MI vs PBKS, IPL 2021 Match 42 Result: হারের হ্যাটট্রিকের পর ঘুরে দাঁড়াল রোহিতের মুম্বই
MI vs PBKS Live Score: দেখুন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম পঞ্জাব কিংস (Punjab Kings) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।
আবু ধাবি: আইপিএলের (IPL) ৪২তম ম্যাচে আজ মুখোমুখি রোহিত শর্মার (Mumbai Indians) ও কেএল রাহুলের পঞ্জাব কিংস (Punjab Kings)। আজ, মঙ্গলবারের ডাবল হেডারের এটি দ্বিতীয় ম্যাচ। আজকের জয়ের ফলে লিগ টেবলের ৫ নম্বরে উঠে এল ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। মরুশহরে হারের হ্যাটট্রিকের পর ঘুরে দাঁড়াল রোহিতরা। পাশাপাশি মুম্বই ও ভারতীয় দলের জন্য প্রাপ্তি হার্দিক পান্ডিয়ার ফর্মে ফেরা।
টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলেছে পঞ্জাব কিংস। মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩৬। ১ ওভার বাকি থাকতেই দলকে কাঙ্খিত জয় এনে দেন হার্দিক-পোলার্ড।
LIVE Cricket Score & Updates
-
১ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিল মুম্বই
হার্দিক পান্ডিয়া আজ ফর্মে ফিরলেন। হার্দিক ও পোলার্ড ১ ওভার বাকি থাকতেই দলকে কাঙ্খিত জয় এনে দিলেন।
तोडफोड मंडळ have brought it home! ??#OneFamily #MumbaiIndians #MIvPBKS #IPL2021 @hardikpandya7 @KieronPollard55 pic.twitter.com/xo05wXkHKV
— Mumbai Indians (@mipaltan) September 28, 2021
-
খেলা বাকি ৩ ওভারের
১৭ ওভারে মুম্বইয়ের স্কোর ১০৭/৪। জয়ের জন্য রোহিতদের প্রয়োজন ২৯ রান
-
-
সৌরভ আউট
হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন সৌরভ তিওয়ারি (৪৫*)। নাথান এলিস পঞ্জাবকে এনে দিলেন চতুর্থ সাফল্য।
#MI 4 down in chase!
Nathan Ellis strikes to dismiss Saurabh Tiwary. ? ?#VIVOIPL #MIvPBKS
Follow the match ? https://t.co/8u3mddWeml pic.twitter.com/idE7zSojHw
— IndianPremierLeague (@IPL) September 28, 2021
-
১৫ ওভারে মুম্বই ৯২/৩
খেলা বাকি ৫ ওভারের। মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ৪৪ রান
-
ডি’কক আউট
২৭ রান করে মাঠ ছাড়লেন মুম্বই ওপেনার কুইন্টন ডি’কক।
-
-
১০ ওভারে মুম্বই ৬২/২
খেলা বাকি ১০ ওভারের। মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ৭৪ রান
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে মুম্বই তুলেছে ৩০ রান
-
৫ ওভারে মুম্বই ২৫/২
৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স।
-
সূর্যকুমার আউট
কোনও রান না করেই সাজঘরে ফিরে গেলেন সূর্যকুমার যাদব
-
রোহিত আউট
৮ রান করে মাঠ ছাড়লেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। রবি বিষ্ণোই তুলে নিলেন হিটম্যানের উইকেট
-
৩ ওভারে মুম্বই ১৫/০
ভালো শুরু মুম্বইয়ের। জয়ের জন্য মুম্বইয়ের প্রয়োজন ১২১ রান
-
মুম্বইয়ের ইনিংস শুরু
ওপেনিংয়ে নামলেন কুইন্টন ডি’কক ও রোহিত শর্মা।
-
১৩৫ রানে থামল পঞ্জাব
নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলেছে পঞ্জাব কিংস। মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ১৩৬।
-
খেলা বাকি ৩ ওভারের
১৭ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৫ উইকেটে ১১৮।
-
পঞ্চম উইকেট হারাল পঞ্জাব
৪২ রানের দুরন্ত ইনিংস খেলে রাহুল চাহারের বলে আউট হলেন এইডেন মার্করাম
