Asia Cup 2022: এশিয়া কাপে চোটে নেই শাহিন আফ্রিদি, স্বস্তিতে রোহিতরা?
এশিয়া কাপের (Asia Cup) আগে পাকিস্তানের জন্য বিরাট ধাক্কা। চোটের কারণে খেলতে পারবেন না শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)।
কলকাতা: এশিয়া কাপের (Asia Cup) আগে পাকিস্তানের জন্য বিরাট ধাক্কা। চোটের কারণে খেলতে পারবেন না শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। বাঁ হাতি পেসারকে না পাওয়ায় বাবর আজমের পাকিস্তান (Pakistan) যে বেশ চাপে পড়বে, তা নিয়ে কোনও সন্দেহই নেই। বিশেষ করে ভারতের বিরুদ্ধে আফ্রিদি পাক টিমের তুরুপের তাস। আর সেটা প্রমাণ করে দিয়েছিলেন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও। বিরোট কোহলি, রোহিত শর্মাদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৩ উইকেট নিয়ে জয়ের রাস্তা তৈরি করে দিয়েছিলেন টিমের জন্য। সেই আফ্রিদিকে নিয়ে একটা আশঙ্কা ছিলই। ডান হাঁটুর চোট বেশ কিছুদিন ধরেই ভোগাচ্ছিল তাঁকে। যে কারণে এশিয়া কাপের কথা ভেবে বিশ্রামও দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু চিকিৎসকদের পরামর্শ এবং মাস তিনেক পর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে এশিয়া কাপ থেকে অব্যহতি দেওয়া হল।
২৮ জুলাই আবার একটা মহারণ ক্রিকেট মাঠে। এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারত বনাম পাকিস্তান মুখোমুখি নামবে। দুই দেশের পারস্পারিক ক্রিকেট সম্পর্ক দীর্ঘদিন নেই। রাজনৈতিক টানাপোড়েনের কারণেই। তাই এশিয়া কাপ, বিশ্বকাপের আসর ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পাওয়া যায় না। এশিয়া কাপের ম্যাচে বাবর বনাম বিরাট ম্যাচটা ঘিরেই উত্তেজনা সবচেয়ে বেশি। দুটো টিমই সেরা দল নিয়ে এশিয়া কাপে যাচ্ছে। তা ছাড়া এশিয়া কাপ থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু দিতে চাইছে উপমহাদেশের টিমগুলো। সেই কারণেই এশিয়া কাপের গুরুত্ব অনেকখানি। ভারত ম্যাচ আছে বলেই বাড়তি ঝুঁকি অবশ্য নিতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। শাহিনকে যে কারণে ‘ছুটি’ দেওয়া হল।
পিসিবির চিফ মেডিকেল অফিসার ডঃ নাজিবুল্লাহ বলেছেন, ‘আমি শাহিনের সঙ্গে কথা বলেছি। ওর পক্ষে এখন খেলা ঠিক হবে না, শুনে বেশ ভেঙে পড়েছে। ওর মতো তরুণ ক্রিকেটার যাতে দেশের হয়ে পুরো সুস্থ হয়ে নামতে পারে, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রটেরডামে ওর রিহ্যাব চলছে। সেটা শুরু হওয়ার পরই পরিষ্কার বোঝা গিয়েছে, অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাঠে ফিরতে হলে আরও কিছুটা সময় দিতে হবে। ও যাতে পুরোপুরি ফিট হয়ে দ্রুত মাঠে ফিরতে পারে, সে দিকে আমরা নজর রাখছি।’
আরও ৪-৬ সপ্তাহ ফিট হতে সময় লাগবে শাহিন আফ্রিদির। আশা করা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই তিনি পাক টিমের হয়ে নামতে পারবেন খেলতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেই হয়তো খেলতে দেখা যাবে। আফ্রিদির পরিবর্তে কে টিমে ঢুকবেন, তা এখনও জানানো হয়নি। খুব শিগগিরি তাঁর পরিবর্তের নাম ঘোষণা করবে পিসিবি।