শারজা: ভারত ম্যাচ অতীত। নজর এ বার নিউজিল্যান্ড (New Zealand) ম্যাচে। সতীর্থদের সাবধানী বার্তা দিচ্ছেন অধিনায়ক বাবর আজম (Babar Azam)। পূর্বসুরিরা যা কখনও পারেননি, সেটাই করে দেখিয়েছেন বাবর-রিজওয়ানরা। তবে ভারত ম্যাচের থেকেও নিউজিল্যান্ড ম্যাচকে বদলার চোখে দেখছেন পাক ক্রিকেটাররা।
গত মাসের ঘটনা। নিরাপত্তাজনিত কারণে মাঝপথেই পাকিস্তান (Pakistan) সফর বাতিল করে দেশে ফিরে আসে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ওই ঘটনাকে একেবারেই ভালো চোখে দেখেনি পিসিবি। সিরিজ বাতিলের ফলে আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয় পাক বোর্ডকে। বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে বদলা নেওয়ার লক্ষ্যে স্থির বাবর আজমের দল। বিশ্বকাপে ২৯ বছরের ইতিহাসে কখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। শাহিন আফ্রিদিরা (Shaheen Afridi) তাঁদের পূর্বসুরিদের যন্ত্রণা ভুলিয়েছেন। নিউজিল্যান্ডকে হারিয়ে অপমানের জবাব দিতে চান রিজওয়ানরা (Md Rizwan)।
উইনিং কম্বিনেশন ধরে রেখেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে পাকিস্তান। তবে এ বার খেলা হবে শারজায়। এখানকার উইকেট দুবাইয়ের চেয়ে অনেকটাই আলাদা। শারজার (Sharjah) পিচে রান করা খুব কঠিন। রিজওয়ান-বাবর জুটি বাকি ব্যাটারদের পরীক্ষার সামনে আসতেই দেননি। তবে নিউজিল্যান্ড ম্যাচ অনেক কঠিন হবে তা ভালোই জানে পাক শিবির।
বিশ্বকাপ না জেতার আক্ষেপ এখনও তাড়িয়ে বেড়ায় কিউয়িদের। ৫০ ওভারের বিশ্বকাপে ফাইনালে উঠেও কাপ আর ঠোঁটের ফারাক ঘোচাতে পারেননি উইলিয়ামসনরা। এ বার সেই ব্যবধান ঘোচাতে প্রথম থেকেই তত্পর নিউজিল্যান্ড। ভারত-পাকিস্তান ম্যাচ দেখে বিপক্ষকে মেপে নিয়েছেন উইলিয়ামসনরা। বাবরদের মোকাবিলা করা সহজ হবে না। তাই সতর্ক হয়েই নামতে হবে কিউয়িদের।
আরও পড়ুন: T20 World Cup 2021: শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচে ঝামেলার জেরে জরিমানা লাহিরু-লিটনের