Mohammed Siraj: সিরাজ দুর্ধর্ষ, এত তাড়াতাড়ি ওকে জাজ করা… SRH ম্যাচের আগে মিয়াঁর প্রশংসায় পঞ্চমুখ কে?
IPL 2025: জেড্ডায় হওয়া গত বছরের আইপিএলের নিলামের আগে সিরাজকে রিটেন করেনি আরসিবি। যার ফলে মেগা নিলামে সিরাজকে কিনে নেয় গুজরাট। এ বারের আইপিএলে গুজরাটের হয়ে ৩ ম্যাচ খেলেছেন। পঞ্জাবের বিরুদ্ধে উইকেট পাননি। এরপর মুম্বই ও আরসিবির বিরুদ্ধে তাঁকে ছন্দে দেখা গিয়েছে।

কলকাতা: হায়দরাবাদ মহম্মদ সিরাজের (Mohammed Siraj) ঘরের মাঠ। না, আইপিএলে তাঁর ঘরের মাঠের কথা হচ্ছে না। আসলে সিরাজের বাড়ি নিজামের শহরে। দীর্ঘ ৭ বছর আরসিবি জার্সিতে আইপিএলে খেলতে দেখা গিয়েছে সিরাজকে। এ বার তাঁর ঠিকানা বদলেছে। জেড্ডায় হওয়া গত বছরের আইপিএলের নিলামের আগে সিরাজকে রিটেন করেনি আরসিবি। যার ফলে মেগা নিলামে সিরাজকে কিনে নেয় গুজরাট। এ বারের আইপিএলে গুজরাটের হয়ে ৩ ম্যাচ খেলেছেন। পঞ্জাবের বিরুদ্ধে উইকেট পাননি। এরপর মুম্বই ও আরসিবির বিরুদ্ধে তাঁকে ছন্দে দেখা গিয়েছে। যদিও পঞ্জাব ম্যাচের পর তাঁকে নিয়ে আলোচনা চলছিল। বিশেষ করে যেহেতু জাতীয় দলে সাদা বলের ক্রিকেটে তাঁকে দেখা যাচ্ছিল না। হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে নামার আগে তিনি পাশে পেলেন গুজরাট টিমের এক গুরুত্বপূর্ণ সদস্যকে।
সিরাজের বোলিং ভরসা দিচ্ছে দলকে। লিগ টেবলের তিনে গুজরাট। সিরাজের বোলিং দেখে তাড়াতাড়ি তাঁকে জাজ করা ঠিক নয়, এমনটাই বলেছেন দলের ডাইরেক্ট অব ক্রিকেট অপারেশন বিক্রম সোলঙ্কি। সিরাজকে নিয়ে তিনি বলেছেন, “সিরাজ দলে যোগ দেওয়ার পর থেকে খুব ভালো ভাবে নিজেকে মানিয়ে নিয়েছে। আমাদের দলের হেড কোচ আশিস নেহরা সঙ্গে ওর সম্পর্ক খুব ভালো। সকলেই দেখতে পাচ্ছে আশিসের থেকে ও যেভাবে শিখছে। ওর খেলায় তার ছাপ দেখা যাচ্ছে।”
বিক্রম সোলাঙ্কি আরও বলেছেন, “একজন কোচের কাজ হল খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস জাগানো। আশিস সেটা ঠিক মতো করে। দলে থাকা অন্যান্য প্লেয়ারদের সঙ্গে আশিসের বন্ডিং ভালো। সিরাজের সঙ্গেও ওর বোঝাপড়া ভালোই।”
রবি-রাতে উপ্পলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে গুজরাট। জয়ের হ্যাটট্রিকের সুযোগ থাকছে শুভমন গিলের দলের সামনে। আর এই ম্যাচেই এক রেকর্ড গড়তে পারেন সিরাজ। টি-টোয়েন্টি ফর্ম্যাটে উইকেটের সেঞ্চুরির রেকর্ড গড়ার সামনে সিরাজ। তার জন্য সিরাজের চাই মাত্র ২ উইকেট। ফর্ম ধরে রাখতে পারলে, আজই হয়তো এই মাইলফলকে পৌঁছে যাবেন ভারতীয় তারকা।





