Pakistan vs Namibia Match Highlights, T20 World Cup 2021: নামিবিয়াকে ৪৫ রানে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

| Edited By: | Updated on: Nov 02, 2021 | 11:22 PM

Pakistan vs Namibia Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তান (Pakistan) বনাম নামিবিয়া (Namibia) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

Pakistan vs Namibia Match Highlights, T20 World Cup 2021: নামিবিয়াকে ৪৫ রানে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তান বনাম নামিবিয়া

আবু ধাবি: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর একাদশতম দিনে আবু ধাবিতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাবর আজমের পাকিস্তান (Pakistan) এবং গেরহার্ড এরাসমাসের নামিবিয়া (Namibia)। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলেন মহম্মদ রিজওয়ানরা। ১৯০ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায় নামিবিয়া। পাক-বোলারদের দাপটে শেষ পর্যন্ত ৫ উইকেটের বিনিময়ে ১৪৪ রানে থামে ঈগলসরা। এই নিয়ে টানা ৪ ম্যাচে জিতল পাকিস্তান। শাহিনদের ঝুলিতে ৪ ম্যাচ জিতে এসেছে ৮ পয়েন্ট। এবং গ্রুপ-২ এর শীর্ষে রয়েছেন বাবররাই। পাশাপাশি টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল পাকিস্তান।

তবে রবিবার পাকিস্তান সুপার-১২-এর শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে। পাকিস্তানের বিজয়রথ থামাতে পারল না নামিবিয়া। উল্টে আবু ধাবিতে আজ ২ পয়েন্ট তুলে নিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলল পাকিস্তান।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 02 Nov 2021 11:11 PM (IST)

    ৪৫ রানে জয়ী পাকিস্তান

    ১৯০ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪৪ রান তোলে নামিবিয়া। যার সুবাদের ৪৫ রানে ম্যাচ জিতল পাকিস্তান। পাশাপাশি টুর্নামেন্টের সেমি ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান

  • 02 Nov 2021 10:41 PM (IST)

    ১৫ ওভারে নামিবিয়া ১০১/৪

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০১ স্কোরবোর্ডে তুলেছে নামিবিয়া। শেষ ৫ ওভারে নামিবিয়ার প্রয়োজন ৩০ বলে ৮৯ রান

  • 02 Nov 2021 10:14 PM (IST)

    ১০ ওভারে নামিবিয়া ৭০/২

    খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৭০ রান তুলেছে নামিবিয়া। ম্যাচ জিততে এখনও ঈগলসদের প্রয়োজন ৬০ বলে ১২০ রান

  • 02 Nov 2021 09:55 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে নামিবিয়া তুলেছে ৩৪ রান। ম্যাচ জিততে ঈগলসদের এখনও প্রয়োজন ১৫৬ রান

  • 02 Nov 2021 09:50 PM (IST)

    ৫ ওভারে নামিবিয়া ২৫/১

    ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২৪ রান তুলেছে নামিবিয়া। স্টিফেন বার্ড ১৮ বলে ১৪ রান করেছেন এবং ক্রেগ উইলিয়ামস ১০ বলে ৬ রানে রয়েছেন।

  • 02 Nov 2021 09:27 PM (IST)

    রান তাড়া করতে নামল নামিবিয়া

    স্টিফেন বার্ড এবং মিচেল ভ্যান লিঙ্গেন ওপেনিংয়ে নামলেন।

  • 02 Nov 2021 09:16 PM (IST)

    ১৮৯ রানে পাকিস্তানের ইনিংস শেষ

    প্রথমে ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেছে বাবররা। ম্যাচ জিততে নামিবিয়ার প্রয়োজন ১৯০ রান।

  • 02 Nov 2021 09:06 PM (IST)

    মহম্মদ রিজওয়ানের হাফসেঞ্চুরি

    নামিবিয়ার বিরুদ্ধে ১৮.৪ ওভারে ছয় মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন মহম্মদ রিজওয়ান।

  • 02 Nov 2021 08:57 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে পাকিস্তান তুলেছে ১৩৮ রান।

    মহম্মদ রিজওয়ান ৪৪*, মহম্মদ হাফিজ ১৬*

  • 02 Nov 2021 08:44 PM (IST)

    ১৫ ওভারে পাকিস্তান ১১৮/১

    খেলা বাকি ৫ ওভারের। উইকেটের খোঁজে থাকা নামিবিয়া ১৫তম ওভারে প্রথম সাফল্য পায়। ১৫তম ওভারের দ্বিতীয় বলে পাক নেতা বাবর আজমের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন উইজি। ৭০ রান করে সাজঘরে ফেরেন বাবর। ১৫ ওভারে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ১১৮

  • 02 Nov 2021 08:25 PM (IST)

    বাবর আজমের হাফসেঞ্চুরি

    নামিবিয়ার বিরুদ্ধে ৩৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

  • 02 Nov 2021 08:18 PM (IST)

    ১০ ওভারে পাকিস্তান ৫৯/০

    খেলা বাকি ১০ ওভারের। দুই ওপেনারই এগিয়ে নিয়ে যাচ্ছে পাকিস্তান।

    বাবর আজম রয়েছেন ৪৩ রানে। রিজওয়ান ব্যাট করছেন ১৬ রানে।

  • 02 Nov 2021 07:57 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে পাকিস্তান তুলেছে ২৯ রান। বাবর আজম ১৯ বল খেলে করছেন ২১ রান। মহম্মদ রিজওয়ান ১৭ বলে করেছেন ৮ রান।

  • 02 Nov 2021 07:52 PM (IST)

    ৫ ওভারে পাকিস্তান ২৩/০

    ৫ ওভারের খেলা হয়ে গিয়েছে। কোনও উইকেট না হারিয়ে বাবর আজমরা তুলেছেন ২৩ রান।

    বাবর আজম ব্যাট করছেন ১৬ রানে। মহম্মদ রিজওয়ান রয়েছেন ৭ রানে

  • 02 Nov 2021 07:41 PM (IST)

    ৩ ওভারে পাকিস্তান ৬/০

    নামিবিয়ার বিরুদ্ধে শুরুতেই জ্বলে উঠল না বাবর-রিজওয়ানের ব্যাট। ৩ ওভারে মাত্র ৬ রান তুলেছে পাকিস্তান

  • 02 Nov 2021 07:31 PM (IST)

    পাকিস্তানের ইনিংস শুরু

    পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে নামলেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান

  • 02 Nov 2021 07:18 PM (IST)

    নামিবিয়ার প্রথম একাদশ

    নামিবিয়ার প্রথম একাদশ: স্টিফেন বার্ড, ক্রেগ উইলিয়ামস, মাইকেল ভ্যান লিঙ্গেন, জেন গ্রিন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড উইজি, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিঙ্ক, নিকোল লফটি-ইটন, রুবেন ট্রাম্পেলম্যান ও বেন শিঙ্কোনগো।

  • 02 Nov 2021 07:15 PM (IST)

    পাকিস্তানের প্রথম একাদশ

    পাকিস্তানের প্রথম একাদশ: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফকর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ।

  • 02 Nov 2021 07:09 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল পাকিস্তান।

    টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

  • 02 Nov 2021 06:40 PM (IST)

    নামিবিয়ার বিরুদ্ধে নামার আগে পাক টিমকে কী বলে উদ্বুদ্ধ করছেন বাবর? দেখুন ভিডিও

Published On - Nov 02,2021 6:33 PM

Follow Us: