Mukesh Kumar: মুকেশ হ্যায় তো মুমকিন হ্যায়! অল্পের জন্য পঞ্চবাণ মিস, তাও সুপারহিট

IND vs ZIM: হারারাতে পঞ্চম টি-২০ ম্যাচের পাওয়ার প্লে-র মধ্যে ২টো উইকেট পেলেও মুকেশের উইকেটের খিদে মেটেনি। এরপর নিজের তৃতীয় ওভারে জোড়া উইকেট নেন মুকেশ কুমার। ফারাজ আক্রম ও রিচার্ড এনগারাভাকে এক ওভারে ফেরান মুকেশ।

Mukesh Kumar: মুকেশ হ্যায় তো মুমকিন হ্যায়! অল্পের জন্য পঞ্চবাণ মিস, তাও সুপারহিট
জিম্বাবোয়ের বিরুদ্ধে পঞ্চম ম্যাচে জ্বলে উঠলেন মুকেশ কুমার।Image Credit source: X
Follow Us:
| Updated on: Jul 14, 2024 | 8:23 PM

কলকাতা: চোখের পলক পড়তে না পড়তেই উইকেট পড়ল জিম্বাবোয়ের। সৌজন্যে মুকেশ কুমার (Mukesh Kumar)। ৫ ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে ভারত জিম্বাবোয়েকে ১৬৮ রানের টার্গেট দিয়েছিল। জিম্বাবোয়ের ইনিংস শুরু হতে না হতেই উইকেট পড়ে। নেপথ্যে মুকেশ কুমার। প্রথম ২ ম্যাচে ঝকঝকে পারফরম্যান্স দেখা গিয়েছিল বাংলার তারকার। এরপর ২ ম্যাচ বিশ্রামে ছিলেন। তারপর যেন তরতাজা হয়ে ফিরেই নিলেন ৪ উইকেট। ৩.৩ ওভার বল করে ২২ রানের বিনিময়ে ৪ উইকেট নেন মুকেশ। তাঁর ইকোনমি রেট ৬.২৮। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটাই মুকেশের কেরিয়ারের সেরা বোলিং পরিসংখ্যান। হারারেতে পঞ্চম টি-২০ ম্যাচে মুকেশের ফাইফার (৫টি উইকেট) হয়ে যেত। একটা নো বল সমীকরণ বদলে দিল। না হলে পঞ্চ-বাণ ঝুলিতে ভরে মাঠ ছাড়তে পারতেন মুকেশ।

জিম্বাবোয়ে সফরে গিয়ে পাওয়ার প্লে-তে মুকেশ কুমারকে ভালো ছন্দে দেখা গিয়েছে। প্রথম ম্যাচে তিনি দ্বিতীয় ওভারে তুলেছিলেন ইনোসেন্ট কাইয়ার উইকেট। এরপর দ্বিতীয় ম্যাচে ৩টে উইকেট নেন মুকেশ। যার মধ্যে আজকের মতো প্রথম ওভারের তৃতীয় বলেই নেন একটি উইকেট। পাওয়ার প্লে-তে আরও একটি উইকেট। আর তিন নম্বর উইকেটটি আসে ১৮.৪ ওভারে।

রবিবার জিম্বাবোয়ের ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে ওয়েসলি মাধবেরের উইকেট তুলে নেন মুকেশ কুমার। বোল্ড হয়ে শূন্যে ফেরেন মাধবেরে। সেই এরপর নিজের দ্বিতীয় ওভারে এসেও উইকেট তোলেন বাংলার তারকা। তাঁর দ্বিতীয় শিকার ব্রায়ান বেনেট। বাউন্ডারি লাইনের কাছে দাঁড়িয়ে থাকা শিবম দুবে দারুণ ক্যাচ তালুবন্দি করেন।

হারারাতে পঞ্চম টি-২০ ম্যাচের পাওয়ার প্লে-র মধ্যে ২টো উইকেট পেলেও মুকেশের উইকেটের খিদে মেটেনি। এরপর নিজের তৃতীয় ওভারে জোড়া উইকেট নেন মুকেশ কুমার। ফারাজ আক্রম ও রিচার্ড এনগারাভাকে এক ওভারে ফেরান মুকেশ। ১৩ বলে ২৭ রান করা ফারাজের স্টাম্পিং করতে কোনও ভুল করেননি সঞ্জু স্যামসন। এনগারাভা শূন্যে ফেরেন। সেখানেই শেষ হয় জিম্বাবোয়ের ইনিংস। ১৮.৩ ওভারে ১২৫ রানে অলআউট হয় রাজার টিম। ৪২ রানের ব্যবধানে ম্যাচ জেতার পাশাপাশি সিরিজ ৪-১ ব্যবধানে জিতল টিম ইন্ডিয়া।