলেন রিজওয়ান; কেমন হল দুই দলের একাদশ?

Feb 19, 2025 | 2:23 PM

ICC Champions Trophy 2025: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে আয়োজক এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান ও নিউজিল্যান্ড। টস ভাগ্য সঙ্গ দিল গ্রিন আর্মির অধিনায়ক মহম্মদ রিজওয়ানের। রান তাড়া করে কিউয়িদের হারানোর সিদ্ধান্ত নিয়েছেন পাক ক্যাপ্টেন।

IND vs NZ: অপেক্ষার অবসান, মিনি বিশ্বকাপের উদ্বোধনীতে টস জিতলেন রিজওয়ান; কেমন হল দুই দলের একাদশ?
মিনি বিশ্বকাপের উদ্বোধনীতে টস জিতলেন রিজওয়ান, কেমন হল দুই দলের একাদশ?
Image Credit source: ICC

Follow Us

করাচি: পাক ক্রিকেটের জন্য আজ, বিরাট দিন। প্রায় তিন দশক পর দেশের মাটিতে আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। সেই ১৯৯৬ সালে শেষ বার যৌথভাবে আইসিসির টুর্নামেন্ট আয়োজন করেছিল পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধন আজ (বুধবার, ১৯ ফেব্রুয়ারি)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে আয়োজক এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান ও নিউজিল্যান্ড। টস ভাগ্য সঙ্গ দিল গ্রিন আর্মির অধিনায়ক মহম্মদ রিজওয়ানের। রান তাড়া করে কিউয়িদের হারানোর সিদ্ধান্ত নিয়েছেন পাক ক্যাপ্টেন।

টস জিতে পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান বলেন, “আমরা প্রথমে বোলিং করব। শেষ কয়েকটা ম্যাচে দেখেছি পরের দিকে শিশিরের প্রভাব থাকে। তাই সেটা কাজে লাগাতে চাই। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ফলে খানিকটা চাপে রয়েছি। আমরা এটাকে আগের ত্রিদেশীয় সিরিজটার মতো মনে করছি। পাকিস্তানে খেলতে বরাবরের মতোই ভালো লাগছে। হ্যারিস রউফ ফিট হয়ে উঠেছে। তাই একাদশে ফিরেছে।”

টসের পর কিউয়ি ক্যাপ্টেন টম ল্যাথাম বলেন, “শিশিরের প্রভাব পরের দিকে হবে। তবে আমাদের ব্যাট হাতে কাজটা আগে করতে হবে। উইকেট তো ভালোই লাগছে। আমাদের টিমে একটা মিশ্রণ রয়েছে। কয়েকটা নতুন মুখ এবং কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। আমরা সকলেই কিছু ভালো ক্রিকেটও খেলেছি। আমরা ঘরের মাঠে ও অ্যাওয়ে ম্যাচে ওদের সঙ্গে খেলেছি। ফলে আমরা একে অপরকে ভালোই চিনি। করাচিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, তা হল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। টিমে যে চোট আঘাতের সমস্যা রয়েছে, তা তো আমাদের হাতে নেই। তবে আমরা আশাবাদী দলের ছেলেরা ভালো খেলবে। ম্যাট হেনরি একাদশে ফিরেছে।”

পাকিস্তানের একাদশ – ফকর জমান, বাবর আজম, সাউদ শাকিল, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটকিপার), সলমন আঘা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ, আবরার আহমেদ।

নিউজিল্যান্ডের একাদশ – উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, ম্যাট হেনরি, উইল ও’রুরকি।