MS Dhoni: একসঙ্গে হাসি-কান্না, শুরুতেই ‘শেষের বার্তা’… মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে সিএসকের মন খারাপ!
CSK, IPL 2025: আর কতদিন আইপিএলে খেলবেন ধোনি? এই নিয়ে বার বার আলোচনা হয় ক্রিকেট মহলে। এ বার পঁচিশের আইপিএল শুরু হওয়ার আগে ধোনি যেন নিঃশব্দেও দিলেন সেই প্রশ্নের উত্তর। মুখে কিছু বলেননি মাহি। তবে বলেছে তাঁর শার্ট। বিষয়টা পরিষ্কার করা যাক।

কলকাতা: মাহি ইজ ব্যাক! চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়ার বেশিরভাগ অংশ এখন মহেন্দ্র সিং ধোনির দখলে। তিনি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। কিন্তু তাঁকে নিয়ে নেটদুনিয়ায় মাতামাতির অন্ত নেই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই আইপিএলের দামামা বেজে যাবে। যে ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন না, তাঁরা অনেকেই নিজেদের আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন। এ বার মহেন্দ্র সিং ধোনিও (MS Dhoni) পৌঁছে গিয়েছেন সিএসকের ঘরে। তাঁর স্টাইল আজও আলাদা। তাঁকে দেখে কে বলবে বয়স তাঁর ৪৩। দেখে তো বোঝার জো নেই। আর কতদিন আইপিএলে খেলবেন ধোনি? এই নিয়ে বার বার আলোচনা হয় ক্রিকেট মহলে। এ বার পঁচিশের আইপিএল শুরু হওয়ার আগে ধোনি যেন নিঃশব্দেও দিলেন সেই প্রশ্নের উত্তর। মুখে কিছু বলেননি মাহি। তবে বলেছে তাঁর শার্ট। বিষয়টা পরিষ্কার করা যাক।
Thala landed in Chennai 🦁 The world felt the goosebumps ✨#DenComing #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/4SXVsYXBZC
— Chennai Super Kings (@ChennaiIPL) February 27, 2025
নেটজুড়ে ঘোরাফেরা করছে মহেন্দ্র সিং ধোনির সিএসকে টিমের সঙ্গে যোগ দেওয়ার ছবি এবং ভিডিয়ো। যেখানে তাঁকে দেখা গিয়েছে একটি কালো রঙয়ের টি শার্ট পরে। সেই টি শার্টে ছিল বেশ কয়েকটি সাদা লাইনের আঁকি বুঁকি। তা নিয়েই যত চর্চা। অবশ্য সেই আঁকি বুঁকি অতি সহজ বিষয় নয়। তা হল মোর্স কোড। আর ওই কোড অনুযায়ী, ধোনির শার্টে লেখা ছিল, ‘ওয়ান লাস্ট টাইম।’
THA7A FOR A REASON! 🦁🔥 #Thala #DenComing #WhistlePodu 🦁💛 pic.twitter.com/VewJtZxVDr
— Chennai Super Kings (@ChennaiIPL) February 26, 2025
ব্যস এরপর থেকে ধোনিভক্তদের মধ্যে জল্পনা ছড়িয়েছে যে, হয়তো ২০২৫ সালেই শেষ বার আইপিএলের আঙিনায় ধোনির ধামাকা দেখা যাবে। মাহির অনুরাগীরা ভাবছেন, এ বছরের আইপিএলের পরই হয়তো তাঁদের প্রিয় থালা আর আইপিএলে খেলবেন না। এ বার দেখার মাহি সত্যিই আর কতদিন আইপিএলে খেলা চালিয়ে যান।
MS Dhoni’s Tshirt actually translates to one last time… pic.twitter.com/j1m8E0tbd5
— 𝐒𝐞𝐫𝐠𝐢𝐨 (@SergioCSKK) February 26, 2025
