জিভার সাদা ঘোড়াকে খাওয়াচ্ছেন ধোনি, দেখুন ভাইরাল ছবি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 03, 2022 | 4:40 PM

নেটদুনিয়ায় মাহির এক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, তিনি তাঁর একমাত্র মেয়েকে উপহার হিসেবে যে সাদা ঘোড়াটি দিয়েছিলেন, তাকেই কিছু একটা খাওয়াচ্ছেন মাহি।

জিভার সাদা ঘোড়াকে খাওয়াচ্ছেন ধোনি, দেখুন ভাইরাল ছবি
পোষ্যকে খাবার খাওয়াচ্ছেন ধোনি (ছবি-চেন্নাই সুপার কিংস টুইটার)

Follow Us

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এক্কেবারেই সক্রিয় নয়। কিন্তু তাতে কী! মাহির এক ঝলক দেখার জন্য অপেক্ষায় থাকে তাঁর বহু অনুরাগী। নেটদুনিয়ায় মাহির এক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, তিনি তাঁর একমাত্র মেয়েকে উপহার হিসেবে যে সাদা ঘোড়াটি দিয়েছিলেন, তাকেই কিছু একটা খাওয়াচ্ছেন মাহি। ধোনির পোষ্যপ্রেম সম্পর্কে তাঁর ভক্তরা সকলেই জানে।

ধোনির আইপিএল (IPL) দল চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) টুইটারে ৩টি ইমোজি (সিংহ, একটি হলুদ হৃদয় এবং একটি ঘোড়া) দিয়ে এই ছবি পোস্ট করা হয়। ক্যাপশনের অর্থ, ঘোড়ার প্রতি সিংহের ভালোবাসা। ইমোজিতে মাহি সিএসকের কাছে সিংহ।

গত বছর মে মাসে প্রথমে ফার্ম হাউসে একটি ঘোড়া নিয়ে এসেছিলেন মাহি। তার নাম চেতক। ধোনির স্ত্রী সাক্ষী তাঁদের পরিবারের নতুন সদস্যের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। একটি ভিডিয়োও পোস্ট করেন সাক্ষী ধোনি (Sakshi Singh Dhoni)। সেখানে দেখা যায় কুকুরের সঙ্গে খেলছে ঘোড়া। ভিডিয়োতে সাক্ষীর ক্যাপশন, ‘বাড়িতে স্বাগত চেতক। এই হচ্ছে লিলি। এর সঙ্গে পরিচয় করো।’

প্রথম ঘোড়াটি বাড়িতে নিয়ে আসার, ঠিক এক মাস পর জিভাকে একটি সাদা ঘোড়া উপহার দেন মাহি। বাবার মতো মেয়েরও পোষ্যপ্রেম রয়েছে, তা তাঁর ইন্সটাগ্রামে ঢুঁ মারলেই বোঝা যায়।

দুটি ঘোড়া ছাড়া ধোনির রাঁচির ফার্ম হাউসে বিভিন্ন প্রজাতির কুকুর রয়েছে। নিজের ফার্মহাউসে বিভিন্ন কুকুরের সঙ্গে ছবি অনেকবারই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ধোনি।

আরও পড়ুন: IND vs SA 2nd Test Day 1 Live: ৩ উইকেট হারিয়ে ফেলেছে ভারত, দ্বিতীয় সেশন শুরু করল রাহুল-বিহারি জুটি

আরও পড়ুন: India vs South Africa: পিঠের চোটে জো’বার্গ টেস্ট থেকে ছিটকে গেলেন বিরাট

আরও পড়ুন: India Tour Of South Africa: সাফল্য পেতে কোহলির পরামর্শ নেবেন ভেঙ্কটেশ

Next Article
India Tour Of South Africa: সাফল্য পেতে কোহলির পরামর্শ নেবেন ভেঙ্কটেশ
Ashes Series: ক্যাপ্টেন্সি বিতর্কে রুটের পাশে দাঁড়াচ্ছেন স্টোকস