Virat Kohli: বদলে গেল কোহলির গলার স্বর, হিলিয়াম বেলুন চ্যালেঞ্জে মাতলেন বিরাট
সদ্য কোহলি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে হঠাৎ করেই কোহলির গলার স্বর বদলে যাচ্ছে। নিজের গলার আওয়াজ শুনে হেসে কুটিপাটি হয়েছেন খোদ কোহলিও। তবে বিরাটের নতুন অবতার বেশ সাড়া ফেলেছে নেটদুনিয়ায়।
জোহানেসবার্গ: প্রোটিয়াদের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে নামার আগে এক অন্য চ্যালেঞ্জের মুখোমুখি হলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তবে সেই চ্যালেঞ্জে পাস করেছেন ভিকে। সদ্য কোহলি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে হঠাৎ করেই কোহলির গলার স্বর বদলে যাচ্ছে। নিজের গলার আওয়াজ শুনে হেসে কুটিপাটি হয়েছেন খোদ কোহলিও। তবে বিরাটের নতুন অবতার বেশ সাড়া ফেলেছে নেটদুনিয়ায়।
কিন্তু কীভাবে বদলে গেল বিরাটের গলার স্বর? আসলে জনপ্রিয় ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা পুমার এক বিজ্ঞাপনের শুটিং করছিলেন কোহলি। সেখানেই তিনি হিলিয়াম বেলুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। বিরাটের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তিনি হিলিয়াম গ্যাস ভরা বেলুন নিয়ে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন। হিলিয়াম গ্যাস মুখে পুরলেই গলার আওয়াজ বদলে যায়। ফলে কোহলির ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। এবং সেই বদলে যাওয়া কণ্ঠস্বর নিয়েই কোহলিকে নিয়ে সব থেকে বেশি সার্চ করা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় রীতিমতো জনপ্রিয় ভিকে। তাঁকে নিয়ে মাঝে মধ্যেই নানা প্রশ্ন জানতে চায় তাঁর অনুরাগীরা। এক সাধারণ প্রশ্নের (‘বিরাট কোহলি কী করেন?’) উত্তর দিয়ে ভিকে এই চ্যালেঞ্জ শুরু করেন। যেখানে কোহলি বলেন, “আমি ক্রিকেট খেলি।” আর এটি বলার পরেই নিজের গলার স্বর শুনে হাসতে থাকেন তিনি। এর পর কোহলি উত্তর দেন তাঁর কাস্টমার কেয়ার নম্বর কোনটি। সেখানে তিনি বলেন, “আমাকে ১৮১৮১৮ তে কল করতে পারবে, কিন্তু আমি আশা করি তোমরা করবে না।” বিরাটের প্রাইভেট জেট রয়েছে? এই প্রশ্নের উত্তরে ভিকে বলেন, “না। এটি গুজব। আমার প্রাইভেট জেট নেই।” বিরাট কোহলি কি ব্ল্যাক ওয়াটার পান করেন? এই প্রশ্নের উত্তরে কোহলি বলেন, “আমি কয়েক বার এটা পান করেছি, তবে আমি নিয়মিত এটা পান করি না। তবে আমরা বাড়িতে অ্যালকালাইন জল পান করি।”
এই সব প্রশ্নের পাশাপাশি কোহলিকে জিজ্ঞাসা করা হয় তিনি কি পড়াশুনাতো ভালো ছিলেন? তাতে তিনি বলেন, পড়াশুনাতে ঠিকঠাকই ছিলেন। তবে কোনওদিন টপার ছিলেন না। ভিকে আরও বলেন, তাঁকে মানি হেইস্টের প্রফেসরের মতো দেখতে লাগলেও তিনি কিন্তু সেই ওয়েব সিরিজে নেই। শেষ প্রশ্নটি ছিল, তিনি কী পাঞ্জাবিতে কথা বলতে পারেন? উত্তরে কোহলি জানান, পাঞ্জাবি বলতে পারেন তিনি। পাঞ্জাবি গানও শোনেন তিনি।
On a lighter note?Helium Balloon Voice#ad pic.twitter.com/144estOGM5
— Virat Kohli (@imVkohli) December 22, 2021
সোশ্য়াল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে কোহলির এই ভিডিও। কয়েক দিন আগে বিরাট সোশ্যাল মিডিয়ায় ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) কোচ পেপ গুয়ার্দিওলার উদ্দেশ্যে এক ভিডিওতে ইংরেজি ও পাঞ্জাবি মিলিয়ে ম্যান সিটির কোচকে শুভেচ্ছা জানান। ভিডিওটির ক্যাপশনে লেখেন, “চাক দে ফাট্টে।”