পঞ্জাব কিংস ১৩৫-৬ (২০ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স ১৩৭-৪ (১৯ ওভার)
দুবাই: আরব দেশের আইপিএলে (IPL) হারের হ্যাটট্রিকের পর ঘুরে দাঁড়াল ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্রথমে ব্যাটিং করে ১৩৫ রান তুলেছিল পঞ্জাব কিংস (Punjab Kings)। যেটা টি-২০ ক্রিকেটে খুব একটা বড় টার্গেট অবশ্যই নয়। আর মুম্বইয়ের বিরুদ্ধে তো নয়ই। মুম্বইয়ের শুধু ফেরার পালা ছিল। আজ পঞ্জাবের বিরুদ্ধে জ্বলে উঠল হার্দিকের ব্যাট। বুমরা-পোলার্ডদের দুরন্ত বোলিংয়ে পঞ্জাবের কাছে বড় কাঁটা হয়ে দাঁড়াল মুম্বই। যার জেরেই জয়ের মুখ দেখল ৫ বারের চ্যাম্পিয়নরা।
মরুশহরে এর আগের দুটি ম্যাচের একটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ওভারের নাটকে হারতে হয়েছিল পঞ্জাবকে। পরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতেছিল রাহুলের পঞ্জাব। কিন্তু রোহিতের মুম্বইয়ের কাছে জিততে আজ পারলেন না রাহুলরা। ওপেনিং জুটি বদলে মাঠে নেমেছিল পঞ্জাব। মায়াঙ্ক আগরওয়ালের জায়গায় আজ সুযোগ পেয়েছিলেন মনদীপ সিং। ক্যাপ্টেন কেএল রাহুলের সঙ্গে এগোচ্ছিলেনও ঠিকঠাক। কিন্তু ৫.২ ওভারে ক্রুণাল পান্ডিয়ার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মনদীপ। তারপর মাঠে আসেন ক্রিস গেইল। তবে দলের কাজে আসতে পারেননি আজ। মাত্র ১ রান করেই কায়রন পোলার্ডের শিকার হন ইউনিভার্সাল বস। গেইলের পর ছন্দে থাকা কেএল রাহুলের উইকেট তুলে নিয়ে পঞ্জাবকে বড় ঝটকা দেন পোলার্ড। পঞ্জাব ক্যাপ্টেনের উইকেট তুলে নিয়ে টি-২০ ক্রিকেটে ৩০০ উইকেটের নজির গড়লেন পোলার্ড। সুনীল নারিন ও আন্দ্রে রাসেলের পর ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় বোলার হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করলেন পোলার্ড। তবে টি-২০ ফর্ম্যাটে ১০ হাজার রান করার পাশাপাশি ৩০০ উইকেট নেওয়ার নজির বিশ্বে আর কোনও ক্রিকেটারের নেই। সেদিক থেকে দেখতে গেলে টি-২০ ক্রিকেটে বিরল নজির গড়লেন পোলার্ড।
পঞ্জাবের মিডল অর্ডারে নিকোলাস পুরান কিন্তু সেভাবে কোনও ম্যাচেই দলকে ভরসা জাগাতে পারছেন না। আজ মাত্র ২ রান করেই বুমরার শিকার হয়ে সাজঘরে ফেরেন পুরান। তবে এইডেন মার্করাম ও দীপক হুডা দলকে টেনেটুনে শতরানের গণ্ডি পার করেন। রোহিতদের বিরুদ্ধে দুরন্ত ছন্দে ছিলেন মার্করাম। ৪২ রানের দুরন্ত ইনিংস তিনি সাজিয়েছিলেন ৬টি চার দিয়ে। তবে রাহুল চাহার বেশিক্ষণ তাঁকে ক্রিজে থাকতে দেননি। মার্করাম আরও কিছুক্ষণ বেশি ব্যাট চালিয়ে যেতে পারলে আরও ১০-২০ রান যোগ হয়ে যেত পঞ্জাবের স্কোরবোর্ডে। কিন্তু তা আর হল কই। এরপর দীপক হুডার উইকেটও তুলে নেন বুমরা। পোলার্ড-বুমরাদের দাপটে ১৩৫ রানে থেমে যায় পঞ্জাব।
মুম্বইয়ের সামনে আজ বড় টার্গেট ছিল না। ১২০ বলে ১৩৬ রানটা তেমন কঠিন টার্গেট নয়। শুরুতে মনে হয়েছিল এই টার্গেট তাড়া করতে নেমে মারকাটারি ফর্মে দেখা যাবে মুম্বইয়ের ওপেনিং জুটিকে। কিন্তু তা নজরে পড়ল না। কম টার্গেটেও মুম্বইকে থামাতে হলে তাড়াতাড়ি উইকেট নেওয়া ছাড়া কোনও উপায় ছিল না পঞ্জাবের। আর শুরুতেই মুম্বই অধিনায়ক রোহিত শর্মার উইকেট তুলে নিয়ে রবি বিষ্ণোই দলকে স্বস্তি দেন। শুধু তাই নয়, পরের বলেই সূর্যকুমার যাদবকেও প্যাভিলিয়নে পাঠান রবি। ২ উইকেট হারিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন কুইন্টন ডি’কক ও সৌরভ তিওয়ারি। উইকেটের খোঁজে থাকা পঞ্জাবকে মুম্বই ওপেনার ডি’ককের উইকেট এনে দিয়ে তৃতীয় সাফল্য দেন মহম্মদ শামি। ২৭ রান করে মাঠ ছাড়েন ডি’কক। ঈশান কিষাণের বদলে খেলা সৌরভ তিওয়ারি দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। যে ফর্মে ছিলেন তাতে শেষ পর্যন্ত ক্রিজে টিকে জেতে পারতেন। কিন্তু সেইসময় বোলিংয়ে পরিবর্তন এনে নাথান এলিসকে দিয়ে সৌরভ তিওয়ারির গুরুত্বপূর্ণ উইকেট তুলিয়ে নেন কেএল রাহুল। তিনি ফেরার পর হার্দিক পান্ডিয়ার সঙ্গে জুটি বাঁধার জন্য আসেন কায়রন পোলার্ড। সেই জুটিই শেষ অবধি দলকে কাঙ্খিত জয় এনে দিলেন। আজ ফর্মে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। ৪০ রানে অপরাজিত থেকে দলের জয়ে বড় ভূমিকা রাখলেন হার্দিক। ১৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন পোলার্ড। এই ম্যাচে জয়ের পাশাপাশি প্লে অফের আশা জিইয়ে রাখল মুম্বই।
আরও পড়ুন: MI vs PBKS, IPL 2021 Match 42 Result: হারের হ্যাটট্রিকের পর ঘুরে দাঁড়াল রোহিতের মুম্বই