IND vs AUS, Mohammed Siraj: সিরাজ কী ভাবে ফর্মে ফিরলেন? টেকনিক প্রশ্নে মজার উত্তর প্রাক্তনের

Dec 29, 2024 | 3:01 PM

India vs Australia Boxing Day Test: দ্বিতীয় ইনিংসে বুমরার সঙ্গে বোলিং ওপেন করেন আকাশ দীপ। ভাগ্য সঙ্গ দেয়নি আকাশ দীপের। তাঁর বোলিংয়ে ক্যাচ মিস, প্লেড অনের সুযোগও। বুমরার পাশাপাশি দুর্দান্ত বোলিং করেন মহম্মদ সিরাজ।

IND vs AUS, Mohammed Siraj: সিরাজ কী ভাবে ফর্মে ফিরলেন? টেকনিক প্রশ্নে মজার উত্তর প্রাক্তনের
Image Credit source: Daniel Pockett - CA/Cricket Australia via Getty Images

Follow Us

জসপ্রীত বুমরা প্রতি ম্যাচেই ধারাবাহিকতা দেখাচ্ছেন। যদিও তাঁর নতুন বলের পার্টনার সিরাজকে নিয়ে প্রশ্ন উঠছিল। ক্রমশ হতাশ করছিলেন। হাতে গোনা উইকেট নিয়েছেন। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দিতে ব্যর্থ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেও প্রথম ইনিংসে হতাশ করেছিলেন। দ্বিতীয় ইনিংসে বুমরার সঙ্গে বোলিং ওপেন করেন আকাশ দীপ। ভাগ্য সঙ্গ দেয়নি আকাশ দীপের। তাঁর বোলিংয়ে ক্যাচ মিস, প্লেড অনের সুযোগও। বুমরার পাশাপাশি দুর্দান্ত বোলিং করেন মহম্মদ সিরাজ।

এমসিজি-তে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। হঠাৎ কী ভাবে ছন্দে ফিরলেন? সঞ্জয় মঞ্জরেকর জবাব দিলেন। দেশের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর বলেন, ‘আমার খুবই বলতে ইচ্ছে করছে, সিরাজের বোলিং রিলিজ পয়েন্ট চেঞ্জ হয়েছে কিংবা লাইন-লেন্থ, টেকনিক্যাল অনেক কিছুই। কিন্তু দুঃখের বিষয় সেগুলো বলতে পারছি না।’

এই খবরটিও পড়ুন

সম্প্রচারকারী চ্যানেলে সঞ্জয় আরও যোগ করেন, ‘পরিষ্কার করে বললে, ও এই ম্যাচে সর্বস্ব দিয়ে বোলিং করেছে। কোথাও না কোথাও সিরাজ বুঝতে পারছিল টিমে ওর জায়গা টলমল। সিডনি টেস্টে আদৌ সুযোগ পেত কি না, সন্দেহ রয়েছে। এই ইনিংসটাকেই শেষ সুযোগ হিসেবে ধরে নিয়েছে। প্রথম ইনিংসে ওর বোলিং স্পিড দেখুন, আর দ্বিতীয় ইনিংসে। অনেকটা স্পিড বাড়িয়েছে। পিচ থেকে সাহায্য আদায় করে নিয়েছে। এই চেষ্টারই হয়তো খামতি ছিল। বেঞ্চে হর্ষিত রানা অপেক্ষায় রয়েছে। সিরাজ সেটা ভালো করেই জানতো।’

Next Article