Abid Ali: অ্যাঞ্জিওপ্লাস্টি হল পাক ওপেনার আবিদ আলির

আজ, বুধবার আবিদ আলির একটি অ্যাঞ্জিওপ্লাস্টি (angioplasty) হয়েছে। এবং জানা গিয়েছে, বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে আবিদ আলির আরও একটি অ্যাঞ্জিওপ্লাস্টি হবে।

Abid Ali: অ্যাঞ্জিওপ্লাস্টি হল পাক ওপেনার আবিদ আলির
Abid Ali: অ্যাঞ্জিওপ্লাস্টি হল পাক ওপেনার আবিদ আলির (ছবি-আইসিসি টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 7:42 PM

করাচি: কয়েদ-এ-আজম ট্রফিতে (Quaid-e-Azam Trophy) মধ্য পঞ্জাবের হয়ে খেলার সময়, হঠাৎই বুকে ব্যাথা (Chest Pain) অনুভব করেন পাক ওপেনার আবিদ আলি। সঙ্গে সঙ্গে তাঁকে মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ, বুধবার তাঁর একটি অ্যাঞ্জিওপ্লাস্টি (angioplasty) হয়েছে। এবং জানা গিয়েছে, বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে আবিদ আলির আরও একটি অ্যাঞ্জিওপ্লাস্টি হবে।

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে দেখা গিয়েছে, আবিদ আলি হাসপাতালের বেড থেকেই তাঁর ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। তিনি ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছেন। ভিডিওতে আবিদকে বলতে শোনা যায়, “ঈশ্বরের আশীর্বাদে আমি সুস্থ আছি। আমার স্বাস্থ্যের জন্য আপনারা যারা প্রার্থনা করেছেন তাদের সকলকে ধন্যবাদ। আগামীকালও আমি একটা ছোট পরীক্ষার মধ্যে দিয়ে যান। তাতেও যেন সফল হই তার জন্য সকলে প্রার্থনা করবেন।”

মঙ্গলবার পিসিবির (PCB) পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল, আবিদকে তাড়াতাড়ি একটি কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যেখানে তাঁর অ্যাকিউট করোনারি সিনড্রোম ধরা পড়েছে। তিনি কনসালটেন্ট কার্ডিওলজিস্টের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর চিকিৎসার ব্যাপারে পিসিবির মেডিকেল টিমও নিয়মিত যোগাযোগ রাখছেন। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

এর আগে পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার ও মধ্য পঞ্জাব টিমের ম্যানেজার অসরফ আলি বলেছিলেন, ‘সকালে আবিদ ৬১ রানে ব্যাট করছিল। তখন ও দু’বার জানিয়েছিল, ওর বুকে লাগছে। আমাদের মনে হয়েছিল, দেরি না করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া উচিত। সেখানেই আপাতত পর্যবেক্ষণে আছে আবিদ। কিছু টেস্ট হয়েছে, আরও কিছু টেস্ট করা হবে।’

পাকিস্তানের হয়ে এখনও পর্যন্ত আবিদ ১৬টা টেস্ট খেলেছেন এবং ৬টি ওয়ান ডে খেলেছেন। তবে সম্প্রতি দেশের হয়ে দারুণ ফর্মে ছিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে তাঁর ষষ্ঠ সেঞ্চুরি করেছিলেন কিছুদিন আগেই। সেন্ট্রাল পঞ্জবারে হয়ে সিন্ধের বিরুদ্ধে শেষ ম্যাচে ৯৮ রান করেছিলেন আবিদ।

আরও পড়ুন: Virat Kohli: বদলে গেল কোহলির গলার স্বর, হিলিয়াম বেলুন চ্যালেঞ্জে মাতলেন বিরাট

আরও পড়ুন: Jofra Archer: হাতে অস্ত্রোপচার, আইপিএলের নিলামেও হয়তো নেই আর্চার