মেন্টর ধোনির সঙ্গে কোচ রাহুলকে চাইছেন প্রসাদ

ধোনি নিজেও মেন্টর হিসেবে টি-২০ বিশ্বকাপের পর থাকতে চান কি না সেটা নিয়েও প্রশ্ন আছে। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছেন, লম্বা সময়ের জন্য পরিকল্পনা করা হয়নি। আপাতত টি-২০ বিশ্বকাপের দিকে ফোকাস করেই এই সিদ্ধান্ত।

মেন্টর ধোনির সঙ্গে কোচ রাহুলকে চাইছেন প্রসাদ
মেন্টর ধোনির সঙ্গে কোচ রাহুলকে চাইছেন প্রসাদ (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2021 | 9:00 AM

মুম্বই: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর কে হবেন ভারতীয় দলের কোচ (coach)। ভারতীয় ক্রিকেট মহলে প্রশ্নের শেষ নেই। নান মহলের নানা মত। প্রাক্তন জাতীয় ক্রিকেটার ও সিনিয়র দলের প্রাক্তন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদের (MSK Prasad) পছন্দ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। সঙ্গে মেন্টর (mentor) মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।

টি-২০ বিশ্বকাপের জন্য মহেন্দ্র সিং ধোনিকে টিম ইন্ডিয়ার মেন্টর নিযুক্ত করা হয়েছে। প্রসাদ চাইছেন, এই ভূমিকায় পাকাপাকি ভাবে থাকুন ধোনি। বলেছেন, “আমার বন্ধুদের সঙ্গে তর্ক করেছি। আমার মনে হয় রবি শাস্ত্রী পরবর্তী যুগে ধোনিকে মেন্টর হিসেবে প্রয়োজন। আণর মন বলছে সেই কথা। সঙ্গে কোচ হিসেবে চাই রাহুল দ্রাবিড়কে। ধারাভাষ্য দেওয়ার সময়ও আমি বারবার বলেছি, ভারতীয় দলের কোচের পদে বর্তমানে রাহুলের থেকে যোগ্য ব্যক্তি নেই। দুজনই শান্ত, ঠাণ্ডা মাথার মানুষ। এই জুটি ভারতীয় ক্রিকেটার জন্য অসাধারণ হয়ে উঠতে পারে।”

তাঁর মন্তব্যের পেছনে যুক্তিও দিচ্ছেন প্রাক্তন জাতীয় নির্বাচক প্রধান। বলেছেন, ” বর্তমান ভারতীয় দলে যে তরুণ ক্রিকেটাররা খেলছে তাদের বেশিরভাগ ভারতীয় এ দলে থাকার সময় রাহুলের হাতে তৈরি হয়েছে।”

যদিও ভারতীয় দলের কোচের দৌড়ে নিজেকে রাখতে চাইছেন না রাহুল। প্রকাশ্যে এই নিয়ে মন্তব্য না করলেও ঘনিষ্ঠ মহলে রাহুল বলেছেন তিনি বর্তমান ভূমিকাতেই খুশি। এবং জুনিয়রদের সঙ্গেই কাজ করে যেতে চান।

ধোনি নিজেও মেন্টর হিসেবে টি-২০ বিশ্বকাপের পর থাকতে চান কি না সেটা নিয়েও প্রশ্ন আছে। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছেন, লম্বা সময়ের জন্য পরিকল্পনা করা হয়নি। আপাতত টি-২০ বিশ্বকাপের দিকে ফোকাস করেই এই সিদ্ধান্ত।

কে কোচ হবেন সেটা নিয়ে প্রশ্ন চলছে। বোর্ড সুত্রে খবর রবি শাস্ত্রী পরবর্তী যুগে বিদেশি কোচ পেতে পারেন রোহিত শর্মারা।