Rishabh Pant: দিল্লি ছাড়ছে? ধোনির জায়গা নিতে CSK-তে যাচ্ছেন ঋষভ পন্থ!

Jul 20, 2024 | 4:35 PM

MS Dhoni: শোনা যাচ্ছে, চেন্নাই সুপার কিংসে ধোনির জায়গা নিতে চলেছেন পন্থ। মহেন্দ্র সিং ধোনি এ বছরই নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে। আগামী বছর হয়তো ধোনি খেলবেন আইপিএলে। তারপরই অবসর নিতে পারেন।

Rishabh Pant: দিল্লি ছাড়ছে? ধোনির জায়গা নিতে CSK-তে যাচ্ছেন ঋষভ পন্থ!
দিল্লি ছাড়ছে? ধোনির জায়গা নিতে CSK-তে যাচ্ছেন ঋষভ পন্থ!
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: অধিনায়ক বদল প্রথার যেন ধুম পড়েছে। ক্যাপ্টেন্সি নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা থামছেই না। সদ্য শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের সীমিত ওভারের সিরিজের স্কোয়াড ঘোষণা হয়েছে। তাতে একদিকে ভারতের ওডিআই ক্যাপ্টেন রোহিত শর্মা। আর নতুন টি-২০ ক্যাপ্টেন হয়েছেন সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়ার জায়গায় কেন সূর্যকে টি-২০ টিমের দায়িত্ব দেওয়া হল? তা নিয়ে আলোচনা এখনও জ্বলন্ত। এর মাঝে শোনা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সেও হার্দিকের নেতৃত্ব যেতে পারে আগামী বছর। সেখানেও তাঁর জায়গা নিতে পারেন স্কাই। এই পরিস্থিতিতে হঠাৎ করেই খবর, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন বদলে যেতে পারে। ঋষভ পন্থকে (Rishabh Pant) ছাড়তে পারে দিল্লি ক্যাপিটালস (DC)। এ কথাও শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে। তাঁর নতুন ঠিকানা কী হতে পারে?

দৈনিক জাগরণের এক রিপোর্ট অনুযায়ী, দিল্লি ক্যাপিটালস আগামী আইপিএলের আগে ঋষভ পন্থকে রিটেইন করতে চায় না। এও শোনা যাচ্ছে দিল্লি ছেড়ে চেন্নাই সুপার কিংসে যেতে পারেন পন্থ। জানা গিয়েছে, দিল্লি ফ্র্যাঞ্চাইজি পন্থকে রাখতে চাইছে না। যদিও দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে রাখার পক্ষে। আগামী আইপিএলে রিকি পন্টিংয়ের জায়গায় সৌরভকে দিল্লির হেড কোচ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। কিন্তু দল না চাইলে সৌরভ বললেও পঁচিশের আইপিএলে বদলে যেতে পারে পন্থের টিম।

বছর ২৬ এর ঋষভ পন্থ আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার। আইপিএলের ইতিহাসে উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি বার আউট করার তালিকায় চারে পন্থ। দিল্লি ক্যাপিটালসের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। এই ফ্র্যাঞ্চাইজির সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারও পন্থ। তারপরও দিল্লি তাঁকে রাখতে না চাইলে, চেন্নাই সুপার কিংস হতে চলেছে তাঁর ঠিকানা। ধোনির খুব কাছের মানুষ পন্থ। তাঁর থেকে অনেক কিছু শিখেছেন ঋষভ। শোনা যাচ্ছে, সিএসকেতে ধোনির জায়গা নিতে চলেছেন পন্থ। মহেন্দ্র সিং ধোনি এ বছরই নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে। আগামী বছর হয়তো ধোনি খেলবেন আইপিএলে। তারপরই অবসর নিতে পারেন। সেক্ষেত্রে ইয়েলো ব্রিগেডের উইকেটকিপার হিসেবে দেখা যাবে পন্থকে। এমনও হতে পারে, সিএসকে টিম ম্যানেজমেন্ট ঋতুরাজকে সরিয়ে দলের ক্যাপ্টেন করতে পারে পন্থকে।

Next Article