-
১৫ ওভারে পঞ্জাব ১০৫/৪
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে পঞ্জাবের স্কোর ৪ উইকেটে ১০৫
-
১০ ওভারে পঞ্জাব ৬২/৪
খেলা বাকি ১০ ওভারের। ১০ ওভারে শেষে পঞ্জাবের স্কোর ৪ উইকেটে ৬২
-
নিকোলাস পুরান আউট
জসপ্রীত বুমরার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন নিকোলাস পুরান। ২ রান করে আউট হলেন পুরান
-
কেএল রাহুল আউট
ক্রিস গেইলের পর ছন্দে থাকা পঞ্জাব অধিনায়ক কেএল রাহুলের উইকেট তুলে নিলেন কায়রন পোলার্ড। ২১ রান করে সাজঘরে ফিরে গেলেন রাহুল
-
গেইল আউট
আবু ধাবিতে উঠলো না গেইল ঝড়। মাত্র ১ রান করে সাজঘরে ফিরে গেলেন ক্যারিবিয়ান তারকা। পোলার্ড ফেরালেন গেইলকে
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-র মধ্যে এক উইকেট হারিয়ে ফেলেছে পঞ্জাব কিংস। ৬ ওভারে পঞ্জাব ৩৮/১
-
প্রথম উইকেট হারাল পঞ্জাব
ক্রুণাল পান্ডিয়ার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন মনদীপ সিং। ১৫ রান করেছেন তিনি
-
৫ ওভারে পঞ্জাব ৩৫/০
কোনও উইকেট না হারিয়ে ৫ ওভারে কেএল রাহুলরা তুলেছেন ৩৫ রান
-
৩ ওভারে পঞ্জাব ২১/০
ভালো শুরু পঞ্জাবের। নতুন ওপেনিং জুটি কত রানের পার্টনারশিপ গড়তে পারে সেদিকে নজর থাকবে সকলের।
-
পঞ্জাবের ইনিংস শুরু
ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও মনদীপ সিং
-
পঞ্জাবের প্রথম একাদশ
পঞ্জাব কিংসের প্রথম একাদশ: কেএল রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), মনদীপ সিং, ক্রিস গেইল, নিকোলাস পুরান, এইডেন মার্করাম, দীপক হুডা, নাথান এলিস, হরপ্রীত বরার, মহম্মদ শামি, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং।
Mandeep ⬅️Mayank ➡️#SaddaPunjab #IPL2021 #PunjabKings #MIvPBKS pic.twitter.com/dHW0OGWxya
— Punjab Kings (@PunjabKingsIPL) September 28, 2021
-
মুম্বইয়ের প্রথম একাদশ
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: কুইন্টন ডি’কক (উইকেটকিপার), সৌরভ তিওয়ারি, রোহিত শর্মা(অধিনায়ক), ক্রুণাল পান্ডিয়া, কায়রন পোলার্ড, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, নাথান নাইল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরা।
-
টস আপডেট
টসে জিতল মুম্বই ইন্ডিয়ান্স। টসে জিতে ফিল্ডিং বেছে নিলেন মুম্বই ক্যাপ্টেন রোহিত শর্মা
? Toss Update ?@mipaltan have won the toss & elected to bowl against @PunjabKingsIPL. #VIVOIPL #MIvPBKS
Follow the match ? https://t.co/8u3mddEDuN pic.twitter.com/17lhgXY1Nf
— IndianPremierLeague (@IPL) September 28, 2021
-
আবু ধাবিতে হাজির অর্শদীপ-হরপ্রীতরা
আবু ধাবিতে আর কিছুক্ষণ পরই শুরু হবে আজকের আইপিএলের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ
Abu Dhabi, here we come! ?#SaddaPunjab #IPL2021 #PunjabKings #MIvPBKS pic.twitter.com/lRA4Qab7Nc
— Punjab Kings (@PunjabKingsIPL) September 28, 2021
-
অপেক্ষা আর কিছুক্ষণের
গত ম্যাচে নজর কাড়তে পারেননি হার্দিক পান্ডিয়া। আজ কি তাঁকে ফর্মে দেখা যাবে। উত্তর মিলবে কিছুক্ষণ পরই
HP ?? KP#OneFamily #MumbaiIndians #IPL2021 #MIvPBKS @hardikpandya7 @KieronPollard55 pic.twitter.com/vHGDCTn8mV
— Mumbai Indians (@mipaltan) September 28, 2021
Published On - Sep 28,2021 6:31 PM