Mohammed Shami: আগুনে ফর্মে সামি, ব্যাটিংয়ে তাণ্ডব অভিষেকের; মুস্তাক আলির নকআউটে বাংলা

Dec 05, 2024 | 3:53 PM

Syed Mushtaq Ali Trophy: রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেমেছিল বাংলা। এই ম্যাচে বল হাতে সেরাটা নিংড়ে দেওয়ার চেষ্টা করেন সামি। ব্যাট হাতে তাণ্ডব চালান অভিষেক পোড়েল।

Mohammed Shami: আগুনে ফর্মে সামি, ব্যাটিংয়ে তাণ্ডব অভিষেকের; মুস্তাক আলির নকআউটে বাংলা
আগুনে ফর্মে সামি, ব্যাটিংয়ে তাণ্ডব অভিষেকের; মুস্তাক আলির নকআউটে বাংলা
Image Credit source: X

Follow Us

কলকাতা: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) বাংলার হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন মহম্মদ সামি (Mohammed Shami)। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেমেছিল বাংলা। এই ম্যাচে বল হাতে সেরাটা নিংড়ে দেওয়ার চেষ্টা করেন সামি। ব্যাট হাতে তাণ্ডব চালান অভিষেক পোড়েল। ফলস্বরূপ ৭ উইকেটে ম্যাচ জিতে নকআউটে বাংলা।

বাংলার হয়ে এই নিয়ে সৈয়দ মুস্তাকের ৭টি ম্যাচে খেললেন ভারতীয় তারকা পেসার সামি। ২৫ নভেম্বর হায়দরাবাদের বিরুদ্ধে তিন উইকেট নিয়েছিলেন। আর আজ, রাজস্থানের বিরুদ্ধে ২৬ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। মাঝের ম্যাচগুলোতে বিহার ও পঞ্জাব (প্রথম ম্যাচে) বিরুদ্ধে সামি ১টি করে উইকেট পেয়েছিলেন। মিজোরাম, মধ্যপ্রদেশ ও মেঘালয়ের বিরুদ্ধে কোনও উইকেট পাননি সামি। রাজস্থান ম্যাচে অবশ্য ভুল করেননি তিনি।

বল হাতে সামি যে ছন্দে রয়েছেন, তা বৃহস্পতিবার ফের একবার প্রমাণ করলেন। তিনটে উইকেট নেওয়ার পাশাপাশি তাঁর এক বাউন্সার তারকা ক্রিকেটার দীপক চাহারের হেলমেটে আছড়ে পড়ে। তিনি ছাড়া বাংলার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সায়ন ঘোষ ও শাহবাজ আহমেদ। একটি উইকেট ঋত্বিক চট্টোপাধ্যায়ের। প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১৫৩ রান তোলে রাজস্থান। কার্তিক শর্মা ৪৬ ও ক্যাপ্টেন মহিপাল লোমরোর করেন ৪৫ রান।

এই খবরটিও পড়ুন

১৫৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলা। অনিকেত চৌধুরি তুলে নেন ওপেনার করণ লালের (৪) উইকেট। একপর ক্যাপ্টেব সুদীপ কুমার ঘরামির সঙ্গে জুটি বাঁধেন অভিষেক পোড়েল। ৪৮ বলে ৭৮ রানের দুরন্ত ইনিংস উপহার দেন তিনি। মেরেছেন ৭টা চার ও ৪টে ছয়। আইপিএল থেকে ঘরোয়া ক্রিকেটে সমানতালে পারফর্ম করছেন অভিষেক। রঞ্জিতেও সেরাটা দিচ্ছেন। কিপার-ব্যাটার হিসেবে ভারতীয় টিমে, বিশেষ করে সাদা বলে ঋষভ পন্থের ব্যাকআপ হতে পারেন। তিনি রয়েছেন আইপিএলে দিল্লি ক্যাপিটালস টিমে। এ বার দেখার জাতীয় দলের দরজা তাঁর জন্য কখন খোলে।

বাংলার ক্যাপ্টেন সুদীপ ঘরামি ৪৫ বলে ৫০ নটআউট থাকেন। তাঁর সঙ্গে ১৮ রানে অপরাজিত শাহবাজ আহমেদ। ১৮.৩ ওভারে ৩ উইকেটে ১৫৪ রান তুলে নকআউটে পৌঁছে গেল বাংলা।

 

Next Article